Advertisement
১১ মে ২০২৪

বিমানে যাত্রীদের সামনেই প্রস্রাব, হাজার পাউন্ড জরিমানা এক ব্যক্তির

বিমান তখন মাঝ আকাশে। হঠাত্ই এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে সকলের সামনেই প্রস্রাব করতে শুরু করলেন। জিনু আব্রাহাম নামে ওই ব্যক্তির এ রকম আচরণে বিমানের সব যাত্রীরা হতবাক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৭
Share: Save:

বিমান তখন মাঝ আকাশে। হঠাত্ই এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে সকলের সামনেই প্রস্রাব করতে শুরু করলেন। জিনু আব্রাহাম নামে ওই ব্যক্তির এ রকম আচরণে বিমানের সব যাত্রীরা হতবাক। এ কী করছেন তিনি? সকলেই রে..রে করে ওঠেন। তত ক্ষণে আব্রাহাম তাঁর কাজ সেরে ফেলেছে। তাঁকে আটকাতে বিমানকর্মীরা ছুটে এলে তাঁদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন। ঘটনা এয়ার ইন্ডিয়ার একটি বিমানের। বিমানটি ভারত থেকে বার্মিংহামে যাচ্ছিল। অন্য সব যাত্রীদের সঙ্গে নিজের ১০ বছরের ছেলেকে নিয়ে সিটে বসেছিলেন আব্রাহাম। বিমানটি বার্মিংহামে নামার ঠিক ৪০ মিনিট আগেই এই বিশ্রী কাণ্ড ঘটান। আব্রাহামকে তখনই বিমানকর্মীরা হ্যান্ডকাফ পরিয়ে ফের সিটে বসিয়ে দেন। বিমানটি বার্মিংহামে নামার পরই আব্রাহামকে গ্রেফতার করা হয়। আর তাঁকে এক হাজার পাউন্ড অর্থ জরিমানা করা হয়।

যিনি এই কাজ করেছেন সেই আব্রাহাম কী বলেছেন?

তাঁর দাবি, বিমানে বসে তিনি দু’বার হুইস্কি খেয়েছিলেন। তিনি যে বিমানে সকলের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন সে কথা তাঁর মনেই নেই। পরে জানা যায়, ওই ব্যক্তি মানসিক দিকে থেকে অসুস্থ ছিলেন। তাঁর চিকিত্সাও চলছিল। আব্রাহামের স্ত্রীর দাবি, বিমানে ওঠার সময় প্রয়োজনীয় ওষুধ নিতে ভুলে গিয়েছিলেন। ফলে বিমানে উঠে ভয় পেয়ে গিয়েই এ ধরনের কাজ করে ফেলেছেন।

আরও পড়ুন...

যাত্রী নিয়ে হ্রদে ভেঙে পড়ল হেলিকপ্টার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE