Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International News

নিউ ইয়র্কে ট্রাক হামলায় হত ৮, দেখুন সন্ত্রাসবাদীর ভিডিও

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সওয়া ৩টে নাগাদ এক ব্যক্তি একটি পিকআপ ট্রাক নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়ালের কাছে লোয়ার ম্যানহাটনে ব্যস্ত রাস্তায় ঢুকে যায়। পথচারী ও সাইকেল আরোহীদের উপর ট্রাক চালিয়ে দেয় সে। তার ট্রাকের চাকায় পিষে যায় বহু পথচারীর দেহ। আহত হন অনেকে।

এই ট্রাক দিয়েই হামলা চালানো হয়। ছবি: এএফপি।

এই ট্রাক দিয়েই হামলা চালানো হয়। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ০৬:৫৩
Share: Save:

ঠিক এক মাসের মাথায় ফের সন্ত্রাসী হানায় রক্তাক্ত আমেরিকা।

লাস ভেগাসের পর এ বার দুষ্কৃতী হামলায় রক্তাক্ত নিউ ইয়র্ক। মঙ্গলবার লোয়ার ম্যানহাটনে ট্রাকের চাকায় পথচারীদের পিষে মারল এক দুষ্কৃতী। হামলায় প্রাণ গিয়েছে ৮ জনের। গুরুতর জখম অন্তত ১১ জন। পুলিশের গুলিতে আহত হয়েছে হামলাকারী।

নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে দাবি করেছেন। এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন। তিনি লিখেছেন, “মনে হচ্ছে এটা আরও এক অসুস্থ এবং ভয়ানক ব্যক্তির হামলা। পুলিশ কড়া নজর রাখছে। আমেরিকায় আর (হামলা) নয়!”

পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী বিকেল সওয়া ৩টে (ভারতীয় সময় রাত পৌনে ১টা) নাগাদ এক আততায়ী একটি ট্রাক নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়ালের কাছে লোয়ার ম্যানহাটনের ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ে। হ্যালোউইনের কারণে সেই সময় রাস্তায় বেশ ভিড় ছিল।

সায়ফুল্লো হাবিবুল্লায়েভিচ সাইপভ নামের দুষ্কৃতীই এই হামলা চালায়। ছবি: এএফপি।

পথচারী ও সাইকেল আরোহীদের উপরে ট্রাক চালিয়ে দেয় আততায়ী। ট্রাকের চাকায় পিষে যায় বহু পথচারী। আহত হন অনেকে। হামলার পর ট্রাক থেকে বেরিয়ে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে করতে বন্দুক নিয়ে দৌড়তে শুরু করে সে।

খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় তারা। আততায়ীর তলপেটে গুলি লাগে। ঘটনাস্থল থেকে একটি পেন্টবল বন্দুক ও পেলেট গান উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। সায়ফুল্লো হাবিবুল্লায়েভিচ সাইপভ নামে ২৯ বছরের এক ওই হামলাকারী আদতে উজবেকিস্তানের নাগরিক। তবে, ২০১০ থেকে সে আমেরিকার নিউ জার্সিতে বসবাস করছিল। নিউজ চ্যানেল ‘সিএনএন’ জানিয়েছে, সাইপভের ট্রাক থেকে একটি আইএস-এর নামে চিরকুট মিলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE