Advertisement
০১ মে ২০২৪
International News

মাসুদ আজহারকে বাঁচাতে পারবে না কোনও ভেটো: চিনকে বার্তা আমেরিকার

চিনের ভেটো বাঁচাতে পারবে না মাসুদ আজহারকে। স্পষ্ট করে জানাল আমেরিকা। পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি তথা জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের বিরুদ্ধে আমেরিকা পদক্ষেপ করবেই, কেউ তা রুখতে পারবে না।

মাসুদ আজহার। —ফাইল চিত্র।

মাসুদ আজহার। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ২০:৩৭
Share: Save:

চিনের ভেটো বাঁচাতে পারবে না মাসুদ আজহারকে। স্পষ্ট করে জানাল আমেরিকা। পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি তথা জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের বিরুদ্ধে আমেরিকা পদক্ষেপ করবেই, কেউ তা রুখতে পারবে না। মাসুদ আজহারের নাম না করেও স্পষ্ট ইঙ্গিতে এ কথা বুঝিয়ে দিলেন রাষ্ট্রপুঞ্জে মার্কিন দূত নিকি হ্যালি। ভারত আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে মাসুদ আজহারকে। আর তার সংগঠন জইশ-ই-মহম্মদকে শুধু ভারত নয়, রাষ্ট্রপুঞ্জও নিষিদ্ধ করেছে। তবু মাসুদকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা বার বার ভেস্তে দিচ্ছে চিন। তবে মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাতে আটকে থাকবে না বলে আমেরিকা বুঝিয়ে দিয়েছে।

নাম না করেও মাসুদ আজহার প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে চিনকে কঠোর বার্তা দিলেন মার্কিন দূত নিকি হ্যালি। —ফাইল চিত্র।

এপ্রিল মাসের জন্য রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হয়েছেন মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি। প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণ করার পর মঙ্গলবারই নিজের প্রথম সাংবাদিক বৈঠকটি করেছেন নিকি। সেখানেই তিনি কঠোর বার্তা দিয়েছেন দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াই প্রসঙ্গে। নিকিকে প্রশ্ন করা হয়েছিল, দক্ষিণ এশিয়ায় যে সব সন্ত্রাসবাদীকে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার আওতায় আনা দরকার, তাদের নিয়ে তিনি কী ভাবছেন? নিরাপত্তা পরিষদের এক স্থায়ী সদস্যই (চিন) যে নিষেধাজ্ঞা জারির চেষ্টা আটকে দিচ্ছে, সে বিষয়েই বা তিনি কী করতে পারবেন? নিকি হ্যালি বলেন, ‘‘এমন কেউ কেউ থাকবেন, যাঁরা নির্দিষ্ট কিছু ইস্যুতে ভেটো দেবেন। কিন্তু তাতে আমেরিকার পদক্ষেপ আটকানো যাবে না।’’ নিকি হ্যালিকে যে প্রশ্ন করা হয়েছিল, তাতে কারও নাম ছিল না। কিন্তু জইশ প্রধান মাসুদ আজহারের উপর নিষেধাজ্ঞার বিষয়েই যে কথা হচ্ছে এবং চিনের ভেটোই যে নিন্দিত হচ্ছে, তা বুঝতে কারও অসুবিধা হয়নি।

আরও পড়ুন: কাশ্মীরে অশান্তি ছড়াতে ৮০০ কোটি টাকা ঢেলেছে পাকিস্তান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE