Advertisement
১১ মে ২০২৪
ভিয়েতনাম

উঠল সামরিক নিষেধাজ্ঞা

প্রথমে কিউবা সফর, এর পরে হিরোশিমায় সফরের ঘোষণা এবং আজ ভিয়েতনামে ৫০ বছরের পুরনো মার্কিন সামরিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া— তিনটি ইতিহাসের সঙ্গেই জড়িয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম। সোমবার হ্যানয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংকে পাশে নিয়ে ওবামা জানান, এ দেশে সামরিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে মার্কিন নিষেধাজ্ঞা ছিল তা পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে।

সংবাদ সংস্থা
হ্যানয় শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০৩:৩৩
Share: Save:

প্রথমে কিউবা সফর, এর পরে হিরোশিমায় সফরের ঘোষণা এবং আজ ভিয়েতনামে ৫০ বছরের পুরনো মার্কিন সামরিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া— তিনটি ইতিহাসের সঙ্গেই জড়িয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম। সোমবার হ্যানয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংকে পাশে নিয়ে ওবামা জানান, এ দেশে সামরিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে মার্কিন নিষেধাজ্ঞা ছিল তা পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে।

ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে মার্কিন সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানান ওবামা। তাঁর মতে, দু’তরফেই একটা বিশ্বাস এবং সহযোগিতার বাতাবরণ তৈরি হয়েছে। যদিও কূটনীতিকদের দাবি, ভিয়েতনামে চিনের বাড়বাড়ন্তের জন্যই আমেরিকা দীর্ঘ পাঁচ দশকের সামরিক নিষেধাজ্ঞা তুলে দিল। যে কথা অবশ্য উড়িয়ে দিয়েছেন ওবামা। ভিয়েতনামের প্রেসিডেন্ট কুয়াং বলছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার অর্থ দু’দেশের সম্পর্ক এখন স্বাভাবিক। ১৯৭৫ সালে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগ (যা পরিচিত হো চি মিন শহর হিসেবে) পতনের পরে শেষ হয় ভিয়েতনাম যুদ্ধ। সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছিল মার্কিন সেনা।

কিন্তু চিনের সঙ্গে ভিয়েতনামের সমীকরণ আলাদা। প্রতিবেশী দুই দেশ কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী হলেও দক্ষিণ চিন সাগরে বিভিন্ন দ্বীপে চিনের বাড়াবাড়িতে বিরক্ত ভিয়েতনাম। আর তাই চিনকে ঠেকাতে ওবামা সামরিক নিষেধাজ্ঞা তোলার কথা ভেবেছেন বলে মনে করছেন কূটনীতিকরা। বেজিং প্রশাসন বলছে, নিষেধাজ্ঞা উঠে আমেরিকা-ভিয়েতনামের স্বাভাবিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় আমরাও খুশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Obama arms embargo Vietnam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE