Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মৃত্যু কেন, উত্তর দেবে পাবলো নেরুদার দেহ

পিনোশের গুপ্তঘাতকদের হাতেই কি মারা গিয়েছিলেন পাবলো নেরুদা? নাকি প্রস্টেট ক্যানসারেই মৃত্যু হয়েছিল লাতিন আমেরিকার এই কিংবদন্তী কবির?

সংবাদ সংস্থা
সান্তিয়াগো (চিলি) শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ০৩:১১
Share: Save:

পিনোশের গুপ্তঘাতকদের হাতেই কি মারা গিয়েছিলেন পাবলো নেরুদা? নাকি প্রস্টেট ক্যানসারেই মৃত্যু হয়েছিল লাতিন আমেরিকার এই কিংবদন্তী কবির?

মৃত্যুর ৪৩ বছর পরে এই প্রশ্নের উত্তর খুঁজতে চার দিন আগে কবর খুঁড়ে বার করে আনা হয় নেরুদার দেহ। দেহাংশের পরীক্ষার পরে আজ ফের কবর দেওয়া হয়েছে তাঁকে। ময়না-তদন্তের রিপোর্ট আসবে ১৫ মে।

১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর দেশের সোশ্যালিস্ট শাসনে ইতি টেনে ক্ষমতায় আসেন স্বৈরাচারী শাসক আউগুস্তো পিনোশে। তার ১২ দিন পরেই, ২৩ সেপ্টেম্বর সান্তিয়াগোর এক হাসপাতালে মারা যান কমিউনিস্ট পার্টির সদস্য, ৬৯ বছরের নেরুদা। সরকারি বিবৃতিতে জানানো হয়, প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন কবি। কিন্তু তাঁর বন্ধু ও অন্য কমিউনিস্ট নেতারা সেই দাবি মানতে চাননি। পিনোশে জমানায় বিভিন্ন অত্যাচারের তদন্তে নেমে নেরুদার দেহ কবর থেকে বার করার সিদ্ধান্ত নিয়েছিল বর্তমান সরকার। আজ রাষ্ট্রীয় মর্যাদায় ফের সমাহিত করা হয় কবিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pablo neruda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE