Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পাকিস্তানেই জাওয়াহিরি, দাবি রিপোর্টে

তাঁর পূর্বসূরির মতো তিনিও রয়েছেন পাকিস্তানেই। এবং তাঁকে সেখানে আশ্রয় দিয়েছে পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরির গতিবিধি সম্পর্কে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে একটি মার্কিন পত্রিকা।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০২:৩৬
Share: Save:

তাঁর পূর্বসূরির মতো তিনিও রয়েছেন পাকিস্তানেই। এবং তাঁকে সেখানে আশ্রয় দিয়েছে পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরির গতিবিধি সম্পর্কে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে একটি মার্কিন পত্রিকা।

ওই পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তানের করাচি শহরে আত্মগোপন করে রয়েছেন আদতে মিশরের বাসিন্দা এই শল্য চিকিৎসক। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রাক্তন কর্তা ব্রুস রিডেলের বক্তব্য উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, ২০০৫ সালে জাওয়াহিরি পাকিস্তানে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন। প্রসঙ্গত পাকিস্তানেরই অ্যাবটাবাদের এক সুরক্ষিত জায়গায় দীর্ঘ দিন লুকিয়ে ছিলেন প্রাক্তন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন। পত্রিকাটির আরও দাবি, ২০১৬ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত শাওয়াল উপত্যকায় ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। সেখানেই থাকতেন ৬৬ বছরের ভঙ্গুর শরীরের বৃদ্ধ জাওয়াহিরি। ওই হামলায় মৃত্যু হয় তাঁর পাঁচ নিরাপত্তারক্ষীর। কিন্তু অল্পের জন্য বেঁচে যান জাওয়াহিরি। আল কায়দা প্রধানের থাকার ঘরের ঠিক পাশেই পড়েছিল বোমাটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Al Zawahiri Ayman al-Zawahiri Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE