Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সীমান্ত সন্ত্রাস নিয়ে দিল্লির পাশেই মস্কো

এক সময়ে ঘনিষ্ঠ সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত মিলেছিল কয়েক বার। ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে থাকার সময়ে ইসলামাবাদের সঙ্গে যৌথ সেনা মহড়া করে দিল্লিকে অস্বস্তিতে ফেলেছিল মস্কো।

স্বাগত: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে। ছবি: এপি।

স্বাগত: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে। ছবি: এপি।

সংবাদ সংস্থা
সেন্ট পিটার্সবার্গ শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ০২:৩২
Share: Save:

এক সময়ে ঘনিষ্ঠ সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত মিলেছিল কয়েক বার। ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে থাকার সময়ে ইসলামাবাদের সঙ্গে যৌথ সেনা মহড়া করে দিল্লিকে অস্বস্তিতে ফেলেছিল মস্কো। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের সময়ে যৌথ বিবৃতিতে দু’দেশ একযোগে জানাল, সীমান্ত পেরিয়ে সন্ত্রাস পাচার বন্ধ করতে হবে সব দেশকেই। সন্ত্রাস দমনে কোনও দ্বিচারিতা চলবে না।

আমেরিকার সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের ঘনিষ্ঠতা বাড়ার পরে ভারত এবং রাশিয়ার সম্পর্কে কিছুটা চিড় ধরেছে বলে মনে করতেন কূটনীতিকরা। সীমান্তপারের সন্ত্রাস নিয়ে পাকিস্তানের সঙ্গে টানাপড়েনের সময়ে ইসলামাবাদের সঙ্গে যৌথ সেনা মহড়া করে মস্কো। ফলে রাশিয়ার মন ফের জয় করে ভারসাম্যের কূটনীতির পথে ফেরা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল মোদী সরকারের কাছে।

আজ সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠকের পরে সে কাজে কিছুটা এগোনো গিয়েছে বলে দাবি সাউথ ব্লক সূত্রের। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কোনও সন্ত্রাসকেই সমর্থন করা যায় না। সন্ত্রাস দমনে কোনও ‘দ্বিচারিতা’ও গ্রহণযোগ্য নয়। সীমান্ত পেরিয়ে সন্ত্রাস পাচার বন্ধ করতে সব দেশকেই সক্রিয় হতে হবে। রাষ্ট্রপুঞ্জে সন্ত্রাস-বিরোধী আন্তর্জাতিক কনভেনশন তৈরির কাজে আরও গতি আনা উচিত বলে জানিয়েছে দু’দেশ।

আরও পড়ুন: কুলভূষণকে পেতে জাহিরই কি অস্ত্র দিল্লির

সীমান্তপারের সন্ত্রাস প্রসঙ্গে যে পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। সাউথ ব্লক সূত্রের বক্তব্য, কালই স্পেন ও ভারত সন্ত্রাস বন্ধে প্রায় একই সুরে বার্তা দিয়েছে। এরপরে আজ রাশিয়াকে এই প্রশ্নে পাশে পাওয়ায় দিল্লির হাত আরও শক্ত হলো।

পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের সদস্যপদের দাবিকে আজ জোরালো ভাবে সমর্থন করেছে মস্কো। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের প্রশ্নেও দিল্লির পাশে থাকার বার্তা দিয়েছে পুতিন সরকার। প্রতিরক্ষা, বিদ্যুৎ উৎপাদন-সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আজ সমঝোতা হয়েছে দু’দেশের মধ্যে। রুশ সরকারি ঋণদাতা সংস্থা ভিইবি-র সঙ্গে ৫০ কোটি ডলার অর্থমূল্যের যৌথ উদ্যোগের চুক্তি হতে পারে ভারতীয় পরিকাঠামো ঋণ সংস্থা শ্রেয়ী ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স-এর। চলতি বছরেই ভারতীয় সেনার সঙ্গে যৌথ মহড়ার প্রতিশ্রুতি দিয়েছে রুশ সেনা। রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে ঋণ দানের ক্ষমতা নিয়ে রেটিং দেবে এমন ‘স্বাধীন’ সংস্থা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে দু’দেশ।

আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদী। বৃহস্পতিবার সকালে পিস্কারেভস্কো সমাধিক্ষেত্রে যান তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত প্রায় ৫ লক্ষ মানুষের সমাধি রয়েছে সেখানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE