Advertisement
২৪ মে ২০২৪
International

সেনা, সরকারের দ্বন্দ্ব প্রকাশ্যে এনে রোষে পাক সাংবাদিক

এ বার সরকারি রোষের শিকার হতে হল পাকিস্তানের এক সাংবাদিককে। নওয়াজ শরিফ সরকার ও পাক সেনাবাহিনীর সম্পর্কের টানাপড়েন নিয়ে একটি ‘এক্সক্লুসিভ’ খবর করার দায়ে এক বিশিষ্ট পাক সাংবাদিকের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল শরিফ সরকার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৬ ১৪:২৫
Share: Save:

এ বার সরকারি রোষের শিকার হতে হল পাকিস্তানের এক সাংবাদিককে। নওয়াজ শরিফ সরকার ও পাক সেনাবাহিনীর সম্পর্কের টানাপড়েন নিয়ে একটি ‘এক্সক্লুসিভ’ খবর করার দায়ে এক বিশিষ্ট পাক সাংবাদিকের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল শরিফ সরকার। পাকিস্তানের প্রথম সারির দৈনিক ‘ডন’-এ গত ৬ অক্টোবর ওই ‘এক্সক্লুসিভ’ খবরটি করেছিলেন সাংবাদিক সিরিল আলমেইদা। সোমবার মধ্য রাতের পর আলমেইদা নিজেই টুইট করে জানিয়েছেন, প্রশাসনের তরফে তাঁকে বলা ও লিখিত ভাবে জানানো হয়েছে যে তাঁর নামটি এখন ‘এগজিট কন্ট্রোল লিস্ট’-এ রাখা হয়েছে। তার প্রমাণও দেখানো হয়েছে সাংবাদিক আলমেইদাকে। আলমেইদার বিরুদ্ধে পাক সরকার যে কড়া পদক্ষেপ করতে যাচ্ছে, তার ইঙ্গিত সোমবার সকালেই মিলেছিল পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কথায়। গতকাল পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, অর্থমন্ত্রী ইশহাক দার, অভ্যন্তরীণ মন্ত্রী নিসার আলি খান ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) –এর লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতারের মধ্যে বৈঠকেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে তা জানিয়ে দেওয়া হয়।


পাক সাংবাদিক সিরিল আলমেইদার সেই টুইট

তবে সুখবর এটাই যে, পাকিস্তানের প্রথম সারির দৈনিক ‘ডন’ কর্তৃপক্ষ সরকারি রোষানলের মুখে পড়া সাংবাদিকের পাশেই দাঁড়িয়েছেন। লিখিত বিবৃতি দিয়েই ওই পাক সাংবাদিকের পক্ষ নেওয়ার কথা জানিয়েছেন ‘ডন’ কর্তৃপক্ষ। দৈনিকটির তরফে বলা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রীর কার্যালয় যে খবরটিকে ‘ভিত্তিহীন’, ‘বাড়াবাড়ি’ বলে উড়িয়ে দিয়েছেন, সেই খবরটির সূত্র ও তথ্য নতুন করে খতিয়ে দেখা হয়েছে। তা একেবারেই নির্ভুল। তাই কোনও নির্বাচিত সরকার ও কোনও সরকারি প্রতিষ্ঠানেরই ওই সাংবাদিককে হেনস্থা করা উচিত নয়।’’

আরও পড়ুন- ফের সার্জিক্যাল স্ট্রাইক? শঙ্কায় সেনা বাড়াচ্ছে পাকিস্তান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE