Advertisement
২২ মে ২০২৪

হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্ক্রিপাল-কন্যা 

তাঁদের চিকিৎসা শুরু হওয়ার পরে জানা যায়, তাঁরা এমন রাসায়নিক তথা ‘নার্ভ এজেন্ট’-এর সংস্পর্শে এসেছেন, সাধারণত যা সামরিক বাহিনীর হাতে থাকতে পারে।

ইউলিয়া স্ক্রিপাল।

ইউলিয়া স্ক্রিপাল।

শ্রাবণী বসু
লন্ডন শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ০২:৪৯
Share: Save:

গত ক’সপ্তাহে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়া স্ক্রিপালের। সোমবার সালিসবারি জেলা হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে ইউলিয়াকে। তাঁকে গোপন কোনও নিরাপদ স্থানে রাখা হয়েছে। বাবাকে দেখতে মস্কো থেকে আসার পর দিনই, ৪ মার্চ সালিসবারির এক পার্কে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় ইউলিয়া ও তাঁর বাবা, ব্রিটেনের প্রাক্তন রুশ চর, সের্গেইকে। ডাক্তাররা জানান, ৩৩ বছরের ইউলিয়া বাইরে থেকে চিকিৎসা করাতে পারবেন। ৬৬ বছরের সের্গেইও সেরে উঠছেন।

তাঁদের চিকিৎসা শুরু হওয়ার পরে জানা যায়, তাঁরা এমন রাসায়নিক তথা ‘নার্ভ এজেন্ট’-এর সংস্পর্শে এসেছেন, সাধারণত যা সামরিক বাহিনীর হাতে থাকতে পারে। ব্রিটেন দাবি করে, এটা রাশিয়ার কাজ হতে পারে। ওই রাসায়নিকটির নাম ‘নভিচক’। সাবেক সোভিয়েত ইউনিয়নেই এটি তৈরি হত। রাসায়নিক অস্ত্র-বিরোধী আন্তর্জাতিক সংগঠন (ওপিসিডব্লিউ) ব্রিটিশ দাবির সত্যতা প্রমাণ করতে পারেনি। রাশিয়াও পাল্টা দাবি করেছে, নিজেদের সামরিক বরাদ্দ বাড়াতে ব্রিটেনই এমন কাজ করেছে। এই অবস্থায় স্ক্রিপালের সাক্ষ্যই ব্রিটেনের অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আগের চেয়ে ভাল থাকলেও, এখনও সাক্ষ্য দেওয়ার অবস্থায় নেই তিনি।

লন্ডনের রুশ দূতাবাস ইউলিয়াকে টুইট করে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, তাঁকে সম্ভবত এখন চাপে রাখা হবে। মস্কো এ বার ইউলিয়াকে দেশে ফেরানোর চেষ্টা করতে পারে। সূত্রের খবর, ব্রিটেনে পাকাপাকি থেকে যেতে ইউলিয়া রাজনৈতিক আশ্রয়ের আর্জি জানাতে পারেন টেরেসা মে-র কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE