Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Corrupted Country

দুর্নীতির তালিকায় ‘হিন্দি-চিনি’ ভাই ভাই

দুর্নীতির দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে। এ বারও তার তালিকা প্রকাশ করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। এই জার্মান সংস্থার তালিকায় একেবারে পাশাপাশি জায়গা করে নিল দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত আর চিন। ২০১৬তে এই দুই দেশই রয়েছে কম দুর্নীতির দিক থেকে ৭৯ নম্বর জায়গায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ১৭:০২
Share: Save:
০১ ২৬
ডেনমার্ক – ২০১৫ সালে সবচেয়ে কম দুর্নীতির দিক থেকে প্রথম স্থানে ছিল ডেনমার্ক। এ বারও সেই জায়গা ধরে রেখেছে। ৯০ স্কোর করে। তবে এ বার ডেনমার্ক একা নয়, প্রথম স্থানে যুগ্ম ভাবে রয়েছে নিউজিল্যান্ডও।

ডেনমার্ক – ২০১৫ সালে সবচেয়ে কম দুর্নীতির দিক থেকে প্রথম স্থানে ছিল ডেনমার্ক। এ বারও সেই জায়গা ধরে রেখেছে। ৯০ স্কোর করে। তবে এ বার ডেনমার্ক একা নয়, প্রথম স্থানে যুগ্ম ভাবে রয়েছে নিউজিল্যান্ডও।

০২ ২৬
নিউজিল্যান্ড - ৪৫ লক্ষের কিছু বেশি লোকসংখ্যার দেশ নিউজিল্যান্ড ২০১৫ সালে ছিল চার নম্বরে। এবারে উঠে এসেছে প্রথম স্থানে। স্কোর ৯০।

নিউজিল্যান্ড - ৪৫ লক্ষের কিছু বেশি লোকসংখ্যার দেশ নিউজিল্যান্ড ২০১৫ সালে ছিল চার নম্বরে। এবারে উঠে এসেছে প্রথম স্থানে। স্কোর ৯০।

০৩ ২৬
ফিনল্যান্ড- ২০১৫ সালে দ্বিতীয় স্থানে থাকা ফিনল্যান্ড এবারে এক ধাপ নীচে নেমে গিয়েছে। স্কোর ৮৯।

ফিনল্যান্ড- ২০১৫ সালে দ্বিতীয় স্থানে থাকা ফিনল্যান্ড এবারে এক ধাপ নীচে নেমে গিয়েছে। স্কোর ৮৯।

০৪ ২৬
সুইডেন- ৮৮ স্কোর করে দুর্নীতির তালিকায় শেষের দিকে চার নম্বর স্থানে সুইডেন। ২০১৫-তে তৃতীয় স্থানে ছিল।

সুইডেন- ৮৮ স্কোর করে দুর্নীতির তালিকায় শেষের দিকে চার নম্বর স্থানে সুইডেন। ২০১৫-তে তৃতীয় স্থানে ছিল।

০৫ ২৬
সুইত্জারল্যান্ড- পঞ্চম স্থানে রয়েছে সুইত্জারল্যান্ড। স্কোর হল ৮৬।

সুইত্জারল্যান্ড- পঞ্চম স্থানে রয়েছে সুইত্জারল্যান্ড। স্কোর হল ৮৬।

০৬ ২৬
নরওয়ে- ৮৪ স্কোর করে ষষ্ঠ স্থানে নরওয়ে।

নরওয়ে- ৮৪ স্কোর করে ষষ্ঠ স্থানে নরওয়ে।

০৭ ২৬
সিঙ্গাপুর - কম দুর্নীতির তালিকায় ভারত, চিনের থেকে অনেক এগিয়ে সিঙ্গাপুর। ৭ নম্বর স্থানে রয়েছে এই ছোট্ট দেশটি।

সিঙ্গাপুর - কম দুর্নীতির তালিকায় ভারত, চিনের থেকে অনেক এগিয়ে সিঙ্গাপুর। ৭ নম্বর স্থানে রয়েছে এই ছোট্ট দেশটি।

০৮ ২৬
নেদারল্যান্ডস- ২০১৫ সালে ৫ নম্বরে ছিল নেদারল্যান্ডস। ৮৭ স্কোর নেমে ৮৩ স্কোরে নেমে ৮ নম্বর স্থানে চলে এসেছে এ বার।

নেদারল্যান্ডস- ২০১৫ সালে ৫ নম্বরে ছিল নেদারল্যান্ডস। ৮৭ স্কোর নেমে ৮৩ স্কোরে নেমে ৮ নম্বর স্থানে চলে এসেছে এ বার।

০৯ ২৬
কানাডা- ৮২ স্কোর পেয়ে নবম স্থানে কানাডা।

কানাডা- ৮২ স্কোর পেয়ে নবম স্থানে কানাডা।

১০ ২৬
জার্মানি - দশ নম্বর স্থানে রয়েছে জার্মানি। ২০১৫ সালে একই জায়গায় ছিল।

জার্মানি - দশ নম্বর স্থানে রয়েছে জার্মানি। ২০১৫ সালে একই জায়গায় ছিল।

১১ ২৬
লুক্সেমবার্গ - ২০১৫ সালের মতো এবারেও দশ নম্বর জায়গা ধরে রেখেছে।

লুক্সেমবার্গ - ২০১৫ সালের মতো এবারেও দশ নম্বর জায়গা ধরে রেখেছে।

১২ ২৬
ব্রিটেন - ব্রিটেনেও ২০১৫ সালের মতো এবারেও দশ নম্বর স্থানে রয়েছে।

ব্রিটেন - ব্রিটেনেও ২০১৫ সালের মতো এবারেও দশ নম্বর স্থানে রয়েছে।

১৩ ২৬
অস্ট্রেলিয়া- ৭৯ স্কোর করে অস্ট্রেলিয়া রয়েছে ১৩তম স্থানে।

অস্ট্রেলিয়া- ৭৯ স্কোর করে অস্ট্রেলিয়া রয়েছে ১৩তম স্থানে।

১৪ ২৬
জাপান- এবারে জাপান দুর্নীতির নিরিখে আরও দুই ধাপ নীচে নেমেছে। ৭২ স্কোর করে ২০ তম জায়গায় রয়েছে জাপান। আগে ছিল ১৮ নম্বরে।

জাপান- এবারে জাপান দুর্নীতির নিরিখে আরও দুই ধাপ নীচে নেমেছে। ৭২ স্কোর করে ২০ তম জায়গায় রয়েছে জাপান। আগে ছিল ১৮ নম্বরে।

১৫ ২৬
ফ্রান্স- ৬৯ স্কোর নিয়ে ২৩ তম স্থানে ফ্রান্স।

ফ্রান্স- ৬৯ স্কোর নিয়ে ২৩ তম স্থানে ফ্রান্স।

১৬ ২৬
আরব আমিরশাহী- বাহামাস এবং চিলি-র মতো আরব আমিরশাহীও ২৪ তম স্থানে রয়েছে। তাদের স্কোর ৬৬।

আরব আমিরশাহী- বাহামাস এবং চিলি-র মতো আরব আমিরশাহীও ২৪ তম স্থানে রয়েছে। তাদের স্কোর ৬৬।

১৭ ২৬
ভুটান- ভৌগোলিক দিক থেকে ভারতের থেকে অনেক গুণ ছোট। ঠিক তেমন দুর্নীতির দিক থেকে অনেকটা তলায় প্রতিবেশী রাষ্ট্র ভুটান। ৬৫ স্কোর পেয়ে ২৭ নম্বর স্থানে ভুটান।

ভুটান- ভৌগোলিক দিক থেকে ভারতের থেকে অনেক গুণ ছোট। ঠিক তেমন দুর্নীতির দিক থেকে অনেকটা তলায় প্রতিবেশী রাষ্ট্র ভুটান। ৬৫ স্কোর পেয়ে ২৭ নম্বর স্থানে ভুটান।

১৮ ২৬
দক্ষিণ কোরিয়া- ৫২ তম স্থানে দক্ষিণ কোরিয়া। ৫৩ স্কোর করেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়া- ৫২ তম স্থানে দক্ষিণ কোরিয়া। ৫৩ স্কোর করেছে দক্ষিণ কোরিয়া।

১৯ ২৬
ভারত- ৪০ স্কোর করে ৭৯ তম জায়গায় ভারত। ২০১৫তে ভারত ছিল ৭৬তম স্থানে।

ভারত- ৪০ স্কোর করে ৭৯ তম জায়গায় ভারত। ২০১৫তে ভারত ছিল ৭৬তম স্থানে।

২০ ২৬
চিন- ২০১৫-র তুলনায় চার ধাপ উপরে তুলেছে চিন। ২০১৫তে কম দুর্নীতির নিরিখে ভারতের থেকে পিছিয়ে ছিল প্রতিবেশি এই দেশ। এ বার পাশাপাশি ৭৯ নম্বরে।

চিন- ২০১৫-র তুলনায় চার ধাপ উপরে তুলেছে চিন। ২০১৫তে কম দুর্নীতির নিরিখে ভারতের থেকে পিছিয়ে ছিল প্রতিবেশি এই দেশ। এ বার পাশাপাশি ৭৯ নম্বরে।

২১ ২৬
শ্রীলঙ্কা- আরও এক প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা রয়েছে ৯৫ তম স্থানে। ৩৬ স্কোর রয়েছে এই দেশের।

শ্রীলঙ্কা- আরও এক প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা রয়েছে ৯৫ তম স্থানে। ৩৬ স্কোর রয়েছে এই দেশের।

২২ ২৬
পাকিস্তান- আরও এক প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান রয়েছে ভারতের অনেক নীচে। ২০১৫ সাল থেকে মাত্র এক ধাপ উপরে উঠেছে পাকিস্তান।

পাকিস্তান- আরও এক প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান রয়েছে ভারতের অনেক নীচে। ২০১৫ সাল থেকে মাত্র এক ধাপ উপরে উঠেছে পাকিস্তান।

২৩ ২৬
নেপাল- ২৯ স্কোর করে ১৩১ তম স্থানে নেপাল।

নেপাল- ২৯ স্কোর করে ১৩১ তম স্থানে নেপাল।

২৪ ২৬
রাশিয়া- নেপালের পাশাপাশি রাশিয়াও ১৩১ নম্বর স্থানে।

রাশিয়া- নেপালের পাশাপাশি রাশিয়াও ১৩১ নম্বর স্থানে।

২৫ ২৬
বাংলাদেশ- ১৪৫ নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। দেশের স্কোর ২৬।

বাংলাদেশ- ১৪৫ নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। দেশের স্কোর ২৬।

২৬ ২৬
সোমালিয়া- দুর্নীতির তলানিতে রয়েছে সোমালিয়া। স্কোর মাত্র ১০। ২০১৫ সালেও এই জায়গাতেই দাঁড়িয়ে ছিল।

সোমালিয়া- দুর্নীতির তলানিতে রয়েছে সোমালিয়া। স্কোর মাত্র ১০। ২০১৫ সালেও এই জায়গাতেই দাঁড়িয়ে ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE