Advertisement
২৩ মে ২০২৪
International

চুরির ড্রোন ফেরত দিতে হবে না, চিনকে খোঁচা ট্রাম্পের

যা গেছে, তা গেছে। ওটা আর ফেরত দিতে হবে না! তবে চিন খুবই অন্যায় করেছে। ড্রোন চুরি করেছে। অভূতপূর্ব ঘটনা! চিনকে এ কথাটাই জানিয়ে দিলেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ১৬:৩৩
Share: Save:

যা গেছে, তা গেছে। ওটা আর ফেরত দিতে হবে না! তবে চিন খুবই অন্যায় করেছে। ড্রোন চুরি করেছে। অভূতপূর্ব ঘটনা!

চিনকে এ কথাটাই জানিয়ে দিলেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের বক্তব্য, দক্ষিণ চিন সাগরে মার্কিন নৌবাহিনীর রাখা যে ড্রোনটি চুরি করেছিল চিন, সেটা আর আমেরিকাকে ফেরত দেওয়ার দরকার নেই। চিন সেটা নিজের কাছেই রেখে দিক।

ওই ড্রোনটি ফেরত পাওয়ার ব্যাপারে চিনের সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছে বলে গত শুক্রবার জানিয়েছিল মার্কিন সেনাবাহিনী। তার পর শনিবারেই এসে গিয়েছে ট্রাম্পের টুইট। তাঁর টুইটে ভাবী মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘‘আমরা চিনকে এটাই বলতে চাই যে, ওরা যে ড্রোনটি চুরি করেছিল, তা আর আমাদের ফেরত দেওয়ার দরকার নেই। ওই ড্রোনটি ওরা নিজেদের কাছেই রেখে দিক। তবে চিন খুবই অন্যায় করেছে। অভূতপূর্ব। এমন ঘটনা আর কোনও দেশ ঘটিয়েছে বলে শুনিনি।’’

আরও পড়ুন- পৃথিবীর ইতিহাসে প্রথম বার ক্যামেরাবন্দি ভুতুড়ে হাঙর! বিস্মিত গবেষকরা

দক্ষিণ চিন সাগরে মার্কিন ড্রোনটি চুরি হওয়ার খবরটি রটে গত বৃহস্পতিবার। তার পরেই চিনা নৌবাহিনীর কাছ থেকে সেটা ফেরত নেওয়ার তৎপরতা শুরু হয়ে যায় মার্কিন সেনাবাহিনীর তরফে। মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টারের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে জানান, অত্যন্ত ‘অনৈতিক কাজ’ করেছে চিনা নৌবাহিনী। চিনকে সরকারি ভাবে মার্কিন অসন্তোষের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে চিন ওই মার্কিন ড্রোনটি ফেরত দিতে রাজি হয়েছে। পক্ষান্তরে, চিনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইয়াং ইউজুন বলেন, ‘‘দক্ষিণ চিন সাগরে যাতায়াতের সময় জাহাজগুলির নেভিগেশন ব্যবস্থায় ওই ড্রোনটি ব্যাঘাত ঘটাচ্ছিল বলেই সেটিকে সরিয়ে দিয়েছিল চিনা নৌবাহিনী। ওই ড্রোনটি যে মার্কিন, প্রথমে সেটাই বোঝা যায়নি। পরে সব কিছু খতিয়ে দেখে বোঝা যায়, ড্রোনটি আমেরিকার। তখন সেটি আমেরিকাকে ফেরত দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।’’

ওই মার্কিন ড্রোনটি আসলে রাখা ছিল ফিলিপিন্সের কাছে দক্ষিণ চিন সাগরে সুবিক বে’র ৯২ কিলোমিটার (বা, ৫৭ মাইল) উত্তর-পশ্চিমে। যে-এলাকাটিকে চিন দীর্ঘ দিন ধরেই চিন তার ‘জল-সীমান্ত’ বলে দাবি করে আসছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE