Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International News

ডোকলাম এখন অতীত, বলল চিন

কলকাতায় চিনা দূতের বক্তব্য, ডোকলাম এখন অতীত। দুই প্রতিবেশী দেশ চিন ও ভারত তাদের সম্পর্কটাকে ‘‘আরও মজবুত’’ করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলছে।

নরেন্দ্র মোদী ও শি চিনফিং।-ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী ও শি চিনফিং।-ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৫৯
Share: Save:

এ বার চিনের মুখেই শোনা গেল ‘হিন্দি চিনি ভাই ভাই’।

কলকাতায় চিনা দূতের বক্তব্য, ডোকলাম এখন অতীত। দুই প্রতিবেশী দেশ চিন ও ভারত তাদের সম্পর্কটাকে ‘‘আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার’’ জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলছে।

গণপ্রজাতন্ত্রী চিনের ৬৮তম বার্ষিকী পালনের এক অনুষ্ঠানে শুক্রবার কলকাতায় চিনের কনসাল জেনারেল মা ঝানউ বলেছেন, ‘‘ডোকলাম অতীত। ভারত ও চিন এখন কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে কী ভাবে আরও মজবুত করা যায়, আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, গত ৫ সেপ্টেম্বর তা নিয়ে চিনের প্রেসিডেন্ট শি চিনফিং-এর সঙ্গে আলোচনা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই দু’টি দেশ যত বেশি কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, পারস্পরিক দেওয়া নেওয়া ও সহযোগিতা ততই বাড়বে।’’

আরও পড়ুন- ফের পরমাণু বিস্ফোরণ? উত্তর কোরিয়ায় ভূকম্পন ঘিরে জল্পনা

আরও পড়ুন- প্রতিবেশীর বেনামী সম্পত্তি ধরিয়ে দিলে পেতে পারেন কোটি টাকা

চিনে ‘ব্রিকস’ দেশগুলির শীর্ষ সম্মেলনের ফাঁকে গত ৫ সেপ্টেম্বর আলাদা ভাবে বৈঠকে বসেছিলেন মোদী ও চিনফিং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE