Advertisement
১০ মে ২০২৪
International News

ঘণ্টায় ৪০৭ কিলোমিটার! দুনিয়ার দ্রুততম টহলদারি গাড়ি দুবাই পুলিশে

কথায় বলে, দুবাইতে নাকি সব কিছুই দ্রুত গতির। শহরের পুলিশ বাহিনীর কথাই ধরুন না! সেখানে রয়েছে দুনিয়ার দ্রুততম পুলিশ কার। আর তাতে সিলমোহর দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড। সাড়ে ১০ কোটি টাকার বুগাতি ভেরনের টপ স্পিড ঘণ্টায় ৪০৭ কিলোমিটার।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৩:৫৮
Share: Save:

কথায় বলে, দুবাইতে নাকি সব কিছুই দ্রুত গতির। শহরের পুলিশ বাহিনীর কথাই ধরুন না! সেখানে রয়েছে দুনিয়ার দ্রুততম পুলিশ কার। আর তাতে সিলমোহর দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড। সাড়ে ১০ কোটি টাকার বুগাতি ভেরনের টপ স্পিড ঘণ্টায় ৪০৭ কিলোমিটার।

দুবাই পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, পুলিশের টহলদারি বাহিনীর জন্য গত বছর এটি কেনা হয়েছিল। তবে শুধুমাত্র টহলদারির জন্যই নয়, এই লাক্সারি সুপারকার কাজে লাগানো হচ্ছে একটু অন্য ভাবেও। পর্যটক টানতেও খুবই কাজে আসছে বুগাতি ভেরন। কী ভাবে? দুবাই পুলিশের লেফ্টেন্যান্ট সইফ সুলতান রশিদ আল শামসি জানিয়েছেন, মূলত বুর্জ খালিফার মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলিতে এটি রেখে দেওয়া হচ্ছে। আর দুবাইতে বেড়াতে এসে গাড়িপাগল বহু পর্যটকই তা এক বার করে দেখে যাচ্ছেন। হবে না-ই বা কেন? ঘণ্টায় শূন্য থেকে ৯৭ কিলোমিটার গতি তুলতে এর সময় লাগে মাত্র আড়াই সেকেন্ড। সঙ্গে যোগ করুন এর ১৬ সিলিন্ডারের এক হাজার হর্সপাওয়ার ইঞ্জিন।

আরও পড়ুন

৯৬ হাজার টাকার পুরনো নোট, মায়ের সঞ্চয় জলে, বিপাকে অনাথ সন্তান!

দুবাইয়ের টহলদারি বাহিনীর রয়েছে ‘সুপার ফ্লিট’। তাতে শুধু বুগাতি ভেরনই নয়, রয়েছে ম্যাকলারেন এমপি৪-১২সি, ল্যামবরগিনি অ্যাভেনটেডর থেকে শুরু করে বেন্টলে কন্টিনেন্টাল জিটি বা বিএমডব্লিউ এম৬-এর মতো দ্রুতগতির একাধিক গাড়ি।

রশিদ আল শামসি বলেন, “মজার কথা হল কী জানেন, অনেক পর্যটকই পুলিশের জরুরি নম্বরের ফোন করে এই সব গাড়ির কথা জানতে চাইছেন। অনেকে আবার জানতে চাইছেন, গাড়ির সঙ্গে সেলফি তোলার জন্য কোথায় যেতে হবে?”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE