Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগ শুরু ধোনি বনাম গম্ভীর লড়াই দিয়ে

ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগে একই গ্রুপে আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর ও ২০১০-এ চ্যাম্পিয়ন্স লিগজয়ী চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদে ১৭ সেপ্টেম্বর এই দু’দলের লড়াই দিয়েই শুরু হবে এ বারের চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির মূলপর্ব। যার ফাইনাল ৪ অক্টোবর। আবার চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়ার পরই টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ভারতে এসে পড়বে ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ দীর্ঘ ইংল্যান্ড সফর থেকে ফিরেও বিশ্রাম নেই ভারতীয় ক্রিকেটারদের অনেকেরই।

ফের মুখোমুখি।

ফের মুখোমুখি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৪ ০৩:১১
Share: Save:

ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগে একই গ্রুপে আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর ও ২০১০-এ চ্যাম্পিয়ন্স লিগজয়ী চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদে ১৭ সেপ্টেম্বর এই দু’দলের লড়াই দিয়েই শুরু হবে এ বারের চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির মূলপর্ব। যার ফাইনাল ৪ অক্টোবর। আবার চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়ার পরই টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ভারতে এসে পড়বে ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ দীর্ঘ ইংল্যান্ড সফর থেকে ফিরেও বিশ্রাম নেই ভারতীয় ক্রিকেটারদের অনেকেরই।

সেপ্টেম্বরের ২১, ২৪ ও ২৯ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগে কেকেআরের অন্য ম্যাচগুলি। তার আগে ১৩ থেকে ১৬ বাছাই পর্ব হবে রায়পুরে। যাতে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের সেরা টি টোয়েন্টি দলের সঙ্গে পাকিস্তানের চ্যাম্পিয়ন লাহৌর লায়ন্সও খেলবে। আইপিএলে চার নম্বর দল হওয়ায় এ বার বাছাই পর্বে খেলতে হবে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে। তারা মূলপর্বে উঠলে জায়গা পাবে গ্রুপ ‘বি’-তে। আইপিএল রানার্স আপ কিংস ইলেভেন পঞ্জাবও ওই গ্রুপেই।

কেকেআর ও সিএসকে ‘এ’ গ্রুপে। প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল উঠবে সেমিফাইনালে। ২ অক্টোবর দু’টি সেমিফাইনাল হায়দরাবাদেই। ও ফাইনাল বেঙ্গালুরুতে। আইপিএলের তিন দল দল ছাড়াও মূলপর্বে খেলবে দক্ষিণ আফ্রিকার ডলফিন্স ও কেপ কোবরাজ, অস্ট্রেলিয়ার পারথ স্কর্চার্স ও হোবার্ট হারিকেন এবং ওয়েস্ট ইন্ডিজের সেরা টি টোয়েন্টি দল। ও পাকিস্তানের টি টোয়েন্টি চ্যাম্পিয়নদের বাছাই পর্বে জিতে মূলপর্বে উঠে আসতে হবে।

চ্যাম্পিয়ন্স লিগ শেষ হলে ওয়েস্ট ইন্ডিজ আবার তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ান ডে খেলতে ভারতে আসবে। আগের এফটিপি অনুযায়ী ৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বর ক্যারিবিয়ানদের এই ভারত সফর হওয়ার কথা। এই সিরিজের সূচি চূড়ান্ত করা হবে শনিবার বোর্ডের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির সভায়। নভেম্বরেই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতের। সুতরাং অক্টোবর-নভেম্বরে ভারতীয় ক্রিকেটাররা যে বিশ্রামটুকু পেতে পারতেন, তাও আর পাবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

champions league MS Dhoni Gautam Gambhir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE