Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নিয়ম ভেঙেও ‘নির্দোষ’ শাহরুখ-প্রীতিরা

প্রীতি জিন্টার ইয়ট পার্টি। জনৈক সিএসকে প্লেয়ারের হোটেলরুমে এক মহিলার উপস্থিতি। গত আইপিএলে এ রকম সন্দেহজনক ঘটনার কথা প্রকাশিত হয় এ দিন, একটি সর্বভারতীয় সংবাদপত্রে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০৩:৪১
Share: Save:

প্রীতি জিন্টার ইয়ট পার্টি। জনৈক সিএসকে প্লেয়ারের হোটেলরুমে এক মহিলার উপস্থিতি। গত আইপিএলে এ রকম সন্দেহজনক ঘটনার কথা প্রকাশিত হয় এ দিন, একটি সর্বভারতীয় সংবাদপত্রে।

এই প্রেক্ষিতে ভারতীয় বোর্ড এবং সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে বোর্ডের দুর্নীতিদমন শাখা (এসিইউ)। যার পরে বোর্ড এবং টিমগুলি জানায়, তাদের বক্তব্যে সন্তুষ্ট এসিইউ। সংস্থার মুখ্যকর্তা রবি সওয়ানি বোর্ডকে ই-মেল করে যে সব সন্দেহজনক ঘটনার কথা জানিয়েছিলেন, তার মধ্যে আছে কেকেআর মালিক শাহরুখ খানের নামও। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল এসিইউকে না জানিয়ে টিম নিয়ে পার্টি করার।

এসিইউ রিপোর্টের কথা প্রকাশ্যে আসার পর গত বছর আইপিএলের চেয়ারম্যানের দায়িত্বে থাকা রঞ্জীব বিসওয়াল বলেন, এ ব্যাপারে বোর্ড যা করার করেছে। ‘‘রবি সওয়ানি সব সময় ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছিলেন। দরকারে সংশ্লিষ্ট টিম মালিক বা প্লেয়ারকে সতর্কও করে দিয়েছেন,’’ বলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE