Advertisement
১১ মে ২০২৪

পাক দলের বাড়তি নিরাপত্তা নিয়ে পুলিশ-সিএবি বৈঠক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ভারত ও পাকিস্তান দলের একসঙ্গে শহরে থাকার কথা। তাই ওই সময় শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি রাখার অনুরোধ পুলিশকে করে এল সিএবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১৬
Share: Save:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ভারত ও পাকিস্তান দলের একসঙ্গে শহরে থাকার কথা। তাই ওই সময় শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি রাখার অনুরোধ পুলিশকে করে এল সিএবি।

শুক্রবার শহরের নতুন পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসেন সিএবি শীর্ষকর্তারা। কোন দল কবে শহরে আসতে পারে, তাদের কোথায় থাকার কথা, তার প্রাথমিক ধারণা পুলিশকে দেন তাঁরা। ১০ মার্চ ভারতীয় দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইডেনে। সে জন্য মহেন্দ্র সিংহ ধোনি তাঁর দল নিয়ে দু’দিন আগেই শহরে ঢুকে পড়বেন। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও চলে আসবে। ভারতের প্রস্তুতি ম্যাচের দিন আবার পাকিস্তান দলের এসে পড়ার কথা। প্রায় এক সপ্তাহ এখানে থাকবে তারা। তাঁদের জন্য বাড়তি নিরাপত্তা রাখা হবে। তিনটি দলকে তিনটি আলাদা হোটেলে রাখা হবে বলে ঠিক হয়েছে। এই সব বিষয়েই এ দিন আলোচনা হয়। ছিলেন চার শীর্ষকর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়া, সুবীর গঙ্গোপাধ্যায় ও বিশ্বরূপ দে।

সকালে আইসিসি-র এক প্রতিনিধি এসেছিলেন ইডেনে টিভি ও রেডিও ধারাভাষ্য সংক্রান্ত পরিকাঠামো খতিয়ে দেখতে। বাড়তি দু’টি রেডিও কমেন্ট্রি বক্স ও একটি বাড়তি স্টুডিও তৈরির ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE