Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিদায়ের পথে মুম্বই, কেরল

গত বারের রানার্স কেরল ব্লাস্টার্সের দৌড় এ বছর গ্রুপ লিগেই কার্যত শেষ হয়ে যেতে চলেছে। আইএসএল-ওয়ানের মতো এ বারও গ্রুপ লিগ থেকেই ছিটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে নিকোলাস আনেলকার মুম্বই সিটিরও। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে সুনীল ছেত্রী, সনি নর্ডিরা ১-১ ড্র করলেন।

গ্রুপফি। মুম্বইয়ে ম্যাচ শেষে নীতা অম্বানির সঙ্গে রণবীর-দীপিকা। ছবি: আইএসএল।

গ্রুপফি। মুম্বইয়ে ম্যাচ শেষে নীতা অম্বানির সঙ্গে রণবীর-দীপিকা। ছবি: আইএসএল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ০৩:১৪
Share: Save:

গত বারের রানার্স কেরল ব্লাস্টার্সের দৌড় এ বছর গ্রুপ লিগেই কার্যত শেষ হয়ে যেতে চলেছে। আইএসএল-ওয়ানের মতো এ বারও গ্রুপ লিগ থেকেই ছিটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে নিকোলাস আনেলকার মুম্বই সিটিরও। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে সুনীল ছেত্রী, সনি নর্ডিরা ১-১ ড্র করলেন। নিট ফল, ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সপ্তম স্থানেই থেকে গেল মুম্বই। পাশাপাশি কেরল ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় লাস্ট বয়। এ বছর আইএসএলের শেষ চারে পৌঁছানোর দৌড়ে বাকি ছ’টিম অনেকটাই এগিয়ে রয়েছে মুম্বই এবং কেরলের তুলনায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE