Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভারত-দক্ষিণ আফ্রিকার পরবর্তী সিরিজগুলির নাম ‘গাঁধী-ম্যান্ডেলা’

ভারত-দক্ষিণ আফ্রিকার আগামী দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজগুলির নাম হবে ‘দ্য মহাত্মা গাঁধী-নেলসন ম্যান্ডেলা সিরিজ’। সোমবার এ কথা ঘোষণা করে বিসিসিআই এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ১৮:০৮
Share: Save:

ভারত-দক্ষিণ আফ্রিকার আগামী দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজগুলির নাম হবে ‘দ্য মহাত্মা গাঁধী-নেলসন ম্যান্ডেলা সিরিজ’। সোমবার এ কথা ঘোষণা করে বিসিসিআই এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। মহাত্মা গাঁধী ও নেলসন ম্যান্ডেলাকে উত্সর্গ করে টেস্ট সিরিজের ট্রফির নাম দেওয়া হয়েছে ‘ফ্রিডম ট্রফি’। বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বলেন, “দু’দেশের মধ্যে একটাই মিল রয়েছে, তা হল স্বাধীনতা সংগ্রাম।” তিনি আরও বলেন, “অহিংসা এবং অসহযোগিতাকে হাতিয়ার করেই এই দুই মহান ব্যক্তি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁদের উত্সর্গ করেই এই ট্রফির নাম দেওয়া হয়েছে।”

বোর্ড সচিব অনুরাগ ঠাকুরও টেস্টে ট্রফির নামকরণের বিষয়টি নিয়ে একই কথা বলেছেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের চিফ এগ্‌জিকিউটিভ হারুণ লর্গাট বলেন, “মহাত্মা গাঁধী ও নেলসন ম্যান্ডেলার মত মহান ব্যক্তিদের আদর্শ তুলে ধরা দু’দেশের মানুষের কাছে একটা মহত্ কাজ। ক্রিকেটপ্রেমী হিসাবে মাঠে জেতার লড়াই করব, কিন্তু অবশ্যই ওই দিই ব্যক্তির মহান কাজকে ভুলে নয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE