Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মোহনবাগানের পথে সোনি নর্ডি

চতুর্থ বিদেশি প্রায় চূড়ান্ত করে ফেলল সবুজ-মেরুন। জল্পনাটা অনেক দিন ধরেই ছিল। বার বার উঠছিল একটাই নাম--- বাংলাদেশের ধানমন্ডি ক্লাবের অ্যাটাকিং মিডিও সোনি নর্ডি। সোমবার ক্লাব সূত্রের খবর, সব ঠিক থাকলে সামনের মরসুমে বাগানের জার্সিতেই মাঠে নামতে চলেছেন হাইতির এই ফুটবলার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০১৪ ০৩:৩৪
Share: Save:

চতুর্থ বিদেশি প্রায় চূড়ান্ত করে ফেলল সবুজ-মেরুন। জল্পনাটা অনেক দিন ধরেই ছিল। বার বার উঠছিল একটাই নাম--- বাংলাদেশের ধানমন্ডি ক্লাবের অ্যাটাকিং মিডিও সোনি নর্ডি। সোমবার ক্লাব সূত্রের খবর, সব ঠিক থাকলে সামনের মরসুমে বাগানের জার্সিতেই মাঠে নামতে চলেছেন হাইতির এই ফুটবলার।

গত মরসুমে ধানমন্ডির হয়ে আইএফএ শিল্ডে খেলতে এসে নজর কাড়েন সোনি। তখন থেকেই নতুন মরসুমে সোনিকে নেওয়ার চিন্তাভাবনা শুরু করেন সবুজ-মেরুন কর্তারা। কিন্তু ধানমন্ডি সোনিকে ছাড়তে রাজি ছিল না। সেই নিয়ে একটা জটিলতাও তৈরি হয়েছিল। এর মাঝে আবার বড় টাকার প্রস্তাব পেয়ে বেলজিয়ামের এক ক্লাবের সঙ্গে কথাবার্তা শুরু করেছিলেন সোনি। তবে কিছু দিন আগে মোহনবাগানের দুই কর্তা, দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু বাংলাদেশে গিয়ে সবকিছু চূড়ান্ত করে ফেলেন। ব্যক্তিগত সম্পর্কের জন্যই বেলজিয়ামের ক্লাবের প্রস্তাব ছেড়ে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে আসতে রাজি হন ধানমন্ডির মিডফিল্ডার। তবে কথাবার্তা পাকা হয়ে গেলেও, এখনও খাতায়-কলমে সই হয়নি। এ দিকে সোনি রবিবারই নিজের দেশে ফিরে গিয়েছেন।

সোনি নর্ডির বায়োডাটা বেশ আকর্ষণীয়। দিয়েগো মারাদোনার ক্লাব বোকা জুনিয়র্সে খেলেছেন। পাঁচ ম্যাচে ১৩টি গোলও রয়েছে। এর পর লোনে মেক্সিকোর ক্লাব সান লুইয়ে আঠারো ম্যাচে ১৮টি গোল করেন। মেক্সিকোর আলতামিরা এফসির হয়ে দশ ম্যাচে ১১টি গোল রয়েছে তাঁর। ঢাকার শেখ রাসেল কেসি-র জার্সি গায়ে বারো ম্যাচে ১৫টি গোল করেছেন।

এ দিকে, মোহনবাগানে ট্রায়াল দিতে আসার কথা স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার স্টপার মাইকেল ফেলেরোর।

এশিয়ান গেমসের দলে বাংলার তিন
নিজস্ব সংবাদাতা • কলকাতা

এশিয়ান গেমসের ২৫ জনের দলে জায়গা করে নিলেন বাংলার তিন ফুটবলার। মোহনবাগানের প্রীতম কোটাল, ডেম্পোর নারায়ণ দাস এবং প্রণয় হালদার। এ ছাড়াও ইস্টবেঙ্গলের লালরিন্দিকা এবং লেন সুযোগ পেয়েছেন। এশিয়ান গেমসের নিয়ম মেনে দলে আছেন তিন সিনিয়র ফুটবলার সুনীল ছেত্রী, রবিন সিংহ এবং ফ্রান্সিস ফানার্ন্ডেজ। ২৫ জনের চূড়ান্ত দল সোমবার চেক প্রজাতন্ত্রে উড়ে গিয়েছে প্রস্তুতি ম্যাচ খেলতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mohanbagan seni nodi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE