Advertisement
০৭ মে ২০২৪

রাজ্য স্তরে সফল সুরজ

উঃ দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত ৭৭ তম রাজ্য জুনিয়র ব্যাডমিন্টনে মোট চারটি পুরস্কার জিতল জেলারই সুরজ চক্রবর্তী। তবে সামগ্রিকভাবে টুর্নামেন্টে দক্ষিণবঙ্গের খেলোয়াড়েরাই বেশি সফল হয়েছেন। বিভিন্ন বিভাগের ফাইনাল খেলায় সফল হয়ে সুরজ সবচাইতে বেশি পুরস্কার জিতেছে।

সুরজ চক্রবর্তী। —নিজস্ব চিত্র।

সুরজ চক্রবর্তী। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৪ ০২:৫২
Share: Save:

উঃ দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত ৭৭ তম রাজ্য জুনিয়র ব্যাডমিন্টনে মোট চারটি পুরস্কার জিতল জেলারই সুরজ চক্রবর্তী। তবে সামগ্রিকভাবে টুর্নামেন্টে দক্ষিণবঙ্গের খেলোয়াড়েরাই বেশি সফল হয়েছেন। বিভিন্ন বিভাগের ফাইনাল খেলায় সফল হয়ে সুরজ সবচাইতে বেশি পুরস্কার জিতেছে।

শুক্রবার রায়গঞ্জের বন্দর ব্যাডমিন্টন স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের বয়েজ ও গার্লস সিঙ্গল ও ডবলসের ১২টি বিভাগের ফাইনাল খেলা হয়। ফাইনালে নানা বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স হয়েছে ৩২ জন খেলোয়াড়। ২২ জনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার। বাকি ১০ জন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার। এ দিন বিকেলে চ্যাম্পিয়ন ও রানার্সদের হাতে স্মারক, শংসাপত্র, পুরস্কার তুলে দেন রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখর বিশ্বাস। শেখরবাবু বলেন, “ফাইনালে সফলতার দিক থেকে দক্ষিণবঙ্গের ছেলেমেয়েরা এগিয়ে থাকলেও উত্তরবঙ্গের ছেলেমেয়েরাও গোটা টুর্নামেন্টে ভাল খেলেছে।”

গত মঙ্গলবার থেকে নক আউট পর্যায়ের ওই টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে অনূর্ধ্ব ১৩, ১৫, ১৭ ও ১৯ বিভাগে বয়েজ ও গার্লস সিঙ্গল ও ডবলসে রাজ্যের ১৭টি জেলার ১১৬ জন কিশোর এবং ৩৩ জন কিশোরী ১৮৪টি খেলায় যোগ দেয়।

এ দিন ফাইনালে অনূর্ধ্ব ১৩ গার্লস সিঙ্গলসে পূর্ব কলকাতার উৎসা পালিত পশ্চিম মেদিনীপুরের মন্দ্রিতা খাতুয়াকে হারায়। ওই বিভাগেরই বয়েজ সিঙ্গলসে উত্তর দিনাজপুরের সুরজ জেলারই অয়ন পালকে হারায়। অনূর্ধ্ব ১৫ গার্লস সিঙ্গলসেও উৎসা হাওড়ার মন্দ্রিতা দে’কে হারিয়েছে। ওই বিভাগের বয়েজ সিঙ্গলসে সুরজ হাওড়ার দিশান্ত দেবনাথকে পরাজিত করে। অনূর্ধ্ব ১৭ বয়েজ সিঙ্গলসে জলপাইগুড়ির সৌরভ যোশী পূর্ব কলকাতার সৌম্যদীপ্ত সুকে হারিয়েছে। ওই বিভাগের গার্লস সিঙ্গলসে দক্ষিণ ২৪ পরগনার ইপ্সিতা সিংহ হাওড়ার মণিদীপা দে, অনূর্ধ্ব ১৯ গার্লস সিঙ্গলসে পশ্চিম কলকাতার অনুরিয়া দাস হাওড়ার মণিদীপাকে হারিয়েছে।

বয়েজ সিঙ্গলসে উত্তর ২৪ পরগনার শৌভিক ঘোষ পশ্চিম কলকাতার ময়ূখ ঘোষকে, অনূর্ধ্ব ১৩ বয়েজ ডবলসে উত্তর দিনাজপুরের সুরজ ও অয়ন দক্ষিণ ও মধ্য কলকাতার আদিত্য মণ্ডল ও সৈকত বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। অনূর্ধ্ব ১৫ বয়েজ ডাবলসে উত্তর দিনাজপুরের সুরজ ও সৌর দাশগুপ্ত হাওড়ার দিশান্ত ও হুগলির অনির্বাণ মণ্ডলকে হারিয়েছে। অনূর্ধ্ব ১৭ বয়েজ ডবলসে দক্ষিণ কলকাতার রাতুল রায় ও উত্তর ২৪ পরগনার সপ্তর্ষী ঘোষাল মধ্য কলকাতার রমিত রায় ও পশ্চিম কলকাতার সৌরভ দাসকে হারায়। অনূর্ধ্ব ১৯ বয়েজ ডবলসে উত্তর দিনাজপুরের দেবর্ষি চক্রবর্তী, উত্তর ২৪ পরগনার শৌভিক উত্তর দিনাজপুরের স্নেহাশিস ঘোষ ও পশ্চিম কলকাতার ময়ূখকে হারিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

badminton suraj chakraborty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE