Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সত্যর দাঁড়ানো তারই জয়, দাবি সুব্রতর

মোহনবাগান নির্বাচনে তাঁর বিরুদ্ধে সবুজ-মেরুনের আর এক ঘরের ছেলে সত্যজিৎ চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছেন শুনে খুশি সুব্রত ভট্টাচার্য। ‘‘এটা তো আমারই জয়। আমিই তো প্রথম দাবি তুলেছিলাম কমিটিতে কেন শুধু একটা বা দু’টো পরিবারের লোকজনে ভর্তি থাকবে? কেন ফুটবলারদের নেওয়া হবে না?’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ০৩:২১
Share: Save:

মোহনবাগান নির্বাচনে তাঁর বিরুদ্ধে সবুজ-মেরুনের আর এক ঘরের ছেলে সত্যজিৎ চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছেন শুনে খুশি সুব্রত ভট্টাচার্য। ‘‘এটা তো আমারই জয়। আমিই তো প্রথম দাবি তুলেছিলাম কমিটিতে কেন শুধু একটা বা দু’টো পরিবারের লোকজনে ভর্তি থাকবে? কেন ফুটবলারদের নেওয়া হবে না?’’

তাঁর প্রাক্তন কোচ ‘বাবলুদা’ যখন এ কথা বলছেন, তখন শাসকগোষ্ঠীর ফুটবল সচিব পদে প্রার্থী সত্যজিত্ চট্টোপাধ্যায় মুখে প্রায় কুলুপ এঁটেছেন। শুধু বললেন, ‘‘যে পদ করুণা ভট্টাচার্য, শৈলেন মান্না, চুনীদারা অলঙ্কিত করেছিলেন, সেই পদের জন্য নির্বাচনে দাঁড়ানোটাই সম্মানের। ওই পদে এ বার যে-ই বসুক, সেটা হবে ক্লাবের ঐতিহ্যরক্ষা। সব হয়ে .যাক। আমি যা বলার ২০ এপ্রিল সাংবাদিক সম্মেলনে বলব।’’

বাগান নির্বাচনে দুই ঘরের ছেলের চমকপ্রদ লড়াই নিয়ে ময়দানে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে ক্লাব তাঁবুতে এসেছিলেন বিরোধীগোষ্ঠীর ফুটবল সচিব পদে প্রার্থী সুব্রত। সেখানে তিনি বলেন, ‘‘সত্য বা কে দাঁড়াল সেটা বড় ব্যাপার নয়। আসল হল আমি এই লড়াই আগেই জিতে গিয়েছি। কারণ আমার চাপেই শিবাজী, কম্পটন, সত্যজিৎরা টেকনিক্যাল কমিটিতে ঢুকেছে। ম্যানেজার হয়ে টিমের সঙ্গে যাচ্ছে। ওদের আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত।’’ সুব্রতর আরও দাবি, ‘‘এই কাজটা কেন কর্তারা পাঁচ বছর আগে করলেন না? আমার বলার পরেই তাঁদের করতে হল!’’

সুব্রতর কথার পাল্টা মন্তব্যে যাচ্ছেন সত্যজিত্। ‘‘বাবলুদা যা বলছে বলুক। আমি কোনও মন্তব্য করব না।’’ তবে সত্য মেনে নিচ্ছেন ফুটবল সচিবের কাজটা কঠিন। ‘‘অত্যন্ত সিরিয়াস ভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হয়।’’ তাঁদের প্যানেলে সত্যজিত্ দাঁড়াচ্ছেন এ কথা সরকারি ভাবে এখনও বলতে চানছেন না শাসকগোষ্ঠীর কর্তা সৃঞ্জয় বসু। বললেন, ‘কোনও প্রাক্তন মোহনবাগান ফুটবলার ফুটবল সচিব হলে সেটা তো ক্লাবেরই ভাল।’’

শুক্রবার ছিল মনোনয়নপত্র তোলার শেষ দিন। ২০টি পদের জন্য মোট ৫৬ মনোনয়নপত্র তুলেছেন বাগান সদস্যরা। শাসক ও বিরোধীর বাইরে আরও ১৬জন দাঁড়াতে চাইছেন নির্বাচনে। শাসকগোষ্ঠীর প্যানেল প্রায় তৈরি। বাদ পড়ছেন চার জন। দু’একটি পদ নিয়ে শুধু আলোচনা চলছে। সোমবার তা সরকারি ভাবে ঘোষিত হবে।

সত্যজিত্ ছাড়াও কোন কোন ফুটবলারকে কমিটিতে নেওয়া হবে তার আলোচনাও চলছে। বিরোধীগোষ্ঠী আবার সহ-সচিব ও ক্রিকেটসচিব পদে ওজনদার প্রার্থী দাঁড় করাতে চাইছে। বিরোধীদের সচিব পদপ্রার্থী বলরাম চৌধুরি বললেন, ‘‘আমরা তেত্রিশটা ফর্ম তুলেছি। সবার সই হয়ে গিয়েছে। রবিবার পুরো প্যানেল জানিয়ে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE