Advertisement
১১ জুন ২০২৪

অস্ট্রেলিয়ায় খেলা মানে আগুন নিয়ে খেলা: রোহিত

চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ফুটছে ওয়াকা। দু’দলের প্র্যাকটিসেই আইসবাক্সের সংখ্যা চোখে পড়ার মতো। প্রচণ্ড গরমে প্লেয়ারদের ঠান্ডা রাখার ব্যবস্থা আর কী। কিন্তু সামনের মঙ্গলবার যখন এই মাঠে প্রথম ওয়ান ডে খেলতে নামবে দু’দল, তখন কি বরফ দিয়ে ঠান্ডা রাখা যাবে তাদের?

ওয়ার্ম আপে ফুরফুরে।

ওয়ার্ম আপে ফুরফুরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ০৩:৫৫
Share: Save:

চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ফুটছে ওয়াকা। দু’দলের প্র্যাকটিসেই আইসবাক্সের সংখ্যা চোখে পড়ার মতো। প্রচণ্ড গরমে প্লেয়ারদের ঠান্ডা রাখার ব্যবস্থা আর কী। কিন্তু সামনের মঙ্গলবার যখন এই মাঠে প্রথম ওয়ান ডে খেলতে নামবে দু’দল, তখন কি বরফ দিয়ে ঠান্ডা রাখা যাবে তাদের?

ডারেন লেম্যান, রোহিত শর্মাদের কথায় অন্তত তেমন ইঙ্গিত নেই। বরং তাঁদের কথা শুনলে মনে হবে, দুই শিবিরের তাপমাত্রা ক্রমশ বাড়বেই। কমবে না।

এক দিকে রোহিতের মুখে ‘ফাইট ফায়ার উইথ ফায়ার’ তত্ত্ব। অন্য দিকে আগ্রাসী ভারতের বিরুদ্ধে উত্তেজক সিরিজের ভবিষ্যদ্বাণী অস্ট্রেলীয় কোচের। সিরিজ সূচনার চার দিন আগে এমন বিস্ফোরক বাক্য বিনিময়ে উত্তপ্ত সিরিজের আবহাওয়া, যার পারদ চল্লিশ ডিগ্রিকেও ছাপিয়ে যেতে পারে!

কী বলছেন রোহিত শর্মা?

‘‘এখানে এসে খেলাটা আগুন নিয়ে খেলার মতো। সে রকম ইতিহাসও রয়েছে এখানে দু’দেশের। সাফল্যের জন্য মরিয়া হয়ে চার্জড আপ হয়ে থাকাটাই স্বাভাবিক। এ বারও সেটা পাল্টাবে বলে মনে হয় না,’’ পারথে পৌঁছে এমনই মন্তব্য রোহিতের।

আর অস্ট্রেলিয়ার কোচ, যাঁর মুখে বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়, সেই লেম্যানের বক্তব্য, ‘‘ভারত আমাদের মতোই আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলে। আগামী পাঁচ ম্যাচে তাতে পরিবর্তন আসবে বলে মনে হয় না। নিঃসন্দেহে সিরিজটা উত্তেজক হবে।’’

কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ারও যে পক্ষপাতী নন, দু’পক্ষের বক্তব্য থেকে এমন ধারণা হতেই পারে।

শুক্রবার ওয়াকায় প্রথম প্রস্তুতি ম্যাচে তা বুঝিয়েও দিলেন শিখর ধবন, বিরাট কোহলিরা। প্রথম জনের ৪৬ বলে ৭৪ ও দ্বিতীয় জনের ৪৪ বলে ৭৪-এর ইনিংস এ দিন স্টিভ স্মিথদের উদ্দেশ্যে রান-ফোয়ারার ইঙ্গিত দিয়ে রাখল। টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে ভারতের চার উইকেটে ১৯২-এর জবাবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১১৮-৬-এ শেষ। চার নম্বরে ব্যাট করতে আসা ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনি ১৪ বলে ২২ নট আউট। ৭৪ রানে জয়ের পক্ষে এই ইনিংসগুলিই ছিল যথেষ্ট। কোহলি-ধবনের ১৪৯ পার্টনারশিপই ম্যাচ বার করে নেয় অনায়াসে।

নবাগত পেসার বারিন্দর স্রান, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল দু’টি করে উইকেট নেন। সফরের প্রথমেই দাপুটে জয়ে উচ্ছ্বসিত ধবন, ‘‘প্রথম প্রস্তুতি ম্যাচে আমাদের যা দরকার ছিল, তা-ই পেয়েছি। সফরের শুরুতে একটা সেঞ্চুরি পার্টনারশিপও ভাল ব্যাপার। এর মানে, আমরা ভাল জায়গায় আছি।’’ ধরে রাখলেন সতীর্থ রোহিতের গলার সুরও। বলে দিলেন, ‘‘আমরা পজিটিভ মনোভাব নিয়ে আগ্রাসী ক্রিকেট খেলব। আমরা প্রস্তুত।’’ স্রানেরও প্রশংসা ভারতীয় ওপেনারের মুখে। পারথের বাউন্স ও গতিতে ঠাসা উইকেটে বারিন্দর যে কার্যকর হয়ে উঠতে পারেন, এ দিনের পর তেমনই আশা ভারতীয় শিবিরে।

আর রোহিত বলছেন, ‘‘এখানে খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি বিপক্ষের কাছ থেকে কী প্রত্যাশা করা যায়। অস্ট্রেলিয়া এমন একটা দল, যারা সহজে কোনও কিছু ছেড়ে দেয় না। ওদের বিরুদ্ধে কোনও কিছুই সহজ নয়। প্রত্যেকটা রান এখানে কষ্ট করে অর্জন করতে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE