Advertisement
১১ মে ২০২৪
দ্বিতীয় একদিনের ম্যাচ
India vs New Zealand

ভারতের সামনে ২৪৩ রানের টার্গেট রাখল কিউইরা

দ্বিতীয় একদিনের ম্যাচে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ন’উইকেটে ২৪২ রান তোলে নিউজিল্যান্ড। সেখানে বড় রান বলতে অধিনায়কের ব্যাটে ঝকঝকে সেঞ্চুরি।

রস টেলরের উইকেট নেওয়ার পর ভারতীয় দলের উচ্ছ্বাস। ছবি: এপি।

রস টেলরের উইকেট নেওয়ার পর ভারতীয় দলের উচ্ছ্বাস। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ১৭:৪৫
Share: Save:

দ্বিতীয় একদিনের ম্যাচে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ন’উইকেটে ২৪২ রান তোলে নিউজিল্যান্ড। সেখানে বড় রান বলতে অধিনায়কের ব্যাটে ঝকঝকে সেঞ্চুরি। এ ছাড়া আর কেউই হাফ সেঞ্চুরিরও গন্ডি টপকে যেতে পারেননি। ওপেন করতে এসে কোনও রান না করেই মাত্র দু’বল খেলে প্যাভেলিয়নে ফিরে যান মার্টিন গাপ্তিল। আর এক ওপেনার টম লাথামের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৪৬ রান। লাথাম ও উইলিয়ামসন মিলে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের হাল ধরেন। না হলে আর কেউই ক্রিজে টিকে থেকে দলকে ভরসা দিতে পারেননি। উইলিয়ামসনের ইনিংসের সৌজন্যেই ভরসাজনক জায়গায় পৌঁছতে সমর্থ হয় কিউইরা।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় এদিন প্রাপ্তি ছিল উইলিয়ামসনের ১২৮ বলে ১১৮ বলের ইনিংস। ১৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সৌজন্যে এই রানে পৌঁছন তিনি। এর পর টেলরের ২১ ও অ্যান্ডারসনের ২১ রানই দু’অঙ্কে পৌঁছতে সক্ষম হয়েছিল। বাকিদের রান যথাক্রমে ৬, ৯,৭, ০, ৬, ৫।

ভারতের হয়ে বল হাতে সফল বুমরাহ ও অমিত মিশ্রা। দু’জনেই তিনটি করে উইকেট নেন। একটি করে উইকেট উমেশ যাদব, অক্ষর পটেল ও কেদার যাদবের।

আরও খবর

‘ভারতের হয়ে আমি খেলতে না পারলে কার বেশি ক্ষতি?’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India New Zealand 2nd One Day Williamson
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE