Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফের বাস আতঙ্কে বরুসিয়া

মাঠের থেকেও বেশি মাঠের বাইরের ঘটনাই বরুসিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিল না তো? বিশ্বফুটবলে এটাই এখন কোটি টাকার প্রশ্ন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ০৩:৩৭
Share: Save:

মাঠের থেকেও বেশি মাঠের বাইরের ঘটনাই বরুসিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিল না তো? বিশ্বফুটবলে এটাই এখন কোটি টাকার প্রশ্ন।

মোনাকোর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের আগে বরুসিয়ার টিমবাসের সামনে বিস্ফোরণের ঘটনা কাপিয়ে দিয়েছিল ফুটবলকে।

এ বার দ্বিতীয় পর্বের আগেও আবার বাস-আতঙ্কের সামনে পড়তে হল ডর্টমুন্ডকে। ঘটনাটা কী? মোনাকোর ঘরের মাঠে যাওয়ার পথে বরুসিয়ার টিমবাসকে কুড়ি মিনিট দাঁড় করিয়ে রাখেন ফরাসি পুলিশ। ডর্টমুন্ড ম্যানেজার টমাস টুখেল জানান, টিমহোটেল থেকে বেরিয়ে তিনি দেখেন ফরাসি পুলিশ বরুসিয়ার টিমবাস ঘিড়ে দাঁড়িয়ে রয়েছেন। ফু়টবলাররা আশঙ্কা করতে থাকেন এক সপ্তাহ আগের মতো আবার কোনও দুর্ঘটনা হল কি না। ঘটনার জেরে স্টেডিয়ামে ঢুকতে দেরি হয় বরুসিয়ার। ম্যাচের কিক-অফও নির্ধারিত সময়ের থেকে দশ মিনিট পিছিয়ে যায়।

দ্বিতীয় লেগে মোনাকোর বিরুদ্ধে ৩-১ হারল ডর্টমুন্ড। দু’পর্ব মিলিয়ে ৬-৩ হেরে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হল ডর্টমুন্ডের। যার পিছনে এই ঘটনা দায়ী সেই কথাই জানালেন টুখেল। বরুসিয়া ম্যানেজার বলছেন, ‘‘আমার ফুটবলাররা তৈরি ছিল ম্যাচের আগে। কিন্তু কুড়ি মিনিট দাঁড়িয়ে থেকে আবার সেই আতঙ্ক ফিরে আসে। সেটাই হয়তো প্রভাব ফেলল আমাদের পারফরম্যান্সে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Borussia Dortmund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE