Advertisement
০৭ মে ২০২৪

সাবাস সাব্বির! জিম্বাবোয়েকে আবার হারাল বাংলাদেশ

দ্বিতীয় টি-২০ ম্যাচও জিতে নিল বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪২ রানে হারিয়ে দিল জিম্বাবোয়েকে।

শেষ হাসি হাসলেন সাকিবরাই। ছবি: এএফপি।

শেষ হাসি হাসলেন সাকিবরাই। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ১৯:৪০
Share: Save:

দ্বিতীয় টি-২০ ম্যাচও জিতে নিল বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪২ রানে হারিয়ে দিল জিম্বাবোয়েকে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০ ওভারে করে তিন উইকেটে ১৬৭। সাব্বির রহমান আর সৌম্য সরকার করেন ৪৩ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন দুই জিম্বাবোয়ে ওপেনার মাসাকাদজা (৩০) এবং সিবান্দা (২১)। ৬.৪ ওভারেই ৫০ রান তুলে ফেলেছিল ওপেনিং জুটি। এর মধ্যে অবশ্য পঞ্চম ওভারে দু-দুটো ক্যাচ মিস করে বাংলাদেশ। ওটা ছিল অধিনায়ক মাশরাফির প্রথম ওভার। শেষ পর্যন্ত নিজের পরের ওভারে সিবান্দাকে বোল্ড করে আতঙ্ক জাগিয়ে তোলা জুটি ভাঙেন মাশরাফিই। এর পর ওয়ালার (২৯) ছাড়া আর কোনও জিম্বাবোয়ে ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। সাব্বির (৩ উইকেট), মুস্তাফিজুর (২ উইকেট), শুভাগত (১ উইকেট) এবং আল আমিন (১ উইকেট) জিম্বাবোয়ের কোমর ভেঙে দেন। আট উইকেট হারিয়ে ১২৫ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ২০ ওভার। ৪২ রানে ম্যাচ জিতে সিরিজে ২-০তে এগিয়ে গেলেন মাশরাফি মোর্তাজারা।

৪৩ রান আর তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ সাব্বির রহমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE