Advertisement
E-Paper

অনুশীলন ম্যাচ হেরেও ওয়ানডেতে জয়ের স্বপ্ন দেখছেন মাশরাফিরা

প্রথম ওয়ানডে খেলতে ডাম্বুলায় পৌঁছাল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কায় বাংলাদেশের শতভাগ হারের নজির রয়েছে যে ক’টি মাঠে তারই একটি রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। সেই মাঠে এ বার জয়ের স্বপ্ন নিয়ে খেলতে গেল মাশরাফি বিন মুর্তজার দল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ১৭:২০

প্রথম ওয়ানডে খেলতে ডাম্বুলায় পৌঁছাল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কায় বাংলাদেশের শতভাগ হারের নজির রয়েছে যে ক’টি মাঠে তারই একটি রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। সেই মাঠে এ বার জয়ের স্বপ্ন নিয়ে খেলতে গেল মাশরাফি বিন মুর্তজার দল।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে বৃহস্পতিবার সকাল ন’টায় কলম্বো ছাড়ে চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা।
আগের দিন কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে সেই হার থেকেই জয়ের আত্মবিশ্বাস পেয়েছে অতিথিরা।
২০১৩ সালের সফরে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পর দ্বীপদেশটির কাছে টানা পাঁচ ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। ২০১০ সালে ডাম্বুলায় এশিয়া কাপের তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেবার সাকিব আল হাসানের দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছিল তিনটি ম্যাচেই।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরের ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩১২ রান করে শ্রীলঙ্কা। ওই মাঠে এটাই প্রথম তিনশো রানের স্কোর। পরের ম্যাচে সাকিবদের বিপক্ষে ৭ উইকেটে ৩৮৫ রান করে পাকিস্তান। ওয়ানডেতে যা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।

আরও খবর: শ্রীলঙ্কা সফরে ডেকে নেওয়া হল মিরাজকে

সাকিব ছাড়াও সেই টুর্নামেন্টে খেলা ইমরুল কায়েস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা আছেন এ বারের দলে। অতিথিরা এবার ভুলতে চায় ব্যর্থতার সেই স্মৃতি।
ডাম্বুলাতেই আগামী মঙ্গলবার হবে দ্বিতীয় ওয়ানডে। সেই ম্যাচেই প্রথমবারের মতো লঙ্কানদের বিরুদ্ধে কোনও সিরিজ নিশ্চিত করার লক্ষ্য তাদের। মাশরাফিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সেটা অসম্ভবও না।

Srilanka Vs Bangladesh One Day Series Sakib Al Hasan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy