Advertisement
১১ মে ২০২৪
Sports News

পলিনহোর হ্যাটট্রিক, নেমারের টাচে বিশ্বকাপের টিকিট ব্রাজিলের

বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্রটা শেষ পর্যন্ত পেয়েই গেল ব্রাজিল। আর এই পথ সহজ করার কারিগর অবশ্যই পলিনহো। যাঁর হ্যাটট্রিকের দাপটে উড়ে গেল উরুগুয়ে। যদিও মন্তেভিদিওর এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে খেলাটা শুরু করেছিল উরুগুয়েই।

হ্যাটট্রিক ম্যান পলিনহোকে নিয়ে উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

হ্যাটট্রিক ম্যান পলিনহোকে নিয়ে উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ১৬:০১
Share: Save:

উরুগুয়ে ১ (কাভানি)

ব্রাজিল ৪ (পলিনহো-হ্যাটট্রিক, নেমার)

বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্রটা শেষ পর্যন্ত পেয়েই গেল ব্রাজিল। আর এই পথ সহজ করার কারিগর অবশ্যই পলিনহো। যাঁর হ্যাটট্রিকের দাপটে উড়ে গেল উরুগুয়ে। যদিও মন্তেভিদিওর এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে খেলাটা শুরু করেছিল উরুগুয়েই। ম্যাচ শুরুর ন’মিনিটের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় উরুগুয়ে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কাভানি গোমেজ। এই নিয়ে শেষ ন’টি বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ঘরের মাঠে আটটি গোল লিখে নিলেন নিজের নামে। যদিও শুরুতেই এগিয়ে যাওয়া কাজে লাগল না। কারম তার পর হজম করতে হল চার গোল।

আরও খবর: মেসিয়ানায় চিলে বধ, রাশিয়া বিশ্বকাপের টিকিট প্রায় পাকা আর্জেন্তিনার

গোল হজমের ১০ মিনিটের মধ্যেই ব্রাজিলকে সমতায় ফেরান পলিনহো। ২৫ গজ দুর থেকে পলিনহোর শট চলে যায় গোলে। ন’মিনিটে গোল হজম করে ১৯ মিনিটেই সমতায় পেরে ব্রাজিল। প্রথম ২৫ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মনে হচ্ছিল জিতে য়েতে পারে যে কেউ। কিন্তু শেষ হাসি অপেক্ষা করেছিল ব্রাজিলের জন্যই। ৩৯ মিনিটে সুযোগ চলে এসেছিল আবার কাভানির সামনে। ব্রাজিল রক্ষমের ভুলেই। যদিও নিজের ভুলে সেই সুযোগ হারান কাভানি। বাইরে যায় তাঁর গোলমুখি শট। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। যেখানে প্রথমার্ধ শেষ করেছিল সেখান থেকেই ব্রাজিল দ্বিতীয়ার্ধ শুরু করে। ৫২ মিনিটে আবারও পলিনহো। প্রথমে ফারমিনোর নিশ্চিত গোল বাঁচিয়ে দেন সিলভা। কিন্তু দখলে রাখতে পারেননি। ছিটকে আসা বল গোল পাঠান পলিনহো।

পলিনহোর থেকে নজর ঘুরে যায় নেমারের দিকে ঠিক ৭৪ মিনিটে। যখন তাঁর পা থেকে আসে অসাধারণ গোল। মিরান্ডার লং ক্লিয়ারেন্স ধরে নেমারের চিপ চলে যায় সিলভার মাথা পেড়িয়ে উরুগুয়ের গোলে। ৩-১এ এগিয়ে যায় ব্রাজিল। এখান থেকে ফেরা সম্ভব ছিল না উরুগুয়ের। ম্যাচের অতিরিক্ত সময়ে দলের হয়ে ব্যবধান বাড়িয়ে নিজের হ্যাটট্রিক সেরে ফেললেন পলিনহো। আলভেজের ক্রস বুক দিয়ে নামিয়েই গোলে পাঠান পলিনহো। মিস করার কোনও জায়গাই ছিল না। ৩০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের দরজা খুলে ফেলল ব্রাজিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE