Advertisement
২৭ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ইডেনে চেন্নাই ম্যাচ নিয়ে জট অব্যাহত। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিঙ্গস। কিন্তু সে দিনই বাংলা বন্‌ধ। রবিবারই বামফ্রন্টের কাছে সিএবি অনুরোধ করে, ব্যাপারটা ভেবে দেখতে। এ দিন বিজেপিও বন্‌ধে সামিল হবে ঘোষণা করার পর তাদেরও আবেদন করে সিএবি। বলা হয়, যদি বন্‌ধের সময়সীমা সন্ধে ছ’টা থেকে এগিয়ে বিকেল চারটে পর্যন্ত করে দেওয়া যায়।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৫ ০৩:০১
Share: Save:

দর্শকই তুরুপের তাস সিএবির

ইডেনে চেন্নাই ম্যাচ নিয়ে জট অব্যাহত। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিঙ্গস। কিন্তু সে দিনই বাংলা বন্‌ধ। রবিবারই বামফ্রন্টের কাছে সিএবি অনুরোধ করে, ব্যাপারটা ভেবে দেখতে। এ দিন বিজেপিও বন্‌ধে সামিল হবে ঘোষণা করার পর তাদেরও আবেদন করে সিএবি। বলা হয়, যদি বন্‌ধের সময়সীমা সন্ধে ছ’টা থেকে এগিয়ে বিকেল চারটে পর্যন্ত করে দেওয়া যায়। ম্যাচের দিন ইডেনের গেট খোলা হয় ছ’টা থেকে, তাই চারটেয় যান চলাচল স্বাভাবিক হলে দর্শকদের মাঠে আসতে অসুবিধে হবে না। আজ, মঙ্গলবার সিএবি নতুন করে রাজনৈতিক দলগুলির কাছে আবেদন করবে বন্‌ধ নিয়ে। বলা হবে, টিম না হয় পুলিশ এসকর্ট নিয়ে মাঠে চলে আসবে। কিন্তু ম্যাচের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বন্‌ধ ছ’টা পর্যন্ত চললে দর্শকরা মাঠে আসবেন কী করে? সে ক্ষেত্রে ম্যাচের যাবতীয় জৌলুস উধাও হয়ে যাবে।

বিরক্ত সচিন

মেয়েকে নিয়ে যাবতীয় জল্পনার জবাব দিলেন সচিন তেন্ডুলকর। টুইটারে জানিয়ে দিলেন, যা রটছে তা গুজবই। জল্পনা চলছিল সচিন-কন্যা ১৭ বছরের সারার অভিষেক হচ্ছে বলিউডে। নায়ক শাহিদ কপূর। জল্পনায় বিরক্ত সচিন শেষমেষ টুইট করেন, ‘আমার মেয়ে সারা পড়াশুনো নিয়ে আনন্দে আছে। ওর সিনেমায় নামা নিয়ে ভিত্তিহীন সব জল্পনায় আমি বিরক্ত।’ যদিও নিজের সিনেমায় নামা নিয়ে দারুণ উত্তেজিত কিংবদন্তি ক্রিকেটার। তাঁর জীবনের উপর ডকু ফিচারে অভিনয়ে হাতেখড়ি হবে সচিনের। তাঁর বায়োপিকের নাম কী হবে সে ব্যাপারে গত মাসে সমর্থকদের পরামর্শও চেয়েছিলেন সচিন।

বোর্ডকে চিঠি গাওস্করের

হাসপাতালে ভক্তের সঙ্গে বিরাট। ছবি: টুইটার

ভারতীয় বোর্ডের কাছে ১.৯ কোটি টাকা দাবি করলেন সুনীল গাওস্কর। গত মরসুমে আইপিএলের সময় বোর্ড প্রেসিডেন্টের ভূমিকায় থাকার জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে এই ভূমিকায় নিয়োগ করেছিল বোর্ড। সঙ্গে নির্দেশ ছিল প্রেসিডেন্ট থাকাকালীন গাওস্করের ধারাভাষ্য, কলামের কাজ না করতে পারার ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে। সেই প্রসঙ্গেই কিংবদন্তি ক্রিকেটার এই অর্থ চেয়ে চিঠি দিয়েছেন বোর্ডকে। তবে এখনও অর্থ মিটিয়ে দেওয়ার অনুমোদন দেওয়া হয়নি বোর্ডের তরফে। তারা বিষয়টি ফিনান্স কমিটিতে পাঠাবে।

‘পাল্টা আইসিসি’ নিয়ে জল্পনা

আইসিসি-তে হঠাৎ রেড অ্যালার্ট! বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অন্য ভূকম্পের আশঙ্কায়। যে আশঙ্কা সত্যি হলে সঙ্কটে পড়ে যেতে পারে আইসিসি-র অস্তিত্বই। আর এই আশঙ্কার পিছনে রয়েছে একটা নাম— সুভাষ চন্দ্র। ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইসিএল) জন্মদাতা। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ইত্যাদি দেশে নাকি সুভাষ চন্দ্রের ‘এসেল’ গোষ্ঠী বিভিন্ন ক্রিকেটীয় কোম্পানি রেজিস্ট্রি করেছে। যেমন অস্ট্রেলিয়ান ক্রিকেট কন্ট্রোল প্রাইভেট লিমিটেড, নিউজিল্যান্ড ক্রিকেট লিমিটেড, কিউয়ি ক্রিকেট লিমিটেড, ক্রিকেট কন্ট্রোল স্কটল্যান্ড। এই ধরনের কোম্পানি রেজিস্ট্রি হতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডগুলি। এমনকী আইসিসি-ও। দুবাইয়ে আইসিসি বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে। ইংল্যান্ড বোর্ডের এক মুখপাত্র ব্রিটিশ মিডিয়াকে বলেছেন, ‘‘এই ধরনের কোম্পানি তৈরির উদ্দেশ্য বুঝতে পারছি না। আমরা নজর রাখছি।’’ যে আশঙ্কাটা ভাসছে, সেটা হল, আইসিসি-র ধাঁচে পাল্টা কোনও ‘ক্রিকেট বডি’ তৈরি করতে চান সুভাষ চন্দ্র। তবে এসেল গোষ্ঠী থেকে পাল্টা আইসিসি তৈরির ব্যাপারটা অস্বীকার করা হয়েছে। শোনা যাচ্ছিল, এই প্রকল্পে নাকি ললিত মোদীও আছেন সুভাষ চন্দ্রের সঙ্গে। কিন্তু দু’তরফেই ব্যাপারটা অস্বীকার করা হয়েছে।

রোনাল্ডোর গোল নেই

বার্সেলোনার উপর চাপ ধরে রাখল রিয়াল মাদ্রিদ। রবিবার লা লিগায় প্রথমে পিছিয়ে গিয়েও তারা ৪-২ হারাল সেল্টা ভিগোকে। জোড়া গোল জেভিয়ার হার্নান্দেজের। লা লিগার শীর্ষে থাকা লিও মেসিদের সঙ্গে রোনাল্ডোর রিয়ালের দু’পয়েন্টের পার্থক্য। তবে এই ম্যাচে রিয়ালের চার গোলেও রোনাল্ডোর গোল নেই। হার্নান্দেজের গোলেই গত সপ্তাহে আট ম্যাচ পর প্রথম আটলেটিকো মাদ্রিদকে হারিয়েছিল রিয়াল।মসৃণ হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের রাস্তা।

মূলপর্বে শামিনি

বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে মূলপর্বে উঠলেন ভারতের শামিনি কুমারেশন। দেশের অপর দুই মহিলা সিঙ্গলস প্লেয়ার মৌমা দাস আর মণিকা বাত্রা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে আগেই মূলপর্বে উঠে গিয়েছেন। পুরুষদের সিঙ্গলসে আবার জি সাথিয়ান ও সানিল শেট্টি কোয়ালিফায়ারের গ্রুপ শীর্ষে শেষ করে পরের রাউন্ডে উঠেছেন। শরথ কমল ও সৌম্যজিৎ ঘোষও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মূলপর্বে উঠে গিয়েছেন।

লি চংয়ের নির্বাসন

ডোপের দায়ে আট মাস নির্বাসনের শাস্তি চাপল লি চং উইয়ের। মালয়েশিয়ার প্রাক্তন বিশ্বসেরা ব্যাডমিন্টন তারকা অবশ্য আগামী মাসেই আন্তর্জাতিক টুর্নামেন্টে ফিরতে পারছেন। কেননা তাঁর উপর নিষেধাজ্ঞার শাস্তি চাপছে গত অগস্ট থেকে। তাঁর শরীরে নিষিদ্ধ ডেক্সামেথাসোন পাওয়া গেলে নভেম্বরে অস্থায়ী ভাবে লিং চংকে সাসপেন্ড করেছিল বিডব্লিউএফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE