Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

প্রথম ম্যাচে লালকার্ড দেখায় দলে নেই স্ট্রাইকার রবিন সিংহ। গোদের ওপর বিষফোঁড়ার মতো এরই মধ্যে পাল্টা হুঙ্কার দিয়ে রেখেছেন পাকিস্তান কোচ মহম্মদ শামলান আল মুবারক। তাঁর কথায়, “প্রথম ম্যাচের পর ভারতের খেলার ধরন বুঝে গিয়েছি। বুধবার অন্য খেলা। জেতার আশা করতেই পারি।” এ রকম রণংদেহি আবহেই বুধবার বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়াডের জন্য প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারত। প্রথম ম্যাচে কোভারম্যান্সের দশ জনের দল জিতেছিল অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে।

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৪ ০২:৫৯
Share: Save:

ফের জয় চান কোভারম্যান্স
নিজস্ব প্রতিবেদন

প্রথম ম্যাচে লালকার্ড দেখায় দলে নেই স্ট্রাইকার রবিন সিংহ। গোদের ওপর বিষফোঁড়ার মতো এরই মধ্যে পাল্টা হুঙ্কার দিয়ে রেখেছেন পাকিস্তান কোচ মহম্মদ শামলান আল মুবারক। তাঁর কথায়, “প্রথম ম্যাচের পর ভারতের খেলার ধরন বুঝে গিয়েছি। বুধবার অন্য খেলা। জেতার আশা করতেই পারি।” এ রকম রণংদেহি আবহেই বুধবার বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়াডের জন্য প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারত। প্রথম ম্যাচে কোভারম্যান্সের দশ জনের দল জিতেছিল অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে। সে কথা মনে করিয়ে দিয়ে ভারতের ডাচ কোচ উইম কোভারম্যান্স বলছেন, “পাকিস্তান জয়ের জন্য ঝাঁপাবে তা জানা কথা। তবে আমাদের ছন্দ ধরে রাখতে হবে। উন্নতি করতে হবে ফিনিশিংয়ে।” কোভারম্যান্সের সুরেই গলা মিলিয়েছেন ফুটবলাররাও। সন্দেশ থেকে প্রণয় সকলেই মুখিয়ে ২-০ সিরিজ জয়ের ব্যাপারে। বঙ্গসন্তান প্রণয় হালদার আত্মবিশ্বাসী মেজাজেই পাল্টা দিয়েছেন পাক কোচকে। “ওদের বিরুদ্ধে গত ম্যাচে শেষ ২৫ মিনিট দশ জনে খেলে জয় পেয়েছি। পাকিস্তান আমাদের খেলা বুঝে গেলে আমরাও ওদের নিয়ে কম হোমওয়ার্ক করছি না।”

বুধবারে
কলকাতা প্রিমিয়ার লিগ: মোহনবাগান-কালীঘাট এমএস (যুবভারতী ৪-০০)
ফ্রেন্ডলি সিরিজ: ভারত-পাকিস্তান (বেঙ্গালুরু, ৩-৩০)।

লড়ে হার লক্ষ্মীদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বুচিবাবু ট্রফির দ্বিতীয় ম্যাচেও হারল লক্ষ্মীরতন শুক্ল-র বাংলা। তামিলনাড়ুর বিরুদ্ধে অবশ্য ভাল লড়াই দিলেন শ্রীবৎস গোস্বামী, রোহন বন্দ্যোপাধ্যায়রা। তামিলনাড়ুর ৩৯১-৯-এর জবাবে মাত্র ১৩ রানে হারল বাংলা। রোহন ১১৮, সুদীপ চট্টোপাধ্যায় ৮১ শ্রীবৎস ৫৬ ন.আ। মনোজ তিওয়ারি ৩০ করেন। একটা সময় ৪০ বলে মাত্র ৩৪ দরকার ছিল, হাতে চার উইকেট। তবু শেষরক্ষা হয়নি। টিমের পারফরম্যান্সে অবশ্য খুশি অধিনায়ক লক্ষ্মী।

বাংলার চার মেয়ের এশিয়াডের টিকিট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বাংলার অ্যাথলেটিক্সের চার মেয়ে ইনচিওন এশিয়াডে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়ে গেলেন। এঁরা হলেন সুস্মিতা সিংহ রায়, আশা রায়, স্বপ্না বর্মন এবং দেবশ্রী মজুমদার। পাতিয়ালায় ফেডারেশন কাপে বাংলার মেয়েরা মঙ্গলবার দুটি সোনা, দুটি রুপো এবং একটি ব্রোঞ্জ পেলেন। সিঙ্গুরের মেয়ে আশা ২০০ মিটার দৌড়ে সোনা জিতলেন ২৩.৭৯ সময় করে। হেপ্টাথলনে অলিম্পিয়ান সুস্মিতা সিংহ রায়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলে এশিয়াডের ছাড়পত্র পেলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন। সুস্মিতা পেলেন ৫৪০২ পয়েন্ট। স্বপ্না ৫৪০০। দেবশ্রী মজুমদার মেয়েদের ৪০০ মিটারে ব্রোঞ্জ জিতলেও তিনি সুযোগ পেলেন রিলেতে। বাংলার মেয়েরা রিলেতে রুপো জিতলেন।

সুব্রতর জয়, রঘুর হার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

জয়ের ধারা অব্যাহত রাখল টালিগঞ্জ অগ্রগামী। সাই-কে ৪-০ হারাল সুব্রত ভট্টাচার্যের দল। গোল করলেন মালসোয়ামকিমা, কোকো, ড্যানিয়েল ও সুরাবুদ্দিন। পাশাপাশি আরও একটা ম্যাচ জিততে পারলেন না রঘু নন্দী। সাদার্ন সমিতি ১-০ হারল এরিয়ানকে। গোল করলেন সন্দীপ সান্যাল।

কাউন্টিতে পূজারা
সংবাদ সংস্থা • মুম্বই

লিস্টারশায়ারে কাউন্টি খেলার জন্য বোর্ডের অনুমতি পেলেন চেতেশ্বর পূজারা। তিনি ওয়ান ডে, টি-টোয়েন্টি টিমে নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE