Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে নিজেদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের হয়েই খেলবেন জাক কালিস, প্যাট কামিন্সরা। কলকাতা নাইট রাইডার্সের এই দুই সদস্য ছাড়াও নিজেদের আইপিএল টিমের হয়ে খেলবেন কোরি অ্যান্ডারসন, কায়রন পোলার্ড, লাসিথ মালিঙ্গা, জর্জ বেইলি, ডেভিড মিলার এবং ডোয়েন স্মিথ।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৪ ০৩:২১
Share: Save:

কেকেআরেই কালিসরা

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে নিজেদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের হয়েই খেলবেন জাক কালিস, প্যাট কামিন্সরা। কলকাতা নাইট রাইডার্সের এই দুই সদস্য ছাড়াও নিজেদের আইপিএল টিমের হয়ে খেলবেন কোরি অ্যান্ডারসন, কায়রন পোলার্ড, লাসিথ মালিঙ্গা, জর্জ বেইলি, ডেভিড মিলার এবং ডোয়েন স্মিথ। ১৩-১৬ সেপ্টেম্বর টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ডের পর মূলপর্ব ১৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর।

অ্যাকশন বিতর্ক

সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠল জিম্বাবোয়ের অফস্পিনার প্রসপার উৎসেয়ার বিরুদ্ধে। বুলাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-র ম্যাচ রেফারি অভিযোগ তোলেন তাঁর আর্ম বল এবং ফাস্ট ডেলিভারি নিয়ে। আইসিসির নিয়ম অনুযায়ী একুশ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে তাঁকে। গত কয়েক মাসে উৎসেয়া চতুর্থ বোলার যাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠল। শ্রীলঙ্কার সচিত্র সেনানায়কে এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন বেআইনি অ্যাকশনের জন্য নির্বাসিত হয়েছেন। পাকিস্তানি স্পিনার সইদ আজমলের অ্যাকশন পরীক্ষা করা হবে ব্রিসবেনে।

নেই সোমদেবরা

এ বারের যুক্তরাষ্ট্র ওপেনের সিঙ্গলসে কোনও ভারতীয় প্লেয়ার থাকছেন না। সোমদেব দেববর্মন, য়ুকি ভামব্রি আর সনম সিংহের ফ্লাশিং মেডোর মূলপর্বে ওঠার লড়াই ব্যর্থ। বাছাই পর্বের প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন সোমদেব। দ্বিতীয় রাউন্ডে হারলেন য়ুকি আর সনমও। চোটের জন্য মাস পাঁচেক কোর্টের বাইরে থাকা য়ুকি প্রথম সেট জিতেও আয়ার্ল্যান্ডের জেমস ম্যাকজির কাছে প্রায় আড়াই ঘণ্টার লড়াইয়ে হারেন। সনমও প্রথম সেটে এগিয়ে গিয়েছিলেন জার্মানির আন্দ্রে বেকের বিরুদ্ধে। কিন্তু ন’টা ডাবল ফল্ট আর আনফোর্সড এররের ধাক্কায় ম্যাচ পকেটে পুরতে পারেননি তিনি।

ফুটবলে ফিরছেন ‘গাজ্জা’

শেষ পেশাদার ফুটবলে নেমেছেন এক যুগ আগে। ’৯০ বিশ্বকাপের অন্যতম নায়ক। অবসর নেওয়ার পর মাদকাসক্তির সমস্যাতেই শিরোনামে এসেছেন বারবার। তিনি- পল গাসকোয়েন ফুটবলে ফিরছেন। তাঁকে ফেরানোর নেপথ্যে এক ট্যাক্সি ড্রাইভার। যিনি গাসকোয়েনকে বহুবার উদ্ধার করেছেন। তিনি আবার একটি ক্লাবের ফুটবল টিমের ম্যানেজারও। এই ক্লাব অ্যাবে এফসি-র হয়েই মাঠে ফিরছেন ৪৭ বছরের গাজ্জা। খেলবেন ইংল্যান্ডের আঞ্চলিক একটি ফুটবল লিগে।

চ্যাম্পিয়ন পৌলমী

ফিটনেসের সঙ্গে ফর্মেও ফিরলেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন পৌলমী ঘটক। নয়াদিল্লিতে জাতীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক টেবল টেনিসে শুক্রবার পিএসপিবি-র পৌলমী সতীর্থ পূজা সহস্রবুদ্ধেকে ৪-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন পিএসপিবিরই জি সাথিয়ান। তিনি সতীর্থ জাতীয় চ্যাম্পিয়ন সৌম্যজিৎ ঘোষকে ৪-২ হারান।

সানিয়া মির্জাদের পর ‘আইস বাকেট’ চ্যালেঞ্জ নিলেন জাতীয় হকি অধিনায়ক সর্দার সিংহ।
ইনচিওন এশিয়াডের প্র্যাকটিসে নয়াদিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে বরফ জল গায়ে ঢালে ভারতীয় হকি টিম।
সর্দারের চ্যালেঞ্জ এ বার কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে আর গোটা ভারতীয় ক্রিকেট টিমকে। ছবি: পিটিআই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE