Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

এ বারের মতো তিনটে ‘টাই’ নয়, ২০১৫-এ ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ খেলার জন্য ভারতকে দু’টো ‘টাই’ জিতলেই চলবে। এ দিন দুবাইয়ে পরের মরসুমের ডেভিস কাপের ‘ড্র’ হলে ভারত এশীয় আঞ্চলিক এক নম্বর গ্রুপে বাছাই হিসেবে প্রথম রাউন্ড ‘বাই’ পেয়েছে।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪৪
Share: Save:

ভারতের পরের ডেভিস কাপ হবে বিদেশে

নিজস্ব প্রতিবেদন

এ বারের মতো তিনটে ‘টাই’ নয়, ২০১৫-এ ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ খেলার জন্য ভারতকে দু’টো ‘টাই’ জিতলেই চলবে। এ দিন দুবাইয়ে পরের মরসুমের ডেভিস কাপের ‘ড্র’ হলে ভারত এশীয় আঞ্চলিক এক নম্বর গ্রুপে বাছাই হিসেবে প্রথম রাউন্ড ‘বাই’ পেয়েছে। দ্বিতীয় রাউন্ডে সোমদেবরা খেলবেন চিনা তাইপে, নিউজিল্যান্ড, চিনের মধ্যে কারও বিরুদ্ধে। এ বছর ২৪-২৬ অক্টোবর চিনা তাইপে-নিউজিল্যান্ড ম্যাচে যারা হারবে তারা এশীয় আঞ্চলিক দুই নম্বর গ্রুপে নেমে যাবে। বিজয়ী দল পরের বছর এক নম্বর গ্রপে চিনের মুখোমুখি হবে ৬-৮ মার্চ। সেই ম্যাচের জয়ী দল ১৭-১৯ জুলাই দ্বিতীয় রাউন্ডে ভারতের সামনে পড়বে। অন্য বাছাই উজবেকিস্তান প্রথম রাউন্ড ‘বাই’ পেয়ে দ্বিতীয় রাউন্ডে তাইল্যান্ড-কোরিয়া ম্যাচের জয়ীর বিরুদ্ধে খেলবে। ভারত দ্বিতীয় রাউন্ড জিতলে উজবেক, কোরীয়, তাই-দের মধ্যে কারও মুখোমুখি হবে। এবং সেই দ্বিতীয় ‘টাই’ জিতলেই ফের ওয়ার্ল্ড: গ্রুপ প্লে-অফ রাউন্ডে চলে যাবে। ভারত পরবর্তী ডেভিস কাপে চিন, চিনা তাইপে, নিউজিল্যান্ড যাদেরই বিরুদ্ধে খেলুক, সেটা বিদেশে গিয়ে খেলতে হবে। কারণ চিনের সঙ্গে ২০০৫, চিনা তাইপের সঙ্গে ২০১৪ এবং নিউজিল্যান্ডের সঙ্গে ২০১২ সালে শেষবার ভারত ঘরের মাঠে খেলেছিল। এ ছাড়া পরের বছর টেনিসের ওয়ার্ল্ড কাপ ডেভিস কাপে ব্রাজিল-আর্জেন্তিনা ১৯৮০-র পর এই প্রথম মুখোমুখি হবে। ওয়ার্ল্ড গ্রুপে দু’দলের লড়াই ইতিহাসেই প্রথম। আর ভারতকে হারিয়ে সার্বিয়া ওয়ার্ল্ড গ্রুপে খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

জিতল কিংস ইলেভেন, ব্যর্থ সহবাগ

সংবাদ সংস্থা • মোহালি

বল এবং ব্যাট হাতে থিসারা পেরেরার দাপট। আরও এক বার ম্যাক্সওয়েল-বেইলির ঝলসে ওঠা। নিজেদের ঘরের মাঠে চোদ্দো বল বাকি থাকতে হোবার্ট হারিকেনস-কে পাঁচ উইকেটে হারাল কিংস ইলেভেন পঞ্জাব! চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে হোবার্ট হারিকেনস ৬ উইকেটে তুলেছিল ১৪৪। পঞ্জাবের বাঁ-হাতি স্পিনার অক্ষর পটেল এবং দুই সিমার পেরেরা ও পরবিন্দর আওয়ানা বেশ সমস্যায় ফেলেন ব্যাটসম্যানদের। তবে মিডল অর্ডারে ট্রেভিস ব্রিট (২৮) ও জনাথন ওয়েলস (২৮) জুটির ৫২ রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়ার দলকে লড়াইয়ে রাখে। ব্যাট করতে নেমে বীরেন্দ্র সহবাগকে (০) প্রথম বলেই হারানোর পর ডেভিড মিলারও ০ করে ফেরায় কিছুটা চাপে পড়েছিল কিংস ইলেভেন। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের ২৫ বলে ৪৩, জর্জ বেইলির ২৭ বলে ৩৪ এবং পেরেরার ২০ বলে অপরাজিত ৩৫ রান জয় নিশ্চত করে। বল হাতেও ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা পেরেরা।

সানিয়ারা শেষ চারে

যে মার্টিনা হিঙ্গিসের কাছে হেরে যুক্তরাষ্ট্র ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন তাঁরা, সেই প্রাক্তন বিশ্বসেরা সুইস তারকাকেই হারিয়ে এ বার টোকিও-র টোরে প্যান প্যাসিফিক ওপেনে ডাবলসের শেষ চারে গেলেন সানিয়া মির্জা ও কারা ব্ল্যাক। যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে ইতালির ফ্লাভিয়া পেনেত্তার সঙ্গে হিঙ্গিসের জুটির কাছে সানিয়ারা হেরেছিলেন ২-৬, ৪-৬। এখানে জিতলেন ৬-৪, ৬-২। টোকিওয় অবশ্য পেনেত্তার বদলে স্বদেশের সতেরো বছরের উঠতি প্রতিভা, সিঙ্গলসে বিশ্বের ৩৪ নম্বর বেলিন্ডা বেনচিচের সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন হিঙ্গিস। এবং বিস্ময়কর ভাবে ফলটা যুক্তরাষ্ট্র ওপেনে ঠিক উল্টো হল। বাষট্টি মিনিটের লড়াইয়ে টুর্নামেন্টের শীর্ষ বাছাই সানিয়ারা হিঙ্গিস-বেনচিচ জুটির সার্ভিস সাতবার ভাঙেন। হার্ডকোর্ট টুর্নামেন্টের সেমিফাইনালে সানিয়াদের সামনে এ বার জেলেনা জানকোভিচ-আরান্থা পারা সান্তোজার সার্ব-স্প্যানিশ জুটি। টোকিও থেকেই সানিয়া সোজা চলে যাবেন ইনচিওন, এশিয়ান গেমসে যোগ দিতে।

লি-র অবসর

অবসর নিচ্ছেন লি না। এ দিন এমনটাই দাবি করেছে চিনের সরকারি স্পোর্টস চ্যানেল সিএনটিভি। চ্যানেলটির খবর অনুযায়ী, কেরিয়ারে যবনিকা টেনে দেওয়ার পাকা সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলেছেন এশিয়ার সবচেয়ে সফল টেনিস তারকা। চোটের কারণেই তাঁর এই সিদ্ধান্ত। আরও বলা হয়েছে, লি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্ত জানাতে পারেন। তা না হলে রবিবার সাংবাদিক বৈঠক ডেকে সরকারি ঘোষণা করবেন। ফরাসি ও অস্ট্রেলীয় ওপেন জয়ী লি-র ম্যানেজার অবশ্য এই খবর স্বীকার করেননি। তবে এটা ঠিক যে চলতি মরসুমের শুরুতে অস্ট্রেলীয় ওপেন জিতে বিশ্বের দু’নম্বরে উঠে আসা লি সেই জুলাই মাস থেকেই চোট-আঘাতের কারণে কোর্টের বাইরে। যে কারণে বিশ্ব র্যাঙ্কিংয়েও ছ’নম্বরে নেমে গিয়েছেন তিনি। এমনিতে ঠিক ছিল, নিজের দেশে রবিবার থেকে অনুষ্ঠেয় উহান ওপেনে আবার কোর্টে ফিরবেন লি। কিন্তু চিনের সরকারি মিডিয়ার দাবি, লি নাকি আযোজকদের চিঠি দিয়ে জানিয়েছেন তিনি উহান ওপেন খেলবেন না। যদিও টুর্নামেন্টের আয়োজকেরা এমন চিঠির প্রাপ্তি স্বীকার করছেন না।

মাঠে ফিরছেন তারকা-ত্রয়ী

ক্রিকেটের মাঠে আবার শেন ওয়ার্ন, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট! এই তিন অস্ট্রেলীয় কিংবদন্তিকে দেখা যাবে একই টিমে। আগামী ১০ ডিসেম্বর প্রদর্শনী ম্যাচ খেলতে ক্রিকেটে ফিরছেন তিন জন। উপলক্ষ বিগ ব্যাশ টি-টোয়েন্টি। গত বারের চ্যাম্পিয়ন পার্থ স্করচারার্স এ বার তাদের খেতাব রক্ষার অভিযান শুরু করবে এই প্রদর্শনী ম্যাচ দিয়ে। যাতে খেলার কথা ম্যাথু হেডেন, অ্যান্ডি বিকেল, মাইকেল ক্যাসপ্রোউইচের মতো প্রাক্তনদেরও। ব্রেট লি-র বলে হাত ভাঙায় কিছু দিন আগে লর্ডসে আইসিসি-র দু’শোতম জয়ন্তীর ম্যাচে খেতলে পারেননি ওয়ার্ন। গিলক্রিস্ট সে বার ওয়ার্নের বলে কিপিং করার সুযোগ হারিয়ে বেশ মুষড়ে পড়েছিলেন। এ দিন বলেছেন, “ওয়ার্নির বলে আবার কিপিং করার সুযোগ পেয়ে দারুণ খুশি আমি!” অস্ট্রেলীয় কিংবদন্তিদের টিমের সঙ্গে বিগ ব্যাশ চ্যাম্পরিয়নদের এই লড়াই হবে পার্থের অ্যাকুইনাস কলেজের মাঠে।

এগিয়ে অনির্বাণ

মালয়েশিয়ায় সেলাঙ্গর মাস্টার্সে দাপটে শুরু করলেন দুই ভারতীয়। প্রথম রাউন্ডের শেষে ৭-আন্ডার ৬৪ স্কোরে লিডারবোর্ডে এক নম্বরে ভারতের এক নম্বর গল্ফার অনির্বাণ লাহিড়ী। বেঙ্গালুরুর বাঙালির থেকে দু’শটে পিছিয়ে দ্বিতীয় স্থানে কলকাতার তারকা শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া। সাতাশ বছরের অনির্বাণ এখানে শুরুই করলেন দশটি বার্ডি দিয়ে। এই দুরন্ত ফর্ম বাকি টুর্নামেন্টে ধরে রাখলে এশীয় অর্ডার অব মেরিট লিস্টে দ্বিতীয় স্থানে থাকা অনির্বাণের বিদেশের মাটিতে আরও একটি খেতাব আসা ঠেকানো মুশকিল হবে। গল্ফার নিজেও বলছেন, “গত বছর এখানে রানার্স হয়েছিলাম। যার মানে কোর্সটা আমার চেনা। তাই খেতাব জেতা অসম্ভব নয়। সবচেয়ে বড় কথা, আজ যে ভাবে খেলেছি তাতে আমি নিজে দারুণ খুশি।” তবে অনির্বাণকে চাপে ফেলতে পারেন দারুণ ফর্মে থাকা শিবশঙ্কর। কলকাতার গল্ফার এ দিন পাঁচ-আন্ডার ৬৬ স্কোরে শুরু করেছেন এবং দারুণ ছন্দে। শিবশঙ্করের কথায়, “নিজের খেলার সব দিক নিয়ে ইদানীং প্রচুর খেটেছি। সেই পরিশ্রমেরই ফল পাচ্ছি এখানে।”

ভারত ১৫৮ নম্বরে

এশিয়ান গেমসে আমিরশাহির কাছে পাঁচ গোলের লজ্জার তিন দিন পরেই ফিফা র্যাঙ্কিংয়ে আট ধাপ পতন ঘটল ভারতের! সদ্য প্রকাশিত র্যাঙ্কিং তালিকায় ভারত নেমে গেল ১৫৮ নম্বরে। এ দিকে, ক’দিন আগে জার্মানিকে তাদের ঘরের মাঠে ৪-২ হারিয়ে আর্জেন্তিনা বিশ্বকাপ ফাইনালে হারের বদলা নিলেও র্যাঙ্কিং তালিকায় এক নম্বর স্থানটা দখলে রেখে দিলেন জোয়াকিম লো-র ছেলেরা। আর্জেন্তিনা দুইয়ে। এক ধাপ উঠে কলম্বিয়া চলে এসেছে তিন নম্বরে। চারে নেদারল্যান্ডস। পাঁচে বেলজিয়ামের র্যাঙ্কিং অপরিবর্তিত থাকলেও ব্রাজিল এক ধাপ উঠে ছ’নম্বরে। প্রথম দশ টিমের বাকিরা যথাক্রমে উরুগুয়ে, স্পেন, ফ্রান্স ও সুইৎজারল্যান্ড।

সুব্রত কাপে ৩০-০

৩০-০। এই ফলটা সাধারণত টেনিস কোর্টেই দেখতে অভ্যস্ত খেলার দুনিয়া। কিন্তু সেটা যদি হয় ফুটবল ম্যাচে! সুব্রত কাপে ঠিক এই এত গোলের ব্যবধানেই শ্রীলঙ্কার ডিফেন্স সার্ভিস কলেজকে হারাল মহারাষ্ট্রের এনসিসি ডিরেক্টোরেট। ঐতিহ্যশালী অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের নজির গড়া ম্যাচে মহারাষ্ট্রের এনসিসি টিমের কে আনসারি একাই ন’গোল করে। তার টিমমেট বি নরেশ ছ’টি এবং রাউল লুইস পাঁচটি গোল করে। বাকি ন’টি গোল ভাগ করে নেন এনসিসি দলের আরও পাঁচ ফুটবলার। অন্য দিকে, গতকাল শ্রীলঙ্কার দলটিকে ২০-০ গোলে হারিয়ে সাড়া ফেলা বর্ধমানের কৃষ্ণদেব হাই স্কুল এ দিন কেরলের এনএনএইচএমএস স্কুলের বিরুদ্ধে জেতে ৫-০। বর্ধমানের ছেলেরা মহারাষ্ট্রের এনসিসি টিমের সঙ্গে একই পয়েন্টে শেষ করল। তবে গোল পার্থক্যে বাংলার স্কুলকে পিছনে ফেলে কোয়ার্টার ফাইনালে গেল এনসিসি মহারাষ্ট্রই।

সম্মানিত জিমন্যাস্টরা

অরিক দে, পার্থ মণ্ডল, প্রণতি নায়েক নামগুলো বললে কারও পক্ষে চেনা মুশকিল। ঘটনা হল, এঁরা সবাই বাংলার জিমন্যাস্ট। যাঁরা দেশজ ও আন্তর্জাতিক মঞ্চে সাফল্য এনে দিয়েছেন। যাঁদের কেউ কেউ এশিয়ান গেমসেও যাচ্ছেন দেশের প্রতিনিধিত্ব করতে। এবং যাঁদের প্রতিনিয়ত ভুগতে হচ্ছে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে। অরিক, পার্থ, পায়েল বন্দ্যোপাধ্যায়দের ধরে মোট আটত্রিশ জন জিমন্যাস্টকে তাঁদের সাফল্যের জন্য সংবর্ধনা দিল বেঙ্গল অ্যামেচার জিমন্যাস্টিক্স সংস্থা। আজীবনের স্বীকৃতি দেওয়া হল প্রাক্তন জিমন্যাস্ট দিলীপ ওঝাকে। একই সঙ্গে এই সংস্থা বাংলার জিমন্যাস্টদের পরিকাঠামোর ব্যবস্থাও করছে। বর্তমানে সাই ছাড়া আর কোথাও জিমন্যাস্টদের জন্য কোনও পরিকাঠামো নেই।

এফসিআই-এর জয়

কলকাতা লিগের সুপার ডিভিশনে উঠল এফসিআই। বৃহস্পতিবার আইএফএ একাডেমিকে ১-০ গোলে হারাল এফসিআই। গোল করেন রাজু দেবনাথ।

রুটি বিক্রেতা। বিজ্ঞাপনের মডেল আন্দ্রে আগাসি। বুদাপেস্তে। ছবি: রয়টার্স

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE