Advertisement
১০ মে ২০২৪

টুকরো খবর

ইতিহাসে ঢুকে পড়লেন ভারতের দুই মহিলা রেফারি! ইনচিওন এশিয়াডে মহিলা ফুটবলের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ খেলিয়ে। সোমবার গেমসের সেমিফাইনালে জাপান বনাম ভিয়েতনাম ম্যাচের রেফারি ছিলেন গোয়ার মারিয়া রাবেলো এবং সার্ভিসেসের উভেনা ফার্নান্ডেজ। এই প্রথম ভারতের মহিলা রেফারি কোনও বিশ্বচ্যাম্পিয়ন দলের ম্যাচ খেলালেন। ম্যাচে প্রধান রেফারি ছিলেন মারিয়া। আর সহকারি ছিলেন উভেনা। মারিয়া আবার বিশ্বের প্রথম মহিলা রেফারি, যিনি কি না কোনও দেশের প্রিমিয়ার লিগে রেফারিং করিয়েছেন।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০৩:২০
Share: Save:

মারিয়াদের অন্য নজির

নিজস্ব প্রতিবেদন

ইতিহাসে ঢুকে পড়লেন ভারতের দুই মহিলা রেফারি! ইনচিওন এশিয়াডে মহিলা ফুটবলের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ খেলিয়ে। সোমবার গেমসের সেমিফাইনালে জাপান বনাম ভিয়েতনাম ম্যাচের রেফারি ছিলেন গোয়ার মারিয়া রাবেলো এবং সার্ভিসেসের উভেনা ফার্নান্ডেজ। এই প্রথম ভারতের মহিলা রেফারি কোনও বিশ্বচ্যাম্পিয়ন দলের ম্যাচ খেলালেন। ম্যাচে প্রধান রেফারি ছিলেন মারিয়া। আর সহকারি ছিলেন উভেনা। মারিয়া আবার বিশ্বের প্রথম মহিলা রেফারি, যিনি কি না কোনও দেশের প্রিমিয়ার লিগে রেফারিং করিয়েছেন। বিশ্বচ্যাম্পিয়ন দেশের ম্যাচ খেলিয়ে উচ্ছ্বসিত ভারতের দুই রেফারিই। মারিয়া তো বলেই ফেললেন, “প্রতিদিন তো আর বিশ্ব চ্যাম্পিয়ন দলের ম্যাচ খেলানোর সুযোগ হয় না। পাশাপাশি এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের নক আউট পর্বের ম্যাচ খেলানোর অভিজ্ঞতা অসাধারণ।” উভেনা আবার যোগ করলেন, “একেই এশিয়াডের ম্যাচ ছিল। তার ওপর আবার সেমিফাইনাল। আর এই ম্যাচে খেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন দল জাপান। অনেক কিছু এখান থেকে শিখেছি। জীবনের বড় অভিজ্ঞতা এটা।”

পরের ম্যাচ দীপেন্দুদের সঙ্গে

মাঠের যুদ্ধে লুইস গার্সিয়ার মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন দীপেন্দু বিশ্বাসরা। ৫ অক্টোবর আটলেটিকো দে কলকাতার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সুব্রত ভট্টাচার্যের টিম পিঙ্কি রায় একাদশের হয়ে তিনি খেলবেন বলে মৌখিক সম্মতি জানিয়ে দিয়েছেন না কি র্যান্টি মার্টিন্সও। র্যান্টি ছাড়াও ড্যানিয়েল, বেলোদেরও এই ম্যাচে খেলতে দেখা যাবে বলে জানাচ্ছেন উদ্যোক্তা কলকাতার চিত্রসাংবাদিকরা। দলের কোচ সুব্রত এবং অধিনায়ক দীপেন্দু সহ প্রত্যেক ফুটবলারই এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর। ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্য নিয়েই এই ফুটবল ম্যাচ। যার নাম ‘প্লে ফর ক্যানসার’। ম্যাচের সময় সন্ধ্যে সাতটায় ঠিক হলেও, আয়াজকরা চেষ্টা করছেন সময় এগিয়ে এনে বিকেল পাঁচটায় করতে।

বিদায় লি না

লি না-র কান্না। চিন ওপেনে অবসরের মুহূর্তে।

চিন ওপেনে বিদায় জানানো হল দেশের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় লি না-কে। ক্লে-কোর্ট সম্রাট রাফায়েল নাদালের থেকে উপহার হিসাবে ফুলের তোড়া পেলেন ফরাসি ও অস্ট্রেলিয়ান ওপেন জয়ী লি না। উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কিভিতোভা বলেন , “ধন্যবাদ আমার বিরুদ্ধে খেলার জন্য। ধন্যবাদ আমার জীবনে অনুপ্রেরণা হওয়ার জন্য।”

ফুটবল যুদ্ধে দুই কোরিয়া

ফুটবলে সোনার লড়াইয়ে গৃহযুদ্ধ। এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া। সেমিফাইনালে ইরাককে অতিরিক্ত সময়ে ১-০ হারায় উত্তর কোরিয়া। পাশাপাশি আজ তাইল্যান্ডকে ২-০ হারাল দক্ষিণ কোরিয়া। “আমাদের আবেগপ্রবণ হলে হবে না। ম্যাচটা জিততে হবে,” বলেন দক্ষিণ কোরিয়া কোচ লি কোয়ং জং। উত্তর কোরিয়া শেষ সোনা জিতেছিল ১৯৭৮ এশিয়ান গেমসে।

খেলতে পারে রাজস্থান

দেশের ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের ক্রিকেটাররা খেলতে পারবেন। জানিয়ে দিল রাজস্থান হাইকোর্ট। মঙ্গলবার রাজ্যের ক্রিকেটারদের করা এক জনস্বার্থ মামলার শুনানির পর বিচারপতি এম এন ভান্ডারি জানিয়ে দেন, রাজস্থান ক্রিকেট সংস্থাকে নির্বাসনে পাঠানো সত্ত্বেও বোর্ডের সব টুর্নামেন্টেই রাজস্থানের ক্রিকেটাররা খেলতে পারবেন। তবে তাঁরা রাজস্থান রাজ্যের প্রতিনিধিত্ব করবেন, আরসিএ-র নয়। দল বাছাইয়ের জন্য আদালত বোর্ড ও আরসিএ-কে মিলিত ভাবে একটি নির্বাচন কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। কাদের সেই কমিটিতে রাখা হবে, বুধবার সেই নামের তালিকা দু’পক্ষকে দিতে বলা হয়েছে। বুধবার ফের এই মামলার শুনানি হবে। তার পরই চূড়ান্ত রায় দেওয়া হতে পারে।

প্র্যাকটিস শুরু সোনি নর্ডির

ছবি শঙ্কর নাগ দাস

ষষ্ঠীতে মায়ের বোধনের দিন মোহনবাগানে সোনির নর্ডিরও বোধন হল। মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়লেন হাইতি স্ট্রাইকার। দুর্গাপুজোর জন্য ষষ্ঠী থেকে দলের ছুটি ঘোষণা করা হয়েছে। একমাত্র ছুটি পাননি সোনি। দেরী করে বাগানে যোগ দেওয়ার জন্য। সিকিম গোল্ড কাপের আগে সোনিকে ফিট করার দায়িত্ব দেওয়া হয়েছে দলের ফিজিও গার্সিয়াকে। তাঁর তত্ত্বাবধানে এ দিন যুবভারতীতে একাই অনুশীলন করলেন বাংলাদেশের ক্লাব শেখ জামাল ধানমন্ডিতে খেলে আসা ফুটবলারটি। এ দিন অনুশীলনে সোনিকে দেখে ফিট বলেই মনে হল। গার্সিয়াও বললেন, “সোনি ফিটই রয়েছে। গত কয়েক মাস ও যে ছুটিতে ছিল, তার কোনও প্রভাব পড়েনি। শরীরে কোনও মেদ নেই। স্বতস্ফূর্ত রয়েছে। বোঝাই যাচ্ছে প্র্যাকটিসের মধ্যে ছিল।” সোনি কী নব্বই মিনিট ম্যাচ খেলার মতো ফিট? বাগান ফিজিওর দাবি, “আমার তো ওকে দেখে মনে হল, নব্বই মিনিটের ম্যাচ খেলে দিতে পারবে।”

গোয়ায় সান্তোস

ডিফেন্স আরও আঁটোসাঁটো করতে প্রাক্তন আর্সেনাল লেফট ব্যাক আন্দ্রে সান্তোসকে সই করাল এফসি গোয়া। ব্রাজিলের সান্তোস করিন্থিয়ান্স, গ্রেমিও, আটলেটিকো মিনেইরোর মতো ক্লাবে খেলেছেন। প্রিমিয়ার লিগে আর্সেনালে দু’বছর ছিলেন। ৩৩ ম্যাচে ৩ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলেও ব্রাজিলের ২০০৯ কনফেডারেশন কাপ জয়ী দলের সদস্য ছিলেন সান্তোস।

ফেল্পস গ্রেফতার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য গ্রেফতার করা হল মাইকেল ফেল্পসকে। মেরিল্যান্ডে মদ্যপ অবস্থায় স্পিড লিমিটের চেয়ে বেশি গতিতে ল্যান্ড রোভার চালাচ্ছিলেন মার্কিন অলিম্পয়ান সাঁতারু। এর আগে ২০০৪ সালেও ড্রাইভিং আইন অমান্য করার জন্য গ্রেফতার করা হয়েছিল কিংবদন্তি সাঁতারুকে।

সুখেনকে সাহায্য রাজ্যের

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

—নিজস্ব চিত্র।

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনাজয়ী হাওড়ার আন্দুলের সুখেন দে’কে ৫ লক্ষ টাকা দিল রাজ্য সরকার। মঙ্গলবার সকালে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় বাড়িতে গিয়ে তাঁর হাতে ওই অঙ্কের চেক দিয়ে আসেন। মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমি এখানে এসেছি।” কমনওয়েলথ গেমসে সাফল্যের পরে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন সুখেন। এ দিন অবশ্য সুখেন বলেন, “নিজের রাজ্য স্বীকৃতি দেওয়ায় আমি এবং পরিবারের সকল খুশি।”

ফিরতে মরিয়া গেইল

চোট আছে। তবুও ভারতের সঙ্গে টেস্ট সিরিজ পাখির চোখ করছেন ক্রিস গেইল। মাসের শুরুতে বাংলাদেশের সঙ্গে শেষ টেস্ট ম্যাচ না খেলতে পারলেও, গেইল জানালেন ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রত্যাবর্তন হবে তাঁর। “চোটের বিরুদ্ধে আমার লড়াই সঠিক পথে এগোচ্ছে। ভারতের সঙ্গে টেস্ট সিরিজের আগে পুরো ফিট হয়ে যাব,” বলেন গেইল। সঙ্গে তিনি যোগ করেন, “বিশ্রাম নিচ্ছি। আশা করছি কোনও সমস্যা থাকবে না।” যদিও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পরে আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি।

অভিনব ভাবনা

চ্যাম্পিয়ন্স লিগে নেই তাঁরা। লিগ কাপ থেকেও ছিটকে গেছে। এক সপ্তাহে এক ম্যাচ খেলতে হচ্ছে তাঁদের। যে কারণে অভিনব ভাবেই বিদেশি ক্লাবগুলোর সঙ্গে ফ্রেন্ডলি খেলতে মরিয়া লুই ফান গল। শোনা যাচ্ছে, ক্লাব কর্তাদের যুক্তি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একটা করে ম্যাচ খেলায় দলের মধ্যে বোঝাপড়া গড়ে উঠছে না। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে না থাকায় আর্থিক ভাবে ক্ষতি হচ্ছে ক্লাবের। ম্যান ইউর এক কর্তা বলেন, “আমার মনে হয় ফান গলের কোনও আপত্তি হবে না ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। দলের মধ্যে আরও ভাল আবহাওয়া তৈরি হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story khela tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE