Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

ফেড কাপের প্রস্তুতির জন্য ভুটানের থিম্পুতে কিংস কাপ খেলতে যাচ্ছে মোহনবাগান! যে টুর্নামেন্টে বাগান ছাড়াও বাংলাদেশ, থাইল্যান্ড, ভুটান এবং নেপালের ক্লাব অংশ নেবে। ২২ নভেম্বর মোহনবাগানের প্রথম ম্যাচ। ভুটানের ক্লাব ড্রুক ইউনাইটেডের বিরুদ্ধে। এই টুর্নামেন্টেই সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হতে চলেছে হাইতির স্ট্রাইকার সনি নর্ডির।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৪ ০৩:১২
Share: Save:

আজ সই সনি নর্ডির, বাগানের ফেড কাপ প্রস্তুতি ভুটানে

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ফেড কাপের প্রস্তুতির জন্য ভুটানের থিম্পুতে কিংস কাপ খেলতে যাচ্ছে মোহনবাগান! যে টুর্নামেন্টে বাগান ছাড়াও বাংলাদেশ, থাইল্যান্ড, ভুটান এবং নেপালের ক্লাব অংশ নেবে। ২২ নভেম্বর মোহনবাগানের প্রথম ম্যাচ। ভুটানের ক্লাব ড্রুক ইউনাইটেডের বিরুদ্ধে। এই টুর্নামেন্টেই সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হতে চলেছে হাইতির স্ট্রাইকার সনি নর্ডির। আজ শুক্রবার সই করবেন সনি। যাঁর কাছে বাগান সমর্থকদের প্রত্যাশা অনেক। কিংস কাপের জন্য ৩ নভেম্বর থেকে প্র‌্যাকটিসে নেমে পড়বে সুভাষ ভৌমিকের টিম। তবে আই এস এলের ১৩ ফুটবলার ছাড়াই খেলতে হবে মোহনবাগানকে। এর আগে সারদা কাণ্ডের জেরে সিকিম গোল্ড কাপ খেলতে যায়নি বাগান। ক্লাব কর্তাদের দাবি ছিল, ইডি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়ায় হাতে টাকাপয়সা নেই। তাই সিকিমে দল পাঠানো হবে না। তা হলে কিংস কাপে কেন দল পাঠানো হচ্ছে? মোহন সচিব অঞ্জন মিত্র বললেন, “ওটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। আগে কথা দেওয়া ছিল। না গেলে ফিফা ঝামেলা পাকাতে পারে। সে জন্যই ধার করে চেয়েচিন্তে দল পাঠাচ্ছি।” টিমের টিডি সুভাষ ভৌমিক চাইছিলেন, ফেড কাপ এবং আই লিগের একটা টুর্নামেন্ট খেলতে। তাই এ বার ভুটানকেই বেছে নিয়েছেন সবুজ-মেরুন কর্তারা। এই টুর্নামেন্টে পুরস্কারও আকর্ষণীয়। চ্যাম্পিয়ন দল পাবে আট লক্ষ টাকা।

মুদগল রিপোর্ট সোমবার

নিজস্ব প্রতিবেদন

আইপিএল ফিক্সিং তদন্তের চূড়ান্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়বে সোমবার। এ দিন এ কথা জানিয়ে দিলেন কমিটির প্রধান, অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুদগল। তিনি বলেন, “৩ নভেম্বর আমরা চূড়ান্ত রিপোর্ট আদালতে পেশ করব।” এ দিন কমিটির বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ১০ নভেম্বর।

জবাব দিলেন লিয়েন্ডার

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

দেশের হয়ে না খেললে আর্থিক সাহায্য নয়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের এই ঘোষণার পরে বৃহস্পতিবার মুখ খুললেন সাইনা নেহওয়াল, লিয়েন্ডার পেজরা। সাইনার প্রশ্ন, “দেশের হয়ে মাঠে নামতে কে না চায়?” আর লি-র পাল্টা, “ছ’টা অলিম্পিকে নেমেছি। দেশের প্রতি আমার দায়বদ্ধতা নিয়ে আশা করি কেউ প্রশ্ন তুলবেন না।” উল্লেখ্য, ইনচিওন এশিয়ান গেমসে এটিপি সার্কিটে র‌্যাঙ্কিং কমে যাওয়ার কারণ দেখিয়ে খেলতে যাননি লিয়েন্ডার, সোমদেব দেববর্মন, রোহন বোপান্নারা। তার পরেই ক্রীড়ামন্ত্রকের এই নির্দেশ।

নকআউট ফুটবলে জয়ী ব্যবত্যা

নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর

হাওড়ার শ্যামপুরের শশাটি আদর্শ সঙ্ঘের উদ্যোগে নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। গত ২৬ অক্টোবর শশাটি আদর্শ সঙ্ঘের ফুটবল মাঠে ওই প্রতিযোগিতায় হাওড়া ছাড়াও হুগলি, পূর্ব মেদিনীপুরের মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনালে ব্যবত্যা ফুটবল অ্যাকাডেমি ও বাগনান সেভেন স্টার ক্লাবের মধ্যে খেলায় ১-০ গোলে জয় লাভ করে ব্যবত্যা। ম্যান অব দ্য ম্যাচ হন মণিময় জানা। ম্যান অব দ্য সিরিজ হন সুরজ চৌধুরী। দু’জনেই ব্যবত্যার খেলোয়াড়।

প্রয়াত ফুটবলার

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

অকালে চলে গেলেন ময়দানের তরুণ ফুটবল প্রতিভা। জন্ডিসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা গেলেন মহমেডান এসি-র স্ট্রাইকার যিশু দে (২০)। সেইল অ্যাকাডেমি থেকে আসা এই ফুটবলার এ দিন এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকাহত ময়দানের ফুটবল মহল।

বার্সার সেরাও হতে পারলেন না মেসি

সংবাদ সংস্থা • বার্সেলোনা

তাঁর বিশ্বকাপের সেরা ফুটবলার হওয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন স্বয়ং ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। ব্যালন ডি’অরের চূড়ান্ত তিনে তিনি জায়গা পাবেন কি না তা নিয়েও ধন্ধে ফুটবলবিশ্ব। বিতর্কের মাঝেই আবার বার্সেলোনার সেরা ফুটবলারের সিংহাসনও হারিয়ে ফেললেন লিওনেল মেসি। গত তিন বছর যা জেতা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল এলএম টেনের। তাও আবার আর্জেন্তাইন সতীর্থ জাভিয়ের মাসচেরানোর কাছেই। যিনি এ দিন নির্বাচিত হলেন গত মরসুমে ক্লাবের সেরা ফুটবলার। “বার্সেলোনার সেরা ফুটবলার হতে পেরে আমি খুব খুশি। আশা করছি এই মরসুমেও ভাল খেলতে পারবে দল। মাসচেরানোকে বাছার কারণ হিসাবে প্রেসিডেন্ট জোসেফ বার্তেমিউ বলেন, “যখন মাসচেরানোর নাম প্রস্তাব করা হয় আমরা সবাই সম্মতি জানাই। বার্সেলোনা গর্বিত মাসচেরানোর মতো ফুটবলারকে পেয়ে।” মেসি অবশ্য এখনও কোনও কিছু নিয়ে মুখ খোলেননি।

সুনীলদের কাছে হার মহমেডানের

ইউনাইটেড স্পোর্টসের পর ডুরান্ডের প্রথম ম্যাচে হারল কলকাতার আর এক টিম মহমেডানও। বৃহস্পতিবার আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর কাছে ১-২ হারে ফুজা তোপের দল। পরে ডুরান্ড খেলার সিদ্ধান্ত নেওয়ায় ম্যাচের এক দিন আগে গোয়া পৌঁছেছিল মহমেডান। স্বভাবতই বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগের দিন প্র‌্যাকটিস করার সুযোগ পাননি সাদা-কালো ফুটবলাররা। ম্যাচে অবশ্য সুনীলদের সঙ্গে পাল্লা দিয়েই লড়াই করলেন আদিলেজারা। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের একেবারে শুরুতে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় অ্যাশলে ওয়েস্টউডের দল। বিরতির আগেই বেঙ্গালুরুর লিংডো ব্যবধান বাড়ান। ম্যাচের দ্বিতীয়ার্ধে মহমেডানের জয়রান ১-২ করলেও টিমকে সাফল্য এনে দিতে পারেননি।

প্রথম জয় মর্গ্যানদের

নিজস্ব প্রতিবেদন

আইএসএলে জয়ের মুখ দেখল কেরল ব্লাস্টার্স। পুণেতে বৃহস্পতিবার পেন ওরজিরা ২-১ হারাল এফসি পুণে সিটিকে। খেলা শুরুর পনেরো মিনিটেই ত্রেজেগুয়ের গোলে এগিয়ে যায় পুণে। কিন্তু বিরতির চার মিনিট আগেই সেট পিস থেকে সাবিথের গোলে সমতা ফেরায় কেরল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ২-১ করেন পেন।

জাতীয় প্রতিযোগিতায় দিনহাটার দুই যুবক

জাতীয় দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় ডাক পেলেন দিনহাটার দুই যুবক উদয় রায় ও অরিন্দম সাহা। দু’জনেই দিনহাটা মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়ে প্রশিক্ষণ নেন। ওই বিদ্যালয় সূত্রের খবর, পঞ্জাবের পাতিয়ালায় আগামী ডিসেম্বরে জাতীয় দেহসৌষ্ঠব প্রতিযোগিতা হবে। পঞ্জাব বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের হয়ে ওই দু’জন যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছেন। মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়ের সচিব বিভুরঞ্জন সাহা বলেন, “পশ্চিমবঙ্গ বডিবিল্ডিং অ্যাসোসিয়েশন ওই দু’জনের রাজ্য দলে মনোনীত হওয়ার চিঠি পাঠিয়েছে। আমরা দু’জনের সাফল্যের ব্যাপারেই আশাবাদী।”

রোহিত, মণীশের সেঞ্চুরি

রোহিত শর্মা, মণীশ পাণ্ডে সেঞ্চুরি পেলেও মনোজ তিওয়ারি ৩৬ রান করেই আউট হয়ে গেলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’-র ওপেনার রোহিত ১১১ বলে ১৪২ করলেন। মণীশ ১১৩ বলে ১৩৫। ভারত ‘এ’ ৫০ ওভারে ৩৮২-৬ তোলার পর শ্রীলঙ্কা ২৯৪-৯-এ থেমে যায়। উপুল থরঙ্গার ৭৬ ছাড়া আর কেউ ভাল রান পাননি। সঙ্গকারা ৩৪। অন্য দিকে, আসন্ন ওয়ান ডে সিরিজে বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা খেলতে পারবেন বলে জানিয়ে দিল বোর্ড।

ইউনিসের হ্যাটট্রিক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরির পর এ বার দ্বিতীয় টেস্টের প্রথম দিনও সেঞ্চুরি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খান। দুবাইয়ে প্রথম টেস্টে ইনজামাম উল হককে টপকে পাকিস্তানের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির (২৬) রেকর্ড গড়েন ইউনিস। বৃহস্পতিবার তিনি ১১১ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে আজহার আলির সঙ্গে ২০৮ রানের অপরাজিত পার্টনারশিপও গড়েন। দিনের শেষে পাকিস্তান ৩০৪-২।

ডনের পাড়ায়

আর পাঁচ দিনের মতো ছিল না বাউরালের ব্র‌্যাডম্যান মিউজিয়ামের কর্মীদের দিনটা। সিডনি থেকে হঠাত্‌ আসা হেলিকপ্টার থেকে বেরনো এ দিনের বিশেষ অতিথির জন্যই তাঁদের কাছে স্মরণীয় হয়ে থাকল বৃহস্পতিবারটা। প্রথমবার ক্রিকেট বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী মিউজিয়ামে পা রাখলেন সচিন তেন্ডুলকর। সচিনকে দেখতে ভিড় জমিয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। সচিন বলেন, “এখানে আসার সুযোগ পেয়ে আমি অভিভূত। স্যর ডন সম্পর্কে এত ভাল ভাল গল্প শুনেছি যে, এখানে আসার ইচ্ছাটা ক্রমশ বাড়ছিল। ৪২ বছর লেগে গেল এখানে আসতে। তবু ‘বেটার লেট দ্যান নেভার’।” ব্র‌্যাডম্যানের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। খুদে ক্রিকেটারদের সঙ্গে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন। সইশিকারিদের চাহিদাও মেটান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE