Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

আগের ম্যাচে তাইল্যান্ডের টিমকে উড়িয়ে দিলেও সনি নর্ডির পুরনো টিমের বিরুদ্ধে কিংস কাপে নাস্তানাবুদ হয়ে হারল মোহনবাগান। ম্যাচের ফল ৩-৫। তবে বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডির কাছে শোচনীয় এই হারের পরেও যদিও শেষ চারের দরজা বন্ধ হয়নি বন্ধ হয়নি সবুজ-মেরুন শিবিরের। আগামী রবিবার সেমিফাইনালে সুভাষ ভৌমিকের দলের প্রতিপক্ষ পুণে এফসি।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৪ ০৩:২৯
Share: Save:

ধানমন্ডির কাছে বিধ্বস্ত হয়েও সেমিফাইনালে মোহনবাগান

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

আগের ম্যাচে তাইল্যান্ডের টিমকে উড়িয়ে দিলেও সনি নর্ডির পুরনো টিমের বিরুদ্ধে কিংস কাপে নাস্তানাবুদ হয়ে হারল মোহনবাগান। ম্যাচের ফল ৩-৫। তবে বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডির কাছে শোচনীয় এই হারের পরেও যদিও শেষ চারের দরজা বন্ধ হয়নি বন্ধ হয়নি সবুজ-মেরুন শিবিরের। আগামী রবিবার সেমিফাইনালে সুভাষ ভৌমিকের দলের প্রতিপক্ষ পুণে এফসি। যাদের কোচ করিম বেঞ্চারিফা গত মরসুমেও দায়িত্বে ছিলেন মোহনবাগান কোচের পদে। আগের ম্যাচে মার্চিং অর্ডার পাওয়ার পর এ দিন ভুটানে রিজার্ভ বেঞ্চে ছিলেন না মোহনবাগান টিডি সুভাষ ভৌমিক। এছাড়াও এ দিন দলে ছিলেন না শেখ জামাল ধানমন্ডি থেকে এই মরসুমেই সবুজ-মেরুন ব্রিগেডে আগত হাইতিয়ান স্ট্রাইকার সনি নর্ডি এবং লালকমল ভৌমিক। ম্যাচের শুরু থেকেই তাই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিুল বাংলাদেশের দলটি। ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই নাইজিরিয়ান স্ট্রাইকার এমেকার গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের তিরিশ মিনিটের মধ্যেই ৩-০ এগিয়ে যায় বাংলাদেশের দলটি। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পরেই ফের এমেকার গোলে ৪-০ করে ফেলে ধানমন্ডি। এর পরেই মাঝমাঠে শেহনাজ সিংহকে তুলে নিয়ে মাঠে নামানো হয় লালকমল ভৌমিককে। লালকমল নামতেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। এরপরেই তিন মিনিটের ব্যবধানে পঙ্কজ মৌলা এবং কাতসুমি ব্যবধান কমালেও ফের রক্ষণের ভুলে গোল খায় বাগান। ইনজুরি টাইমে বাগানের হয়ে ফের ব্যবধান কমান পিয়ের বোয়া।

রঞ্জি দলে চার পেসার নিজস্ব সংবাদদাতা

চার পেসারকে রেখে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের দল তৈরি করলেন বাংলার নির্বাচকরা। ৭ ডিসেম্বর থেকে বডোদরায় রঞ্জির প্রথম ম্যাচের জন্য বাছা দলে অশোক দিন্দা, বীরপ্রতাপ সিংহ ছাড়াও রয়েছেন দুই অভিজ্ঞ পেসার সৌরভ সরকার ও শিবশঙ্কর পাল। মূলত অভিজ্ঞতার জন্যই শেষ দু’জনকে ১৪ জনের দলে রাখা হল বলে জানালেন এক নির্বাচক। প্রথম রঞ্জি ম্যাচ বাইরে হওয়ায় লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। গত বার রঞ্জিতে শিবশঙ্কর ভাল বল করেছিলেন বলেই এ বারও তাঁকে দলের সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা। দিন্দা, বীরপ্রতাপরা নতুন বলে বল করার পর পুরনো বল না কি ভাল সামলাতে পারবেন শিবশঙ্করই। গত বার সে ভাবেই তাঁকে ব্যবহার করা হয়েছিল বলে, এ বারও সেই পরিকল্পনা। শিবশঙ্কর পুরনো বলে রিভার্স সুইংটা অন্যদের চেয়ে ভাল করাতে পারেন বলে তাঁদের ধারণা। এ ছাড়া শ্রীবত্‌স গোস্বামীর ব্যাক আপ হিসেবে তরুণ উইকেটকিপার সত্যব্রত মুর্মুকে নেওয়া হয়েছে। লক্ষ্মীরতন শুক্লর নেতৃত্বে দলের বাকিরা হলেন অরিন্দম, রোহন, সুদীপ, মনোজ, শুভজিত্‌, সৌরাশিস ও ইরেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE