Advertisement
২৭ এপ্রিল ২০২৪
‘সংবর্ধনা আমাকে বদলাতে পারবে না’

দীপার নতুন শুরু হয়তো জার্মানিতে

নভেম্বর নয়, দীপা কর্মকারকে সম্ভবত অনুশীলনে নেমে পড়তে হবে অক্টোবরের শুরুতেই। পুজোর পর জার্মানিতে চ্যালেঞ্জার্স ট্রফি হওয়ার কথা।

সল্টলেকে একটি সংবর্ধনায় দীপা কর্মকার। বুধবার। -সৌভিক দে

সল্টলেকে একটি সংবর্ধনায় দীপা কর্মকার। বুধবার। -সৌভিক দে

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১৫
Share: Save:

নভেম্বর নয়, দীপা কর্মকারকে সম্ভবত অনুশীলনে নেমে পড়তে হবে অক্টোবরের শুরুতেই।

পুজোর পর জার্মানিতে চ্যালেঞ্জার্স ট্রফি হওয়ার কথা। আর যদি জিমন্যাস্টিক্স ফেডারেশন এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য সবুজ সঙ্কেত দেয় তবে ৪ অক্টোবর থেকেই দিল্লিতে জাতীয় শিবিরে যোগ দিতে হবে দীপাদের। তাই এ বারও দুর্গা পুজোর সময় আগরতলায় হয়তো থাকা হবে না ইতিহাস সৃষ্টি করা মেয়ের। সে জন্য কিছুটা হলেও মন খারাপ দীপার। বুধবার সকালে সল্টলেকের করুনাময়ীতে এক অনুষ্ঠানে সংবর্ধনা নেওয়ার পর বলেও ফেললেন, ‘‘আমি তো গত পাঁচ বছর পুজোর সময় বাড়িতে থাকতে পারিনি। এ বার ভেবেছিলাম থাকব। সময় কাটাতে পারব বাড়ির লোকের সঙ্গে। কিন্তু এখন মনে হচ্ছে সেটা হয়তো হবে না।’’ এর ঠিক পরেই অবশ্য চূড়ান্ত পেশাদারের মতো বললেন, ‘‘আমি একজন ক্রীড়াবিদ। তাই দেশের হয়ে যে কোনও সময়ে যে কোনও টুর্নামেন্টে অংশ নিতে তৈরি থাকি। কোচ যদি কাল থেকেই প্র্যাকটিসে নেমে পড়তে বলেন, আমি তাই করব। এটাই তো আমার আসল কাজ।’’

বুধবার সল্টলেকে কেএমডিএ-র ঠিকাদারদের একটি সংগঠন দীপাকে সংবর্ধিত করে। দীপার সঙ্গে সংবর্ধনা জানানো হয় তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী ও অলিম্পিয়ান তিরন্দাজ অতনু দাসকে। অতনু রি‌ও অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত অল্পের জন্য ছিটকে গিয়েছিলেন। এ ছাড়াও অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায় এবং জয়দীপ কর্মকারকেও সংবর্ধনা জানানো হয়।

এত সংবর্ধনা, তাঁকে ঘিরে এত উচ্ছ্বাস, এত হুল্লোড়, রিও থেকে ফেরার পর কি দীপা কর্মকারের জীবনটাই বদলে গিয়েছে? প্রশ্ন শুনেই হেসে ফেলেন দীপা। হাসি থামিয়ে বললেন, ‘‘আমি বদলাইনি। তবে আমার জন্য যদি দেশের সবার জিমন্যাস্ট নিয়ে আগ্রহ বাড়ে, তবে এটাই আমার প্রাপ্তি। আর এই সব সংবর্ধনা, মানুষের আমাকে ঘিরে প্রত্যাশা— এই সব কিছুই আমাকে টোকিও অলিম্পিক্স থেকে পদক আনার জন্য উজ্জীবিত করবে।’’

দীপা আগে নেমে পড়লেও অলিম্পিয়ান অতনুও পুরোদমে প্র্যাকটিসে নামবেন পুজোর পর। ডিসেম্বরে ব্যাঙ্ককে আচার্রির ইন্ডোর ওয়ার্ল্ড কাপ রয়েছে। তার জন্যই প্রস্তুতি শুরু করবেন অতনু। বললেন, ‘‘রিও থেকে ফিরে সে ভাবে প্র্যাকটিস করা হয়নি। তবে পুজোর পর শুরু করব। আসলে প্রায় সাত-আট বছর পর আমি আবার পুজোতে থাকতে পারব। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Challengers trophy Germany Dipa Karmakar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE