Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জয়ের আশা জাগিয়েও সিরিজ হারালেন টাইগাররা

জয়ের আশা জাগিয়েও শেষরক্ষা হল না মাশরাফি বাহিনীর। তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হারার ফলে সিরিজও হাতছাড়া হল টাইগারদের। সিরিজের নির্ণায়ক ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নিল সফরকারী ইংল্যান্ড।

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৬ ২৩:০৮
Share: Save:

জয়ের আশা জাগিয়েও শেষরক্ষা হল না মাশরাফি বাহিনীর। তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হারার ফলে সিরিজও হাতছাড়া হল টাইগারদের। সিরিজের নির্ণায়ক ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নিল সফরকারী ইংল্যান্ড। প্রথম ওয়ান ডে-তে নাটকীয় হারের পর ঘুরে দাড়ায় মাশরাফিরা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। স্বপ্ন দেখে সিরিজ জয়ের। কিন্তু শেষটা সুখের হল না টাইগারদের।

তৃতীয় ওয়ান ডে-তে নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৭৭ রান। মুশফিকুর রহিম, সাব্বির, ইমরুল কায়েস আর তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রান করে টাইগাররা। জবাবে ৪ উইকেট হাতে রেখে ৪৭.৫ ওভার ব্যাট করে জয়ের রান তুলে নেয় ইংল্যান্ড।

বুধবার চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয় নেয় বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে দারুণ শুরুর আভাস দেন টাইগারদের দুই ওপেনার ১৫৯তম ওয়ানডে খেলতে নামা তামিম এবং ৬২তম ওয়ানডে খেলতে নামা ইমরুল। ইনিংসের শুরু থেকে বেশ সতর্ক হয়েই ব্যাট চালান এই দুই ব্যাটসম্যান। পাওয়ার প্লে’র ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশ তোলে ৪২ রান।

ইনিংসের ১৯তম ওভারে বেন স্টোকসের বলে স্কোয়্যার লেগে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ৫৮ বলে ৪৬ রান করা ইমরুল। দলীয় রান তখন ৮০। ওপেনার ইমরুলের পর বিদায় নেন তামিম ইকবাল। ইনিংসের ২৩তম ওভারে ব্যক্তিগত ৪৫ রান করে আদিল রশিদের শিকার হন তামিম। এর পর দলীয় ১২২ রানের মাথায় বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিজে আসেন সাব্বির রহমান। ৩৩তম ওভারে আদিল রশিদের বলে জস বাটলারের গ্লাভসবন্দি হয়ে ফিরে যান তিনি। এক রানের জন্য অর্ধশতরান থেকে বঞ্চিত হন সাব্বির রহমান (৪৯)। বিদায়ের আগে মুশফিকুর রহিমের সঙ্গে ৫৪ রানের পার্টনারশিপ গড়েন এই মারকুটে ব্যাটসম্যান।

ইনিংসের ৩৬তম ওভারে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন সাকিব। ব্যক্তিগত ৪ রান করে মইন আলির বলে বিদায় নেন সাকিব। দলীয় ১৮৪ রানের মাথায় টাইগারদের পঞ্চম উইকেটের পতন ঘটে। এর পর ইনিংসের ৩৯তম ওভারে আদিল রশিদের করা প্রথম বলে বিদায় নেন ৪ রান করা নাসির হোসেন।

এর পর জুটি গড়েন মুশফিক আর মোসাদ্দেক। এই জুটি থেকে আসে ৮৫ রান। ইনিংসের ৪৭তম ওভারে ছক্কা হাঁকিয়ে ওয়ান ডে ক্যারিয়ারের ২৩তম অর্ধশতরান স্পর্শ করেন রানমেশিন খ্যাত মুশফিক। ৬৭ রান করে অপরাজিত থাকেন মুশফিক। অন্য দিকে, ৩৯ বলে চারটি চারের সাহায্যে ৩৮ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক। বাংলাদেশের ২৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ইনিংসের ১২তম ওভারে এলবিডব্লিউ-র ফাঁদে পড়েন জেমস ভিন্স। দলীয় রান তখন ৬৩। ইংলিশদের প্রথম উইকেট নেন নাসির হোসেন।

আরও পড়ুন

নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ

দুর্গাপুজোর পর অবসাদ কাটাবেন কী ভাবে

এর পর জুটি গড়েন স্যাম বিলিংস এবং বেন ডাকেট। এই জুটি থেকে আসে আরও ৬৪ রান। ইনিংসের ২৫তম ওভারে বিলিংসকে ফিরিয়ে দেন মোসাদ্দেক। ইমরুলের হাতে স্কোয়্যার লেগে ধরা পড়েন ৬৯ বলে চারটি চার আর একটি ছক্কায় ৬২ রান করা বিলিংস। ইনিংসের ৩২তম ওভারে আক্রমণে আসেন শফিউল। টাইগার এই পেসার নিজের দ্বিতীয় বলেই ক্লিন বোল্ড করেন বেয়ারস্টোকে। ১৮ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ এই ব্যাটসম্যান। দলীয় ১৭২ রানের মাথায় ইংল্যান্ড তাদের তৃতীয় উইকেট হারায়।

এরপর বেন ডাকেটকেও ফিরিয়ে দেন শফিউল। ডাকেট ৬৮ বলে চারটি চার আর একটি ছক্কায় ৬৩ রান করে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হন। দলীয় ১৭৯ রানের মাথায় ইংলিশদের চতুর্থ উইকেটের পতন ঘটে। ইনিংসের ৪১তম ওভারে ব্রেক-থ্রু আনেন মাশরাফি। বোল্ড করে ফিরিয়ে দেন ইংলিশ দলপতি বাটলারকে। ২৬ বলে তিনটি বাউন্ডারিতে ২৫ রান করে ফেরেন বাটলার। বাটলার-স্টোকস জুটি থেকে আসে আরও ৪৮ রান।

এক ওভার পর বল হাতে আবার আসেন মাশরাফি, ফিরিয়ে দেন মইন আলিকে। আর এই উইকেট দখল করে মাশরাফি টাইগারদের হয়ে ওয়ান ডে-তে সর্বোচ্চ উইকেটের মালিক হন। ২৩৬ রানের মাথায় ইংলিশদের ষষ্ঠ উইকেটের পতন ঘটে। জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ।

কিন্তু উইকেট আগলে রেখে ক্রিস ওকস ১৮ বলে তিনটি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ২৭ রান। আর ৪৮ বলে একটি চার আর দুটি ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন বেন স্টোকস। সিরিজ জিতে নিয়ে যায় সফরকারী দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE