Advertisement
১১ মে ২০২৪

জিততে মরিয়া সুনীল, ড্র হলেই খুশি কনস্ট্যান্টাইন

কোচ স্টিভন কনস্ট্যান্টাইন কিছুতেই হারতে চান না। জানাচ্ছেন, ড্র হলেও তাঁর দুঃখ হবে না। অধিনায়ক সুনীল ছেত্রী আবার বলছেন, ‘‘মায়ানমারের খেলার প্রচুর ভিডিও দেখেছি। সে জন্যই ওদের খাটো করে দেখার কোনও কারণ দেখছি না। তবে এটা বলছি, এখানে তিন পয়েন্ট পেতে চাই আমরা।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০৩:৩৪
Share: Save:

কোচ স্টিভন কনস্ট্যান্টাইন কিছুতেই হারতে চান না। জানাচ্ছেন, ড্র হলেও তাঁর দুঃখ হবে না।

অধিনায়ক সুনীল ছেত্রী আবার বলছেন, ‘‘মায়ানমারের খেলার প্রচুর ভিডিও দেখেছি। সে জন্যই ওদের খাটো করে দেখার কোনও কারণ দেখছি না। তবে এটা বলছি, এখানে তিন পয়েন্ট পেতে চাই আমরা।’’

আজ মঙ্গলবার বিকেলে ইয়াঙ্গনে এ এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় টিম সতর্ক হলেও উজ্জীবিত। হবেই বা না কেন? সম্প্রতি যে ফিফা র‌্যাঙ্কিং তালিকা বেরিয়েছে তাতে ভারতের (১৩২) তুলনায় প্রায় চল্লিশ ধাপ পিছনে রয়েছে মায়ানমার। তবে চার বছর আগে শেষ বার যখন ভারত খেলতে গিয়েছিল ইয়াঙ্গনে তখন হেরেছিল। এ জন্যই সম্ভবত সতর্ক ভারত। ‘‘আমাদের দিনে আমরা যে কোনও দলকে হারাতে পারি। এটা মানে এই নয় যে, আমাদের খারাপ দিন আসবে না। তবে ছেলেরা নিজেদের তৈরি করছে। ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে।’’

ভারত যে গ্রুপে আছে সেখানে রয়েছে মায়ানমার ছাড়াও কাজাকিস্তান ও ম্যাকাও। ‘‘আমরা বিশ্বাস করি, গ্রুপ থেকে আমরা যোগ্যতা অর্জন করে মূল পর্বে যেতেই পারি। বাইরের মাঠে আমরা হারতে চাই না। আমাদের লক্ষ্য ঘরের মাঠের নয় পয়েন্ট,’’ বলে দিয়েছেন জাতীয় কোচ। ফিফার ফ্রেন্ডলিতে ৩-২ গোলে কম্বোডিয়াকে হারানোর পর সুনীল ছেত্রী, অর্ণব মণ্ডলরা বেশ চনমনে। দেখার বিষয় তাঁরা মায়ানমার থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পারেন কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Stephen Constantine Sunil Chhetri AFC Asian Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE