Advertisement
১০ মে ২০২৪

ড্র সুনীলদের

ম্যাচটাকে বলা হচ্ছিল প্রাক্-বিশ্বকাপে ইরানের বিরুদ্ধে নামার প্রস্তুতি। কিন্তু সেই ম্যাচেও জয় পেল না স্টিভন কনস্ট্যানটাইনের ভারত। পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে এ দিন ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বর নেপালকেও হারাতে পারল না সুনীল ছেত্রীর টিম। গোলশূন্য ম্যাচ শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে যায়। প্রথমার্ধে দাপিয়ে খেললেও ফরোয়ার্ডদের ব‌্যর্থতায় গোল পায়নি ভারত। ৮ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রাক-বিশ্বকাপের ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইরান।

সংবাদ সংস্থা
পুণে শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৬
Share: Save:

ম্যাচটাকে বলা হচ্ছিল প্রাক্-বিশ্বকাপে ইরানের বিরুদ্ধে নামার প্রস্তুতি। কিন্তু সেই ম্যাচেও জয় পেল না স্টিভন কনস্ট্যানটাইনের ভারত। পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে এ দিন ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বর নেপালকেও হারাতে পারল না সুনীল ছেত্রীর টিম।

গোলশূন্য ম্যাচ শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে যায়। প্রথমার্ধে দাপিয়ে খেললেও ফরোয়ার্ডদের ব‌্যর্থতায় গোল পায়নি ভারত। ৮ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রাক-বিশ্বকাপের ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইরান। তার আগে এ দিন নেপালের সঙ্গে গোল করতে না পারার ব্যর্থতা স্বভাবতই চিন্তায় রাখবে ভারতীয় কোচকে। এর আগে গ্রুপে গুয়াম ও ওমানের কাছে হেরে ভারতীয়দের বিশ্বকাপ চ্যালেঞ্জ কার্যত শেষ হওয়ার মুখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE