Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports

স্মিথ-ম্যাক্সদের ৪৫১-এর জবাবে ভারত ১২০/১

ভারতের বিরুদ্ধে গোটা দু’য়েক অজি রেকর্ড, স্মিথের অবিশ্বাস্য ইনিংস, ম্যাক্সওয়েলের কেরিয়ারের প্রথম সেঞ্চুরি, জাডেজার পাঁচ উইকেট-সহ অসাধারণ ধোনিচিত রান আউট এবং লোকেশ রাহুল-মুরলি বিজয়ের মরিয়া লড়াই। রাঁচী টেস্টের দ্বিতীয় দিনের কোলাজে থাকবে এই ছবি গুলিই। যার জেরে প্রথম দু’টি সেশনে অস্ট্রেলিয়া দাপট দেখালেও শেষ সেশন জিতে ম্যাচে কামব্যাক করল ভারত।

সেট হয়ে আউট হলেন লোকেশ রাহুল।

সেট হয়ে আউট হলেন লোকেশ রাহুল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ১৮:০৯
Share: Save:

ভারতের বিরুদ্ধে গোটা দু’য়েক অজি রেকর্ড, স্মিথের অবিশ্বাস্য ইনিংস, ম্যাক্সওয়েলের কেরিয়ারের প্রথম সেঞ্চুরি, জাডেজার পাঁচ উইকেট-সহ অসাধারণ ধোনিচিত রান আউট এবং লোকেশ রাহুল-মুরলি বিজয়ের মরিয়া লড়াই। রাঁচী টেস্টের দ্বিতীয় দিনের কোলাজে থাকবে এই ছবি গুলিই। যার জেরে প্রথম দু’টি সেশনে অস্ট্রেলিয়া দাপট দেখালেও শেষ সেশন জিতে ম্যাচে কামব্যাক করল ভারত। ৪৫১-এর জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারত ১২০/১।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়া দিনের শেষে ছিল ২৯৯/৪। শুক্রবার সকালেই কেরিয়ারের প্রথম শতরান করলেন ম্যাক্সওয়েল। রাঁচী টেস্টে তাঁর দলে আসার কথাই নয়। মিচেল মার্শ চোট পেয়ে দলের বাইরে চলে যাওয়ায় প্রথম একাদশে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর দলে ফিরেই জায়গা পাকা করে ফেললেন তিনি। ফর্মের শিখরে থাকা অধিনায়ক স্মিথের সঙ্গে প্রায় ২০০ রানের পার্টনারশিপ গড়ে দলকে দুর্দান্ত জায়গায় পৌঁছে দিয়েছেন দ্বিতীয় দিনেই। শুক্রবার সকালে কেরিয়ারের প্রথম টেস্ট শতরান করলেন এই অজি ডানহাতি।


স্মিথের ব্যাটে ঝড়।

ম্যাড ম্যাক্স আউট হলেও নড়ানো যায়নি স্টিভ স্মিথকে। দিনের শেষে ১৭৮ রানে অপরাজিত রইলেন তিনি। ১৪০ রানে ৪ উইকেট যাওয়ার পর থেকেই ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়ে নেন স্মিথ-ম্যাক্সওয়েল। একেবারে ম্যাড ম্যাক্স সুলভ ইনিংস না খেলে ১৮৫ বলে ১০৪ রান করেন তিনি। জাডেজার বলে তিনি যখন আউট হলেন, দলের রান তখন ৩৩১। ভারতের মাটিতে পঞ্চম উইকেটে অস্ট্রেলীয় রেকর্ডও করে ফেললেন এই জুটি। ভাঙলেন মাইকেল ক্লার্ক-ম্যাথু ওয়েডের বছর চারেকের পুরনো রেকর্ড। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে ভারতের মাটিতে সেরা স্কোরের রেকর্ড করে ফেললেন এ দিন। ভাঙলেন মাইকেল ক্লার্কের ১৩০ রানের রেকর্ড।


প্রথম টেস্ট সেঞ্চুরি ম্যাক্সওয়েলের।

ভারতের পক্ষে ফের পাঁচ উইকেট নেন রবীন্দ্র জাডেজা। উমেশ যাদব নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন লোকেশ রাহুল এবং মুরলি বিজয়। স্টার্কের বদলে ম্যাচে আসা কামিন্স আউট করেন উইকেটে জমে যাওয়া রাহুলকে। ৬৭ রান করেন তিনি। দিনের শেষে ভারত ১২০/১। বিজয় ৪২ এবং পূজারা ১০ রানে অপরাজিত রয়েছেন।

আরও পড়ুন: ঋদ্ধির বিনোদন, অশ্বিন কোণে মেঘ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE