Advertisement
২৬ এপ্রিল ২০২৪
IPL2017

পরের আইপিএল-এর উদ্বোধন হায়দরাবাদে

আগামী মাসেই বসতে চলেছে আইপিএল নিলামের আসর। দশম আইপিএল-এ ক্রিকেটার নিলামের আসর এ বার বসতে চলেছে বেঙ্গালুরুতে। আইপিএল ফ্র্যাঞ্চাইজির ওয়ার্কশপ হবে দুবাইতে। মঙ্গলবার নয়া দিল্লিতে গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ২২:১৫
Share: Save:

আগামী মাসেই বসতে চলেছে আইপিএল নিলামের আসর। দশম আইপিএল-এ ক্রিকেটার নিলামের আসর এ বার বসতে চলেছে বেঙ্গালুরুতে। আইপিএল ফ্র্যাঞ্চাইজির ওয়ার্কশপ হবে দুবাইতে। মঙ্গলবার নয়া দিল্লিতে গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর সঙ্গেই মুম্বইয়ের জন্য সুখবর। আগের বছর খরার জন্য মুম্বই, পুণে নাগপুর থেকে সরিয়ে নেওয়া হয়েছি আইপিএল-এর ম্যাচ। এ বার দশম আইপিএল আবার ফিরছে মহারাষ্ট্রে। ২০০৮ এ শুরু হওয়া আইপিএল-এর চাহিদা প্রথম থেকেই থেকেছে তুঙ্গে। কোনও শহর থেকে ম্যাচ সরে যাওয়া যতটা টাকার ক্ষতি ততটাই ফ্যানদের জন্য হতাশার।

গতবারের চ্যাম্পিয়ন ছিল হায়দরাবাদ। সে কারণে এ বার উদ্বোধনের অনুষ্ঠান হবে সেখানেই। আর ফাইনাল হবে নিয়ম মেনেই। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন, বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর, সচিব অজয় শির্কে, রাজীব শুক্লা, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিফ অমিতাভ চৌধুরী, পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এমপি পান্ডভ।

আরও খবর

টাকা দেওয়ার অনুমতি বোর্ডকে, প্রথম টেস্ট নিয়ে জটিলতা কাটল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL2017 Players Auction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE