Advertisement
২৭ এপ্রিল ২০২৪

৭ রানে পঞ্জাবকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল কলকাতা

পঞ্জাবের সামনে ১৬৫ রানের টার্গেট রেখেছিল কলকাতা। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ মুরলী বিজয়ের দল। শেষ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭ রানে হার পঞ্জাবের। অন্যদিকে্ জয়ের ধারা ধরে রাখল কলকাতা। ৪টি উইকেট নিলেন আন্দ্রে রাসেল।

শেষ আপডেট: ০৪ মে ২০১৬ ২০:০৫
Share: Save:

পঞ্জাবের সামনে ১৬৫ রানের টার্গেট রেখেছিল কলকাতা। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ মুরলী বিজয়ের দল। শেষ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭ রানে হার পঞ্জাবের। অন্যদিকে্ জয়ের ধারা ধরে রাখল কলকাতা। ৪টি উইকেট নিলেন আন্দ্রে রাসেল। জোড়া উইকেট চাওলার। একটি উইকেট মর্কেলের। চার নম্বরে ব্যাট করতে এসে ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলে সাময়িক আশা জাগিয়েছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু তিনি আউট হতেই ম্যাচ পুরো চলে গেল কেকেআর-এর দখলে।

টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠাল কিংস একাদশ পঞ্জাব। ৬ ম্যাচ পর আবার ঘরের মাঠে ফিরেছেন গম্ভীররা। হারের পর জয়েও ফিরেছে্ দল। ফর্ম ফিরে পাচ্ছে পঞ্জাবও। এমন অবস্থায় ইডেনে ভাল লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা। ব্যাট হাতে এদিন আবার ভরসা দিয়ে গেলেন উথাপ্পা। করলেন ৭০ রান। হাফ সেঞ্চুরি গৌতম গম্ভীরেরও। ১৬৪ রান করে যে ৩ উইকেট গেল কলকাতার সবগুলিই রান আউট। গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন তিন স্পিনার নিয়ে খেলবেন তিনি। যে কারণে দলে ফিরছেন সাকিব আল হাসান। নারিনের জায়গায় দলে আসছেন হগি। এদিকে কাল থেকেই গরম কেটে বৃষ্টি এসেছে কলকাতায়।অন্যদিকে পঞ্জাবে তিনজন বিদেশি প্লেয়ারকে নিয়েই খেলতে হচ্ছে। আমলা দলের সঙ্গে যোগ দিলেও আজ খেলছেন না।

• ৭ রানে পঞ্জাবকে হারিয়ে দিল কলকাতা।

• ২০ ওভারে পঞ্জাব ১৫৭/৯।

• শেষ ওভারে ৩ উইকেট গেল পঞ্জাবের।

• রাসেলের বলে এলবিডব্লু স্বপ্নিল সিংহ।

• আউট...

• রাসেলের ওভারে রান আউট গুরকিরাত সিংহ। করলেন ১১ রান।

• আবার আউট...

• ২১ রান করে রান আউট হলেন অক্ষর পটেল।

• আউট...

• ১৯ ওভারে পঞ্জাব ১৫৩/৬।

• এই ওভারে ১০ রান দিলেন মর্কেল।

• ১০ বলে ১৭ রান দরকার পঞ্জাবের। হাতে রয়েছে ৪ উইকেট।

• ১৮ ওভারে পঞ্জাব ১৪৩/৬।

• রাসেলকে অক্ষর পটেলের জোড়া ছক্কা।

• রাসেলের বলে পরিবর্ত সতীশকে ক্যাচ দিয়ে আউট হলেন মিলার। করলেন মাত্র ১৩ রান।

• আউট...

• মিলারের সঙ্গে ব্যাট করতে এসেছেন গুরকিরাত সিংহ মান।

• ১৭ ওভারে পঞ্জাব ১৩০/৫।

• ১৬ ওভারে পঞ্জাব ১২২/৫।

• চাওলার বলে এলবিডব্লু ম্যাক্সওয়েল। করলেন ৬৮ রান।

আউট....

• ১৫ ওভারে পঞ্জাব ১১৭/৪।

• ৬৬ রানে ব্যাট করছে ম্যাক্সওয়েল ও ৮ রানে মিলার।

• সাকিবের বলে ওভার বাউন্ডারি ম্যাক্সওয়েলের।

• ১৪ ওভারে পঞ্জাব ১০৯/৪।

• ১৩ ওভারে পঞ্জাব ৯৮/৪।

• ৪৬ বলে পঞ্জাবরে করতে হবে ৬৯ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

• ম্যাক্সওয়েলের হাফ সেঞ্চুরি। ২৯ বলে করলেন ৫০ রান।

• ১২ ওভারে পঞ্জাব ৯৩/৪।

• এই ওভারে হগ দিলেন ১৭ রান।

• পরের দু’বলে দুটো বাউন্ডারি।

• আবার ম্যাক্সওয়েলের ছক্কা।

• ১১ ওভারে পঞ্জাব ৭৬/৪।

• এই ওভার থেকে এল ১২ রান।

• প্রথম বলে দু’রানের পর দ্বিতীয় বলেই ওভার বাউন্ডারি হাঁকালেন ম্যাক্সওয়েল।

• বল করতে এলেন চাওলা।

• ১০ ওভারে পঞ্জাব ৬৪/৪।

• এই ওভার থেকে এল ১১ রান।

• হগকে ম্যাক্সওয়েলের ছক্কা।

• নাকচ করলেন আম্পায়ার।

• হগের দ্বিতীয় বলেই ক্যাচের আবেদন।

• ম্যাক্সওয়েলের সঙ্গে ব্যাট করতে এলেন ডেভিড মিলার।

• ৯ ওভারে পঞ্জাব ৫৩/৪।

• চাওলার বলে বোল্ড ঋদ্বিমান সাহা। করলেন ২৪ রান।

• আউট...

• ৮ ওভারে পঞ্জাব ৪৮/৩।

• এই ওভারে এল ৫ রান।

• বল করতে এসেছেন সাকিব আল হাসান।

• ৭ ওভারে পঞ্জাব ৪৩/৩।

• ৬ ওভারে পঞ্জাব ৩৭/৩।

• এই ওভার পঞ্জাব নিল ১০ রান।

• মর্কেলকে ম্যাক্সওয়েলের জো়ড়া বাউন্ডারি।

• ৫ ওভারে পঞ্জাব ২৭/৩।

• এই ওভারে এল ১১ রান।

• ব্যাট করছেন ঋদ্ধিমান ও গ্লেন ম্যাক্সওয়েল।

• উমেশ যাদবকে সাহার জোড়া বাউন্ডারি।

• ব্যাট করতে এসেছেন ঋদ্ধিমান সাহা।

• ৪ ওভারে পঞ্জাব ১৬/৩।

• এই ওভারে দিলেন মাত্র ৩ রান। নিলেন ১ উইকেট।

• মর্কেলের বলে সাকিবকে ক্যাচ দিয়ে আউট মুরলী বিজয়। করলেন ৬ রান।

• আউট...

• ৩ ওভারে পঞ্জাব ১৩/২।

• রাসেলের বলে সাকিবকে ক্যাচ দিয়ে আউট হলেন ভোরা।

• আউট...

• ২ ওভারে পঞ্জাব ৭/১।

• মর্কেলের ওভারে ৫ রান নিল পঞ্জাব।

• দ্বিতীয় ওভারে বল করদতে এসেছেন মর্কেল।

• ১ ওভারে পঞ্জাব ২/১।

• প্রথম ওভার থেকে এল মাত্র ২ রান।

• মুরলী বিজয়ের সঙ্গে ব্যাট করতে এলেন মনন ভোরা।

• প্রথম ওভারেি রাসেলের বলে চাওলাকে ক্যাচ দিয়ে আউট স্তইনিস। কোনও রানই করতে পারেননি তিনি।

• আউট...

• প্রথম ওভারে কেকেআর-এর হয়ে বল করতে এসেছেন আন্দ্রে রাসেল।

• ব্যাট করছেন মার্কাস স্তইনিস ও মুরলী বিজয়।

• পঞ্জাবের ব্যাটিং শুরু।

• ২০ ওভারে কলকাতা ১৬৪/৩।

• কেকেআর এর ৩জনই রান আউট হলেন।

• ১৬ রান করে রান আউট হলেন রাসেল।

• আবার রান আউট...

• ১৯ ওভারে কলকাতা ১৬০/২।

• ব্যাট করছেন ইউসুফ পঠান ও আন্দ্রে রাসেল।

• ১৮ ওভারে কলকাতা ১৫০/২।

• এই ওভার থেকে এল ১২ রান।

• সন্দীপ শর্মার পর পর তিনটি ওয়াইড বল।

• ১৭ ওভারে কলকাতা ১৩৮/২।

• আবার রান আউট। গম্ভীরের পর উথাপ্পা। করলেন ৭০ রান।

• আউট...

• উথাপ্পার ৭০ রান।

• মোহিত শর্মাকে পঠানের ছক্কা।

• উথাপ্পা ব্যাট করছেন ৬৮ রানে। ইউসুফ ৪ রানে।

• ১৬ ওভারে কলকাতা ১২৮/১।

• ১৫ ওভারে কলকাতা ১২১/১।

• ১৪ রান এল এই ওভারে।

• স্বপ্নিলকে উথাপ্পার বাউন্ডারি ও ওভার বাউন্ডারি।

• ১৪ ওভারে কলকাতা ১০৭/১।

• উথাপ্পার হাফ সেঞ্চুরি।

• রান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরলেন গৌতম গম্ভীর। করলেন ৫৪ রান।

• আউট...

• ১৩ ওভারে কলকাতা ১০০/০।

• এই ওভার থেকে এল ১১ রান।

• ম্যাক্সওয়েলকে উথাপ্পা ও গম্ভীরের বাউন্ডারি।

• ১২ ওভারে কলকাতা ৮৯/০।

• ১১ ওভারে কলকাতা ৮৩/০।

• স্তইনিলকে বাউন্ডারি মেরে ১১তম ওভার শুরু করলেন উথাপ্পা।

• ১০ ওভারে কলকাতা ৭৪/০।

• এই ওভার থেকে এল ১২ রান।

• স্বপ্নিলকে গম্ভীরের ওভার বাউন্ডারি।

• কেকেআর-এর দুই ওপেনারই ব্যাট করছেন ৩১ রানে।

• ৯ ওভারে কলকাতা ৬২/০।

• এই ওভার থেকে এল ১১ রান।

• পটেলকে উথাপ্পার ওভার বাউন্ডারি।

• ৮ ওভারে কলকাতা ৫১/০।

• ৮ রান এল এই ওভার থেকে।

• গুরকিরাতের শেষ বলে বাউন্ডারি উথাপ্পার।

• প্রথম ৮ ওভারেই দলের ৬ বোলারকে ব্যবহার করে নিলেন মুরলী বিজয়।

• বল করতে এসেছেন গুরকিরাত সিংহ।

• ১৫ রানে ব্যাট করছেন রবিন উথাপ্পা ও ২৮ রানে গৌতম গম্ভীর।

• ৭ ওভারে কলকাতা ৪৩/০।

• তাঁর ওভারে মাত্র ৩ রানই নিতে পারলেন উথাপ্পারা।

• বল করতে এসেছেন স্বপ্নিল সিংহ।

• ৬ ওভারে কলকাতা ৪০/০।

• স্তইনিসকে বাউন্ডারি গম্ভীরের।

• ৫ ওভার শেষে ২১ রানে ব্যাট করছেন গৌতম গম্ভীর ও ১১ রানে ব্যাট করছেন রবিন উথাপ্পা।

• ৫ ওভারে কলকাতা ৩২/০।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান। কলকাতার রানের গতিকে আটকে দিলেন অক্ষর।

• বল করতে এলেন এই আইপিএল-এর প্রথম হ্যাটট্রিক করা অক্ষর পটেল।

• পর পর দু’ওভার থেকে ৯ রান করে তুলে নিল কেকেআর।

• ৪ ওভারে কলকাতা ৩০/০।

• মোহিত শর্মার দ্বিতীয় ওভার বাউন্ডারি মেরে শুরু করলেন উথাপ্পা।

• ৩ ওভারে কলকাতা ২১/০।

• স্তইনিসকে গম্ভীরের বাউন্ডারি।

• বল করতে এলেন মার্কাস স্তইনিস।

• ২ ওভারে কলকাতা ১২/০।

• এই ওভার থেকে এল ১০ রান।

• মোহিতকে এই ওভারের শেষ বলে আবার বাউন্ডারি।

• মোহিত শর্মাকে বাউন্ডারি হাঁকালেন গম্ভীর।

• বল করতে এসেছেন মোহিত শর্মা।

• ১ ওভারে কলকাতা ২/০।

• প্রথম ওভারে কলকাতার ঘরে এল মাত্র ২ রান।

• বল হাতে সন্দীপ শর্মা।

• ব্যাট করছেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা।

• খেলা শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KKR Punjab ipl 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE