Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শ্রীসন্তের বিরুদ্ধে ফের আদালতে

শ্রীসন্ত, অঙ্কিত চহ্বাণদের বেকসুর খালাস পাওয়ার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। জানা গিয়েছে, আবেদনে নাকি দিল্লি পুলিশ বলেছে, ট্রায়াল কোর্টের উচিত ছিল তথ্য-প্রমাণ আরও ভাল করে খুটিয়ে দেখে তবে সিদ্ধান্ত নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২০
Share: Save:

শ্রীসন্ত, অঙ্কিত চহ্বাণদের বেকসুর খালাস পাওয়ার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। জানা গিয়েছে, আবেদনে নাকি দিল্লি পুলিশ বলেছে, ট্রায়াল কোর্টের উচিত ছিল তথ্য-প্রমাণ আরও ভাল করে খুটিয়ে দেখে তবে সিদ্ধান্ত নেওয়া।

এর আগে শ্রীসন্তদের নিয়ে আদালত বলেছিল, দিল্লি পুলিশ এমন কিছু প্রমাণ দিতে পারেনি যার জেরে অভিযুক্তদের দোষী বলা যায়। তবে আদালতের ওই নির্দেশ অবশ্য ভারতীয় বোর্ডের সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলেনি। আদালত প্রমাণের অভাবে শ্রীসন্তদের খালাস করে দিলেও বোর্ড কিন্তু অভিযুক্তদের উপর থেকে আজীবন সাসপেনশনের শাস্তি তোলেনি।

এর আগে ছাড়া পাওয়ার পর শ্রীসন্ত বলেছিলেন, ‘‘আমাকে অন্তত টেনিস বলে খেলারও যেন অনুমতি দেওয়া হয়। তবে আমি বোর্ডের বিরুদ্ধে সংঘাতের রাস্তায় যাব না।’’ শ্রীসন্ত সে কথা বললেও বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার কথা বলে রেখেছে কেরল ক্রিকেট সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

spot-fixing case IPL Delhi Police Sreesanth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE