Advertisement
১০ মে ২০২৪

পি সেনে ফিরছেন লক্ষ্মী

অসুস্থতার জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে প্রায় দু’মাস। জন্ডিস সারিয়ে এ বার ব্যাট-বলের পৃথিবীতে ফিরছেন বঙ্গ অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল। ফিরছেন, পি সেন ট্রফির মঞ্চে। আইপিএল আটে সানরাইজার্স হায়দরাবাদ সই করিয়েছিল লক্ষ্মীকে। কিন্তু টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেকের মধ্যে তাঁর জন্ডিস ধরা পড়ায় এ বার আইপিএলে খেলা হয়নি তাঁর। গত মাসদেড়েক ক্রিকেট থেকেই দূরে থাকতে হয়েছে। তবে দিনদশেক হল ফিজিক্যাল ট্রেনিং শুরু করে দিয়েছেন লক্ষ্মী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০২:২৮
Share: Save:

অসুস্থতার জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে প্রায় দু’মাস। জন্ডিস সারিয়ে এ বার ব্যাট-বলের পৃথিবীতে ফিরছেন বঙ্গ অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল। ফিরছেন, পি সেন ট্রফির মঞ্চে।

আইপিএল আটে সানরাইজার্স হায়দরাবাদ সই করিয়েছিল লক্ষ্মীকে। কিন্তু টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেকের মধ্যে তাঁর জন্ডিস ধরা পড়ায় এ বার আইপিএলে খেলা হয়নি তাঁর। গত মাসদেড়েক ক্রিকেট থেকেই দূরে থাকতে হয়েছে। তবে দিনদশেক হল ফিজিক্যাল ট্রেনিং শুরু করে দিয়েছেন লক্ষ্মী। ২৮ মে পি সেন ট্রফির ম্যাচে নামতে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন লক্ষ্মী।

‘‘সত্যি বলতে কী, এত দিন মাঠের বাইরে থাকার পর ক্রিকেটে ফেরা নিয়ে একটু নার্ভাসই লাগছে,’’ এ দিন বলছিলেন লক্ষ্মী। সঙ্গে যোগ করলেন, ‘‘তবে ব্যাট হাতে নেমে পড়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই মরসুমে কোনও ট্রফি আসেনি। এই ট্রফিটা জিততেই হবে।’’ ২৮ মে লক্ষ্মীর মোহনবাগানের মুখোমুখি সম্মিলিত বিশ্ববিদ্যালয় টিম।

এ দিকে, এ দিন পি সেন ট্রফির প্রথম ম্যাচে ভবানীপুরকে (২৩০) ছ’উইকেটে হারাল সিএবি প্রেসিডেন্ট একাদশ। সেঞ্চুরি করলেন সিএবি টিমের পঙ্কজ সাউ (১১৫)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE