Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মেসির ফর্মেই জোড়া অলৌকিকের আশা

লিওনেল মেসি বাঁচিয়ে রাখলেন বার্সেলোনার খেতাবের আশা। লা লিগার নাটকীয় ম্যাচে রিয়াল সোসিদাদ-কে ৩-২ গোলে হারিয়েছে বার্সা। সেই তিন গোলের দু’টি নিজে করেছেন মেসি, অন্যটি হয়েছে তাঁর সহায়তাতেই।

অভাবনীয়: তিনি গোলের রাজা। লা লিগায় শনিবার শূন্যে ভেসে এ ভাবেই লক্ষ্য পূরণের চেষ্টা করছেন লিও মেসি। ছবি: গেটি ইমেজেস

অভাবনীয়: তিনি গোলের রাজা। লা লিগায় শনিবার শূন্যে ভেসে এ ভাবেই লক্ষ্য পূরণের চেষ্টা করছেন লিও মেসি। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০৪:১০
Share: Save:

লিওনেল মেসি বাঁচিয়ে রাখলেন বার্সেলোনার খেতাবের আশা। লা লিগার নাটকীয় ম্যাচে রিয়াল সোসিদাদ-কে ৩-২ গোলে হারিয়েছে বার্সা। সেই তিন গোলের দু’টি নিজে করেছেন মেসি, অন্যটি হয়েছে তাঁর সহায়তাতেই। অন্য গোলটি পাকো আলাসেরের। রুদ্ধশ্বাস প্রথমার্ধের শেষ ৯ মিনিটেই হয় পাঁচ গোলের চারটি।

শনিবারেই ইস্কোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদ জিতেছিল। চব্বিশ ঘণ্টার মধ্যে তার জবাব এল বার্সেলোনার জাদুকরের পা থেকে। এখন যা পরিস্থিতি, লা লিগা খেতাবের দৌড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীই থাকল। রিয়াল টেবলের শীর্ষে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সংগ্রহ ৩১ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট। বার্সেলোনার ৩২ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট। আগামী রবিবার এল ক্লাসিকোতে মুখোমুখি দুই হেভিওয়েট দল। সে দিনই সম্ভবত ঠিক হয়ে যাবে কারা চ্যাম্পিয়ন হবে। যদিও অঙ্কের বিচারে এখনও সুবিধেজনক অবস্থায় রোনাল্ডোরাই।

লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ— দুই টুর্নামেন্টেই এখন পিছিয়ে বার্সেলোনা। এবং, ফের জামিনমুক্ত হওয়ার জন্য তারা তাকিয়ে সেই মেসির অলৌকিকের দিকেই। চ্যাম্পিয়ন্স লিগে য়ুভেন্তাসের বিরুদ্ধে প্রথম লেগে ০-৩ হেরেছে বার্সা। আগামী বুধবারে দ্বিতীয় লেগের ম্যাচে ফের প্যারিস সঁ জরমঁ দ্বৈরথের মতো অভাবনীয় কিছু ঘটে কি না, সেটাই দেখার। ‘‘আমি টিমের খেলায় দারুণ খুশি। চ্যাম্পিয়ন্স লিগে হারের হতাশা মুছে ওরা যে ভাবে এই ম্যাচটা জিতল, তা সত্যিই প্রশংসনীয়,’’ রিয়াল সোসিদাদ-কে হারিয়ে উঠে বলেছেন বার্সেলোনার বিদায়ী ম্যানেজার লুইস এনরিকে।

অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন বার্সা ভক্তদের ফের দেখাচ্ছেন মেসি। বিশেষ করে শনিবার রাতে তিনি যে রকম বিধ্বংসী ফর্মে ছিলেন, তার পর বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দারুণ কিছুর প্রত্যাশা করা যেতেই পারে। যদিও মেসি দুর্দান্ত খেললেও বার্সেলোনা দল হিসেবে খুব ভাল খেলতে পারেনি এবং সেটা এনরিকের চিন্তার কারণ হয়ে থাকা উচিত। বিশেষ করে রিয়াল সোসিদাদের কাছে দু’গোল খাওয়ায় রক্ষণ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। যদিও এনরিকে সাহসী থেকে বলার চেষ্টা করেছেন, ‘‘আমরা সব কিছুর জন্যই শেষ পর্যন্ত লড়াই করে যাব। ভুলে গেলে চলবে না যে, আমাদের এই টিমটা চ্যাম্পিয়ন ফুটবলারদের নিয়ে তৈরি। যারা শুধু জিততেই জানে। এটা নিয়ে কেউ যেন সন্দেহ প্রকাশ না করে।’’

নায়ক: সেই মেসিই রক্ষাকর্তা বার্সেলোনার। ছবি: পিটিআই

রিয়াল সোসিদাদের বিরুদ্ধে লড়াই করে জিততে হলেও তুরিনের য়ুভেন্তাসের বিরুদ্ধে পর্যুদস্ত হওয়ার পর যে ভাবে বার্সেলোনা ফিরে এসেছে, তা দেখে অনেকে আশান্বিত হচ্ছেন। বিশেষ করে মেসি দুরন্ত ফর্ম দেখানোয় পিএসজি ম্যাচের মতোই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে। জেরার পিকে যেমন বলে দিয়েছেন, বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে য়ুভেন্তাসকে হারিয়ে সেমিফাইনালে ওঠা এবং রিয়াল মাদ্রিদকে এল ক্লাসিকোয় হারিয়ে লা লিগা খেতাব জয়— দু’টোই আপাত অসাধ্য সাধন করার ক্ষমতা রাখে।

‘‘প্যারিসে আমরা হেরে গিয়েছিলাম। তখন অনেকে ভাবতে পারেনি আমরা ফিরব। কিন্তু সেই বড় হারের ব্যবধান মিটিয়ে আমরা ফিরে এসেছিলাম। বের্নাবাউতেও আমরা বহু বার গিয়ে জিতেছি। আমরা তাই দু’টো কাজই আবার করে দেখাতে পারি,’’ বলেছেন পিকে। একইসঙ্গে তিনি মনে করিয়ে দিতে চান, য়ুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ এবং এল ক্লাসিকো দু’টো খুব কাছাকাছি সময়ে হচ্ছে। য়ুভেন্তাসের বিরুদ্ধে ম্যাচ বুধবার। এল ক্লাসিকো রবিবার। পিকে তাই বলছেন, ‘‘দু’টো ম্যাচের মধ্যে একটা সম্পর্ক থাকছে। যদি আমরা য়ুভেন্তাসের বিরুদ্ধে ঘাটতিটা মিটিয়ে ফেলতে পারি তা হলে মাদ্রিদে যাব দারুণ আত্মবিশ্বাস নিয়ে। দু’টো লক্ষ্যই পূরণ করা সম্ভব। আমি আত্মবিশ্বাসী, আমরা পারব।’’

পিকের সেই বিশ্বাস ধরা পড়েছে বার্সেলোনার মিডফিল্ডার ইভান রাকিতিচের কথাতেও। শনিবার রাতে তাঁদের লড়াই করে জিততে হয়েছে মেনে নিয়েও ক্রোয়েশিয়ার তারকা বলেছেন, ‘‘প্যারিস সঁ জরমঁ ম্যাচের দিকে ফিরে তাকাচ্ছি আমরা। সে দিনের কামব্যাকটা আমাদের উদ্বুদ্ধ করছে। নিজেদের প্রতি আমাদের একশো শতাংশ বিশ্বাস আছে।’’

শনিবারের লা লিগা ম্যাচ থেকে বিরল এক পরিসংখ্যান পাওয়া গিয়েছে। সাধারণত নিজেদের পায়ে বল রেখে তিকিতাকা ফুটবল খেলতে পছন্দ করা বার্সেলোনার চেয়ে বল পজেশন বেশি ছিল রিয়াল সোসিদাদের। তা নিয়ে মিডফিল্ডার রাকিতিচ অবশ্য চিন্তিত নন। ‘‘এটা রিয়াল সোসিদাদ বলেই হয়েছে। ওরা পায়ে বল রাখতে ভালবাসে। কিন্তু আমরা গোলের সুযোগ বেশি তৈরি করেছিলাম। সেটাই আসল,’’ বলেছেন রাকিতিচ। জোড়া অলৌকিকের প্রতীক্ষায় এখন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Barcelona La Liga Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE