Advertisement
০৩ মে ২০২৪
MS Dhoni

এক দিনের জন্য সিইও হলেন মহেন্দ্র সিংহ ধোনি

হিন্দিতে ‘নায়ক’ সিনেমায় আমরা দেখেছিলাম এক দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবাজি রাও। আর ওই ২৪ ঘণ্টা হাতে পেয়েই সব কিছু ওলটপালট করে দিয়েছিলেন তিনি। বাস্তবে সেই একই ভূমিকাতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে।

সিইও ধোনি। ছবি- টুইটার

সিইও ধোনি। ছবি- টুইটার

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ১৪:৫৬
Share: Save:

হিন্দিতে ‘নায়ক’ সিনেমায় আমরা দেখেছিলাম এক দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবাজি রাও। আর ওই ২৪ ঘণ্টা হাতে পেয়েই সব কিছু ওলটপালট করে দিয়েছিলেন তিনি। বাস্তবে সেই একই ভূমিকাতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। গল্ফ অয়েল ইন্ডিয়ার এক দিনের জন্য চিফ এগজিকিউটিভ অফিসারের পদ সামলালেন তিনি। যদিও সেখানে তিনি কোনও ওলটপালট করেননি, উল্টে তাঁকে দেখে পাগল হওয়ার জোগাড় ওই সংস্থার কর্মীদের।

আরও পড়ুন- বিরাটের-শত্রু এখন রাহানেদের মহারাজ

সোমবার, মুম্বইয়ের আন্ধেরিতে গল্ফ অয়েল ইন্ডিয়া-র প্রধান কার্যালয়ে সিইও পদের দায়িত্ব নেন ধোনি। পোশাক পরিচ্ছদেও বেশ কর্পোরেট লুক ছিল মাহির। নীল স্যুট, টাই। ওই দিন, নিয়ম মতো অফিসে যে সব মিটিং হয়, তাতেও যোগ দেন তিনি।

ধোনির ঘনিষ্ঠ বন্ধু এবং বিজনেস পার্টনার অরুণ পাণ্ডে বলেন, “এক দিনের সিইও হিসেবে মিটিংয়ে বেশ কয়েকটি সিদ্ধান্তও নেন মাহি।”

তিনি আরও জানান, কর্পোরেট কোম্পানির চিফ এগজিকউটিভ অফিসার কী ভাবে সামলান সব কাজ, সেটা জানার খুব ইচ্ছে ছিল প্রাক্তন ভারতীয় অধিনায়কের। ২০১১ থেকে গল্ফ অয়েল সংস্থার অ্যাম্বাস্যাডর দায়িত্বে রয়েছেন ধোনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni Gulf Oil India CEO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE