Advertisement
১৮ মে ২০২৪
Sports News

রাঁচী পিচে তেমন ঘূর্ণি নেই বলছেন স্মিথ

এই মুহূর্তে যা অবস্থা তাতে খেলার থেকেও বেশি নজরে পিচ। পুণে ও বেঙ্গালুরুতে পিচ বিভ্রাটের পর এ বার নজরে রাঁচীর পিচ। প্রথম দিনই বড় রানের ইঙ্গিত দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি এসেছে স্টিভ স্মিথের ব্যাটে।

স্টিভ স্মিথ। ছবি: রয়টার্স।

স্টিভ স্মিথ। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ২০:১৪
Share: Save:

এই মুহূর্তে যা অবস্থা তাতে খেলার থেকেও বেশি নজরে পিচ। পুণে ও বেঙ্গালুরুতে পিচ বিভ্রাটের পর এ বার নজরে রাঁচীর পিচ। প্রথম দিনই বড় রানের ইঙ্গিত দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি এসেছে স্টিভ স্মিথের ব্যাটে। ৮০র ওপর রান করেছে ম্যাক্স ওয়েল। শুরুর দিকে বোলাররা অল্প সাফল্য পেলেও পরের দিকে বল হাতে চূড়ান্ত ব্যর্থ। লা়ঞ্চের আগেই তিন উইকেট তুলে নিয়েছিল ভারত। একটি লাঞ্চের পর। তার পর সেঞ্চুরি করেছেন স্মিথ। দিনের শেষে অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ মনে করছেন এই পিচে আগের দুই পিচের মতো ঘূর্ণি নেই। তিনি বলেন, ‘‘এই বলে এখানে স্পিন হবে না। আগের দুই টেস্টে যেটা ছিল। ধারাবাহিকভাবে বাউন্স ছিল পিচে। কোনও ওঠা-পড়া ছিল না। আমাদের প্রথম ইনিংসে যতটা সম্ভব রান তুলে রাখতে হবে।’’

আরও খবর: অস্ট্রেলিয়াকে টেনে তুললেন ক্যাপ্টেন স্মিথ, সঙ্গী ম্যাক্সওয়েল

তিনি নিজে সেঞ্চুরি তো করেছেনই। কিন্তু তাঁকে যে ভাবে সাহায্য করে গিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল সেটারও প্রশংসা করতে ভোলেননি তিনি। তাঁর রান অপরাজিত ৮২। এটাই তাঁর প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি। বলছিলেন, ‘‘অবশ্যই চার উইকেটে ৩০০ রান করার জন্য কম করে দুটো বড় পার্টনারশিপের দরকার। ম্যাক্সি অসাধারণ খেলেছে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। খারাপ বলে রান নিয়েছে। এটা ভাল পিচ তাই আমাদের পুরো রানটাই এখান থেকে তুলে নিতে হবে। কালকের দিনটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’’

বেঙ্গালুরু ম্যাচের পর ডিআরএস ইস্যু যে ভাবে পুরো সিরিজকে গ্রাস করে নিয়েছিল সেটা থেকে দু’দলের প্লেয়াররাই যে বেরিয়ে এসেছে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া। স্বয়ং অধিনায়ক স্টিভ স্মিথ মেনে নিলেন ডিআরএস ইস্যু এখন অতীত। বলেন, ‘‘আমরা অতীতকে আটকাতে পারব না। আমি ম্যাচের পর বলেছিলাম, আমি একটা ভুল করেছি আর এটা থেকে বেরিয়ে আসতে হবে সেটা থেকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Steve Smith Glenn Maxwell India Vs Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE