Advertisement
০৩ মে ২০২৪
Sports News

ধোনি নেই টিকিট বিক্রিও নেই রাঁচীতে

মাঝে আর একদিন। তার পরই ভারতের ২৬তম টেস্ট ভেন্যু হিসেবে নাম লিখিয়ে ফেলতে চলেছে ধোনির রাজ্য। সেই রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে। খেলবে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কিন্তু নেই মহেন্দ্র সিংহ ধোনি।

মহেন্দ্র সিংহ ধোনি। -ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনি। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ২১:২০
Share: Save:

মাঝে আর একদিন। তার পরই ভারতের ২৬তম টেস্ট ভেন্যু হিসেবে নাম লিখিয়ে ফেলতে চলেছে ধোনির রাজ্য। সেই রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে। খেলবে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কিন্তু নেই মহেন্দ্র সিংহ ধোনি। হয়তো তিনি থাকবেন ভিআইপি গ্যালারিতে। ভারতের অনুশীলনে হয়ত এসে দেখা করে যাবেন একবার। কিন্তু নিজের ঘরের মাঠে ব্যাট হাতে টেস্ট ক্রিকেট খেলতে নামা হল না ধোনির। মন খারাপ রাঁচীর। চার বছর আগে যখন এই ভেন্যুর উদ্বোধন হয়েছিল তখনও ছিলেন ধোনি। কিন্তু প্রথম টেস্টে ক্রিকেটে নেই তিনি।

আরও খবর: ডিআরএস বিতর্কের জের? তৃতীয় টেস্টে বদলে গেল ম্যাচ রেফারি

এই মুহূর্তে দিল্লিতে বিজয় হাজারে ট্রফি খেলতে ব্যস্ত ধোনি। বুধবারই খেলা রয়েছে। ১৬ মার্চ থেকে রাঁচীতে বসতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট। কিন্তু এখনও তেমনভাবে টিকিটের চাহিদা লক্ষ্য করা যায়নি। প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে কিন্তু রাঁচীর এই মুখ ফিরিয়ে থাকা বোঝাচ্ছে ধোনির না থাকা। ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ও মেনে নিলেন সে কথা। সঙ্গে রাঁচীতে টেস্ট হওয়ার পিছনে ধোনির অবদান স্বীকার করে নিলেন তিনি। বলেন, ‘‘আজ আমরা টেস্ট ম্যাচ আয়োজন করছি সবটাই ধোনির জন্য। যেটা আমাদের শহরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা চাই ও বিজয় হাজারেতে ভাল করুক। পাশাপাশি এটাও চাই রাঁচী ভারতের জন্য লাকি গ্রাউন্ড হোক।’’

ধোনির শহরে অনুশীলনে মগ্ন ভারতীয় দল। ছবি: পিটিআই।

ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্কুল ও ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের ফ্রি পাস দিচ্ছে। প্রতিদিন প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী খেলা দেখতে যাবে। অ্যাসোসিয়েশনের সচিব দেবাশিস চক্রবর্তী বলেন, ‘‘এখানে ধোনিই একমাত্র আইকন। ঐতিহাসিক এই মুহূর্তে শহরের ক্রিকেটপ্রেমীরা তাঁকে মিস করবে। তবে আমার চেষ্টা করব যাতে স্টেডিয়াম ভরে যায়। আমরা আশা করছি ৩০হাজার দর্শক প্রতিদিন।’’ স্টেডিয়ামের আসন সংখ্যা ৪০ হাজার। এই ম্যাচের মধ্যেই ধোনিকে সংবর্ধনা দেওয়া হবে। ধোনির ছবি দিয়ে বিসিসিআইকে শুভেচ্ছাও জানিয়েছে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন। পুরো শহর ঢেকে গিয়েছে পোস্টারে। সচিব বলেন, ‘‘ধোনি আমাদের অ্যাম্বাসেডর। ও যখনই রাঁচীতে থাকে স্টেডিয়ামে আসে। এখানে সময় কাটায়। ফিটনেস ট্রেনিংও করে। আমাদের টিপসও দেয়।’’ জেএসসিএ ধোনির পরিবারকেও খেলা দেখার আমন্ত্রণের সঙ্গে সঙ্গে ধোনির সংবর্ধনা অনুষ্ঠানে আসারও নিমন্ত্রণ জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahendra Singh Dhoni Ranchi India Vs Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE