Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির কমিটি থেকে ইস্তফা রবি শাস্ত্রীর

আইসিসি ক্রিকেট কমিটির মিডিয়া রিপ্রেজেন্টেটিভের পদ থেকে ইস্তফা দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ডিরেক্টর রবি শাস্ত্রী। আইসিসির যে কমিটি থেকে রবি ইস্তফা দিলেন, সেই কমিটির চেয়ারম্যান ভারতের নবনিযুক্ত কোচ অনিল কুম্বলে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ১৮:৩২
Share: Save:

আইসিসি ক্রিকেট কমিটির মিডিয়া রিপ্রেজেন্টেটিভের পদ থেকে ইস্তফা দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ডিরেক্টর রবি শাস্ত্রী। আইসিসির যে কমিটি থেকে রবি ইস্তফা দিলেন, সেই কমিটির চেয়ারম্যান ভারতের নবনিযুক্ত কোচ অনিল কুম্বলে।

ছ’বছর ধরে যে কমিটিতে আছেন, হঠাত্ সেই পদ থেকে ইস্তফা দিলেন কেন? তবে কি এর সঙ্গে চলতি কোচ বিতর্কের কোনও সম্পর্ক রয়েছে? এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর না দিলেও শাস্ত্রী বলেন, “আমার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। আর তা ছাড়া একই পদে ছ’বছর রয়েছি। এ বার পদ ছাড়ার সময় হয়েছে।”

আশ্চর্যজনক ভাবে শাস্ত্রীর পদত্যাগের ঠিক আগেই কুম্বলে ওই কমিটির প্রধান হিসাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “সৌরভ, কুম্বলের পাশাপাশি রবির বিষয়টিও আমাদের কাছে যথেষ্ট আবেগের। সম্ভবত চলতি বিতর্কের পর কুম্বলের সঙ্গে এই মুহূর্তে কাজ করতে চাইছেন না তিনি।”

আরও পড়ুন:
বিতর্ক, সৌরভ আর বাপি বাড়ি যা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravi Shastri ICC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE