Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অবসরের ভাবনা খারিজ রজারের

ছত্রিশ বছর বয়সের মুখে দাঁড়িয়ে থাকা রজার ফেডেরার জানিয়ে দিলেন, অবসরের কথা তিনি ভাবছেনই না। ইন্ডিয়ান ওয়েলসে রেকর্ড পঞ্চম বার ট্রফি জিতে উঠে ফেডেরার বলে দিয়েছেন, তিনি খেলা চালিয়ে যেতে চান এবং টেনিস ছাড়ার কথা এই মুহূর্তে ভাবতেই চান না।

সঙ্কল্প: আরও অনেক দিন টেনিস খেলতে চান ফেডেরার। ফাইল চিত্র

সঙ্কল্প: আরও অনেক দিন টেনিস খেলতে চান ফেডেরার। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০৩:৪০
Share: Save:

ছত্রিশ বছর বয়সের মুখে দাঁড়িয়ে থাকা রজার ফেডেরার জানিয়ে দিলেন, অবসরের কথা তিনি ভাবছেনই না। ইন্ডিয়ান ওয়েলসে রেকর্ড পঞ্চম বার ট্রফি জিতে উঠে ফেডেরার বলে দিয়েছেন, তিনি খেলা চালিয়ে যেতে চান এবং টেনিস ছাড়ার কথা এই মুহূর্তে ভাবতেই চান না।

গত দু’বছর ধরে অবসর নিয়ে বার বারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ফেডেরারকে। কিন্তু পাঁচ বছর গ্র্যান্ড স্ল্যাম না জেতার পরে এই জানুয়ারিতেই তিনি অস্ট্রেলীয় ওপেনে চ্যাম্পিয়ন হন। ফাইনালে রাফায়েল নাদালকে হারানো সেই ম্যাচ দেখে অনেকের মতামত পাল্টে যায়। এখন সমালোচকরাও প্রশংসা করে বলছেন, কী অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়েছেন ফেডেরার!

অস্ট্রেলীয় ওপেন জয় যে ফ্লুক ছিল না, ফেডেরার তা প্রমাণ করে দিয়েছেন ইন্ডিয়ান ওয়েলসে খেতাব জিতে। তার পরেই তাঁর ভক্তদের জন্য সুখবর দিয়ে কিংবদন্তি জানিয়ে দিয়েছেন, তিনি টেনিস খুবই উপভোগ করে চলেছেন। অনুপ্রাণিত বোধ করছেন ভাল খেলার। আরও সাফল্য অর্জন করার। সেই সঙ্গে আরও জানিয়েছেন, এখনও বাড়ি ছেড়ে বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে টেনিস খেলতে তাঁর ভালই লাগছে। দীর্ঘ ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘‘কোনও টেনিস টুর্নামেন্ট এলেই আমি নিজেকে জিজ্ঞেস করি, বাড়ি ছেড়ে কি খুশি মনে বেরতে পারছি? বাড়িতে থাকতে সব সময়ই দারুণ লাগে। তাই নিজেকে জিজ্ঞেস করি, ব্যাগ গোছাতে কি ভাল লাগছে? বাড়ির দরজাটা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কি আমি খুশি? এ বার গাড়িতে উঠব, খুশি মন নিয়ে যেতে পারছি না কি ভারাক্রান্ত হৃদয়ে?’’ এখনও এ সব কঠিন প্রশ্নের সামনে উত্তরগুলো ইতিবাচক হয় বলে জানিয়েছেন ফেডেরার। তিনি বলেন, ‘‘এখনও নিজের মনকে প্রশ্ন করলে জবাব পাই, হ্যাঁ, আমি খুশি মনেই বাড়ি ছেড়ে টুর্নামেন্টে খেলতে যেতে পারছি। যত দিন এটা চলবে, তত দিন টেনিস চালিয়ে যেতে পারব।’’

আরও পড়ুন: প্রাণনাশের হুমকিও পান, দাবি ভার্ডির

উল্টো দিকটা সম্পর্কেও অবহিত ফেডেরার। জানেন, এমন একটা দিন আসতেই পারে যখন বাড়ি ছেড়ে বেরতে ইচ্ছা করবে না। ‘‘আমার এক বন্ধু যেমন বিমানবন্দর থেকে ফিরে এসেছিল। পরিবারকে ছেড়ে ওর যেতে ইচ্ছা করছিল না। এ রকম হওয়া মানে কেরিয়ার শেষ।’’ নিজের ক্ষেত্রে এখনও টেনিস যাত্রায় বেরনোর মধ্যে উপভোগের পরিমাণই বেশি বলে মনে করছেন ফেডেরার। সুইস কিংবদন্তি বলছেন, ‘‘পরিবারের সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে আমার। বাড়িতে থাকতে পছন্দ করি। কিন্তু একই সঙ্গে টুর্নামেন্ট খেলতে বাইরে বেরিয়ে পড়াটাও দারুণ উপভোগ করি।’’

যত দিন টুর্নামেন্ট খেলতে বেরিয়ে পড়া উপভোগ করবেন ফেডেরার, তত দিন তাঁর ভক্তরা টেনিসও উপভোগ করতে থাকবেন।

পাশাপাশি রজার-প্রেম কমারও কোনও নাম নেই। চ্যাম্পিয়ন হওয়ার চব্বিশ ঘণ্টা পরে যার প্রমাণ আরও একবার পাওয়া গেল। মায়ামির সমুদ্রসৈকতে নিজের বাচ্চাদের সঙ্গে সময় কাটান সুইস কিংবদন্তি। টেনিস মহাতারকাকে দেখে আবার এক মহিলা ভক্ত ছবি তোলার আব্দার করেন। আঠারো বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরার হাসিমুখে রাজি হয়ে যান ছবি তুলতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Retirement Roger Federer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE