Advertisement
০২ মে ২০২৪

সচিনদের সম্মান

দশম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনে চমক দিতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। বৃহস্পতিবারের গভর্নিং কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হায়দরাবাদে ৫ এপ্রিল, আইপিএল উদ্বোধনে সম্মান জানানো হবে ভারতীয় ক্রিকেটের পাঁচ কিংবদন্তিকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০৩:৫১
Share: Save:

দশম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনে চমক দিতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। বৃহস্পতিবারের গভর্নিং কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হায়দরাবাদে ৫ এপ্রিল, আইপিএল উদ্বোধনে সম্মান জানানো হবে ভারতীয় ক্রিকেটের পাঁচ কিংবদন্তিকে। এঁরা হলেন— সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং বীরেন্দ্র সহবাগ। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

নয়াদিল্লির আইপিএলের এই বৈঠক নিয়ে অনেক রকম জল্পনাই ছিল। দেখার ছিল, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের প্যানেলের সঙ্গে আগের বারের আইপিএল কাউন্সিলের সদস্যদের রসায়নটা কেমন দাঁড়ায়।

এমনকী বর্তমানে বোর্ড পদাধিকারীদের সঙ্গেও প্রশাসকদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল। তবে দেখা যাচ্ছে, দু’দলের মধ্যে সংঘাত হয়নি। বরং প্রশাসকদের প্যানেলের প্রধান বিনোদ রাই বলেছেন, ‘‘বিশেষ সাধারণ সভা (এসজিএম) ডাকতে প্যানেলের কাছ থেকে বিসিসিআইয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে আমাদের সব কিছু জানিয়ে রাখতে হবে।’’ দেখা যাচ্ছে, আপাতত সংঘাতের রাস্তায় হাঁটল না দুই পক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sachin Tendulkar Felicitation IPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE